নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পরাজিত হইনা, হয় ব্যর্থ হই নয়তোবা শিখি, পরাজয় মানেই তো শেষ, আমি জয়ী হতে চাই, তাই আমার কাছে শেষ তখনি যখন শেষ বলার মতোও কিছু না থাকবে, আর তা হচ্ছে জীবনের সমাপ্তি, আমি চেষ্টা করতে পছন্দ করি, এবং যুদ্ধ আমার প্রিয় সখ, ব্যর্থতা আমার ভালবাসা।

রাজিব ওয়াহিদ

রাজিব ওয়াহিদ › বিস্তারিত পোস্টঃ

সময় বদলায়, আর সাথে সাথে আমিও

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৫৬

• অধিকাংশ পরিবারেই এমন কিছু সন্তান থাকে ,যাদের সব কিছু একসময় আলাদা থাকে,
খাবার প্লেইট,গ্লাস,বসার চেয়ার,শুয়ার রুম, এককথায় সব কিছুই। আর সেও সবার থেকে আলাদা থাকে এবং তার এই আলাদা থাকার পিছনে কারণ হচ্ছে সে পরিবারের সবার আদরের ছেলে ,তাই তার এই আল্লাদপনাকে সবাই স্বজ্ঞানে মেনে নেয়,সবাই তাকে ভালোবাসে, আর এই ধরনের ছেলেদের পরিবার নিয়ে কোন মাথা ব্যাথা থাকেনা ।

• কিন্তু এমন একসময় আসে যখন এই ছেলেকেই তাঁর পরিবারের হাল ধরতে হয়,তখন তাকে সবার চাহিদার খেয়াল রাখতে হয় । সে তখন শীতের রাতে চাঁদর মুড়ি দিয়ে ঘুমায় আর পরিবারের অন্যকে কম্বল গায়ে দিয়ে ঘুমাতে দেয় ।
নিজের আলাদা প্লেইট,গ্লাস আর শুয়ার রুম তখন তাঁর কাছে মনে হয় কোন এক কালে সে তা কল্পনায় দেখেছিল ।
• এই সময়টায় তাঁর শতপ্রচেষ্টার ফলে যদি পরিবারের কেউ একজনও সুখে থাকে ,তবেই যেন তাঁর সুখ ।

খেয়াল করেন------- এই পরিস্থিতে সেই ছেলেটা কি করে এই সব নিয়ন্ত্রণ করবে ? যে আগে কখনো পরিবার কি বুঝে নি , আর সবকিছুই নিয়ন্ত্রণ করতে একটি গাণিতিক জ্ঞান [ হিসাব বা বুঝার ক্ষমতা ] লাগে ।
যা ইতিমধ্য তাঁর হয়নি ......।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.