নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পরাজিত হইনা, হয় ব্যর্থ হই নয়তোবা শিখি, পরাজয় মানেই তো শেষ, আমি জয়ী হতে চাই, তাই আমার কাছে শেষ তখনি যখন শেষ বলার মতোও কিছু না থাকবে, আর তা হচ্ছে জীবনের সমাপ্তি, আমি চেষ্টা করতে পছন্দ করি, এবং যুদ্ধ আমার প্রিয় সখ, ব্যর্থতা আমার ভালবাসা।

রাজিব ওয়াহিদ

রাজিব ওয়াহিদ › বিস্তারিত পোস্টঃ

আজকের দেশ প্রেমিক →গতকাল কোথায় ছিল?

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৬

আজ আমরা সবাই দেশ প্রেমিক হয়ে গেছি!
যে দেশ প্রেমিক গত একমাস আগেও ইন্ডিয়ান ফিল্ম দেখার জন্য রাত জাগতো !
সানি লিওনের ভিডিও খুজে বেরিয়েছে google আনাছে কানাছে!
যে দেশ প্রেমিক তার বোন কে সাথে নিয়া সিরিয়াল দেখতো আর ইন্ডিয়ান সিরিয়াল follow করে বোনকে ফ্রেন্ড বলে
সব কিছু শেয়ার করতো বনের সাথে

যে কিনা তার বোনের জন্মদিনে পাখী ড্রেস গিফট দিয়েছে

যে দেশ প্রেমিক yo yo honey sing,kamal raja.salman khan এর স্টাইল ছাড়া চুল ই কাটতো না!

যে দেশ প্রেমিক সারাদিন shila ki jawani গান বাঝিয়ে ডান্স দিতো

যে দেশ প্রেমিক এর মুখে প্রতিনিয়তই ইন্ডিয়ান ভাষায় কথা বলতে শুনা যায় !

আজ সে প্রতিবাদী বাংলার দেশ প্রেমিক!

ছি,ছি, ছি
লজ্জা করে না তদের?
কোথায় ছিল তুমার দেশ প্রেম যখন তুমি নিজের সংস্কৃতি ছেড়ে ইন্ডিয়ান সংস্কৃতি কেই বেশি প্রাধান্য দিতে??

কোথায় ছিল এতদিন তুমার দেশ মাতৃভক্তি? যখন তুমার দেশের পণ্য ছেড়ে ইন্ডিয়ান ড্রেস পরিধান করতে?

কোথায় ছিল তুমার ভাষার প্রতি ভালোবাসা? যখন তুমি ইন্ডিয়ান ভাষায় কথা বলতে??

ছি.........

আজ একটুতেই দেশ প্রেমিক হয়ে গেলে???
তখন কি বুঝতে পারনি যে ইন্ডিয়ান আমাদের তিলে তিলে ধ্বংস করছে? ডুকিয়ে দিচ্ছে বেহায়াপনা আমাদের সমাজে যে গুলা ভাইরাস এর ন্যায় কাজ করে??
বুঝতে কি পারনি তুমি
তুমি মুসলিম হয়ে হিন্দুর কাজ করছো?

আজ কেনো তুমি প্রতিবাদ করছো তাদের বিরুদ্ধে? তাদের এই শ্বাহসিকতার জন্য দায়ি কে???
আমরাই দায়ি,হে আমরাই
আমরা তাদের সমর্তন করেছি সর্বদা,তাদের সব কিছু আমরা স্বাচ্ছন্দে গ্রহন করেছি,
তাহলে আজ কেনো পারছো না তাদের কুঠক্তিক একটা Add কে মেনে নিতে??

শেষ কথাঃ ভাই একদিনে দেশ প্রেমিক হওয়া যায় না
আর দেশ প্রেম নিজের মধ্যে ধরে রাখা এত্ত সহজ না

মনে রাখা ভালো →স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন

আমি অনেক কিছু লেখলেও কাজ হবে না
তাই লিখে লাভ নাই

আমি ত জানি→>কুকুরের লেজ কখনো সুজা হয়না

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩২

নতুন বলেছেন: আজ একটুতেই দেশ প্রেমিক হয়ে গেলে???


এদের মধ্যে অনেকেই ১৯এর খেলায় হেরে গেলে সব খেলোয়ারের সমালোচনা করবে.... আবার ঠিকই সময় মতন হিন্দি সিরিয়াল দেখতে বসবে...

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৮

রাজিব ওয়াহিদ বলেছেন: অনেক কষ্ট পাই
যখন বাংলার মানুষ আবেগে প্রতিবাদী হয়

এই প্রতিবাদ কেনো একাত্তরের মত নয়??
কেনো সময়িক, কেনো আমরা বুঝিনা?
কবু কি হবে না বুঝ আমাদের?

ধন্যবাদ আপনাকে

২| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৩

এই আমি রবীন বলেছেন: জ্বী পন্ডিত সাহেব! আরো কিছু প্রশ্ন যোগ করুন, যেমন:
এখন কেন ফ্যান ছাড়ছ, শীতের দিনে কই আছিলা?
সকালে কেন দাত মাজ, রাত্রে কই আছিলা?

বাংলাদেশের উন্নতি, বাংলাদেশে কল্যাণ, বাংলাদেশের জন্য মমতা দেখলে অনেকের আতিঁ জ্বলে !!!

আশা করছি আপনি ঐ দলে পরবেন না!

আর বাংলাদেশের 'মুসলমান' নাহয় ইন্ডিয়ান টিভি দেখে 'হিন্দুর' কাজ করছে , যারা পাকিস্তানে মসজিদ, গীর্জায বোমা মারছে তারা কোন হিন্দু থেকে শিখেছে ?

আপনি ভালতো জগৎ ভাল।

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৭

রাজিব ওয়াহিদ বলেছেন: শুধু আমি একা ভালো হলেই যদি দুনিয়ার সবার কল্লাণ হত আর সবাই ভালো হয়ে যেত
তাইলে আমি যে কোন কিছুর বিনিময় নিজেকে সর্বদা ভালো রাখতাম

আমার মনে হচ্ছে আপনি আমাকে
লজ্জা দিলেন?
আসলে আমি খুব একটা ব্লগ লেখিনা তাই ভুল হতেই পারে

রবীন স্যার

৩| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩৯

এই আমি রবীন বলেছেন: "আপনি ভালতো জগৎ ভাল।" -এর একটা প্রকৃত অর্থ আছে! যখন পরণত হবেন, তখন বুঝবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.