নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পরাজিত হইনা, হয় ব্যর্থ হই নয়তোবা শিখি, পরাজয় মানেই তো শেষ, আমি জয়ী হতে চাই, তাই আমার কাছে শেষ তখনি যখন শেষ বলার মতোও কিছু না থাকবে, আর তা হচ্ছে জীবনের সমাপ্তি, আমি চেষ্টা করতে পছন্দ করি, এবং যুদ্ধ আমার প্রিয় সখ, ব্যর্থতা আমার ভালবাসা।

রাজিব ওয়াহিদ

রাজিব ওয়াহিদ › বিস্তারিত পোস্টঃ

*ভালোবাসা বা প্রেম* আর এর অন্তরালে একটি পরিবারের মৃত্যু

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৬


*ভালোবাসা বা প্রেম* আর এর অন্তরালে একটি পরিবারের মৃত্যু
আজ আমার এই লেখা সেই সব ভাই ও বোনদের নিয়ে যারা বর্তমানে ইন এ রিলেশনশিপ এই স্টেট্যাস এ আছেন।
প্রেম আর ভালোবাসা আমাদের সমাজে একটি অসামাজিক বা নির্লজ্জাতার পথ বলে গণ্য হয়, তবে এইটা আমার বিষয় না। আমি বলতে চাইছি যারা প্রেম আর ভালোবাসা করে চলেছেন, একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে আর মেয়েটিও খুব বেশি চায় ছেলেটিকে, ভালোবাসা শুধু একটি শব্দ বুঝায় না, ভালোবাসা হচ্ছে ঐটা যে একটি ছেলে একটি মেয়েকে জানবে বুঝবে, হৃদয়ের একটা সংবাদ দাতা থাকে যে সংবাদ দাতা সব হৃদয়ের সাথে কানেকশন করিয়ে দেয় না, যার সাথে করিয়ে দেই তাকেই ভালোবাসা বলে, যাকে ভালোবাসবে তার কিছু হলেই সে না বললেও বুঝে নেয়ার ক্ষমতা থাকাই তার প্রতি ভালোবাসা, ভালোবাসা মানে থাকে সম্মান করা আসলে প্রধান জিনিসটাই সম্মান করা, যে সম্পর্কে সম্মান নেই সেই সম্পর্কে কোনদিনও ভালোবাসা থাকতে পারেনা,
কিন্তু আজকাল সেই সম্মান করে ভালোবাসে এমন প্রেম পাওয়া বড়ই মুশকিল, প্রথম প্রথম থাকলেও এক মাস পর সব হারিয়ে যায় ভিডিও কল বা লাইভ শুয়ের মাধ্যমে,
যাই হউক, ছেলে ও মেয়েকে শুধু ভালোবেসে সুখি হওয়ার জন্য সব কিছু করতে হবে তা ঠিক নয়, যদিও তা এখন আর খেয়াল করার বিষয় নয়,
তবে একটি বার ও কি ভাবতে হয় না ? একটি পরিবার তার সন্তানকে নিয়ে কত সপ্ন দেখেন ? কত ইচ্ছা থাকে কত কষ্ট করে লালন পালন করেন? ছেলে বা মেয়ে দুজনই ভূলে যায় পরিবারের চেয়ে বড় কোন কিছুই হতে পারেনা, মা অনেক কষ্ঠ করেন সন্তানের জন্য বাবা সারাসিন কাজ করে সন্তানের মুখে হাসি ফুঁটাতে কত কি করেন। পরিবারের সবাই কত সপ্ন দেখে যখন একটি ছেলে বা মেয়ে বড় হয়,ডাক্তার ইঞ্জিনিয়ার কত কি হবে তাদের সন্তান, সেই আশায় ই তো সব সহ্য করে পরিবারের সবাই, আর এর প্রতিদান কি দেই আমরা ? দুই দিনের পরিচয়ে একটি ছেলের হাত দরে চলে যাই ছেলেটিও একটি বার ও ভাবে না ঐ মেয়েটির পরিবারের কথা যত তারাতারি ছেলেটি মেয়েটিকে তার বিছানায় চায়, এর বিনিময়ে যাই করতে হয় ওরা করতে রাজি,
যখন একটি ছেলে আর মেয়ে পরিবারের কথা চিন্তা না করে পালিয়ে যায় বা পরিবারের অসম্মান হয় এমন কাজ করে তখন কি হয় ? একটি পরিবারকে হত্যা করা হয়, একটি বাবার সারা জীবনের সপ্ন আর মায়ের হাসি মুখে চুনকালি দিয়ে তাদের খুন করা হয়, যা প্রেমে পড়ে ছেলে/মেয়ে ভূলে যায়,
তাই বলবো প্লিজ মেয়ে বা ছেলে বৈধতা তো নয় প্রেম তবে সম্মান জনক একটা সম্পর্ক কর আর সেই সম্পর্ক যতই গভীর হয় না কেনো, পরিবারের উর্ধে নয়, ছেলের উচিৎ মেয়েটির পরিবারের সম্মতিতে মেয়েটিকে নিজের করে পাওয়া, প্রত্যেকটা পরিবারই নিজের সন্তানের ভালো চায়,চায় একটি ভালো ছেলের হাতে মেয়েকে তুলে দিতে, তাই নিজেকে সেই অনুযায়ী তৈরী কর এবং মেয়েটির পরিবারের কাছে নিজেকে প্রমান কর, তুমি যদি সত্যি ভালো ছেলে হয়ে থাকো যদি সত্যি তোমার ভালোবাসায় কোন লোভ থাকেনা, যদি সত্যি তুমি সম্মান দিতে জানো তাহলে ভীতু আর বকাটেদের মতো কেনো একটি মেয়েকে নিয়ে পালিয়ে যাবে ? নিজের যোগ্যতায় অর্জন কর, কখনো একটি পরিবারকে হত্যা কর না প্লিজ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:০৫

ওমেরা বলেছেন: তাই বলবো প্লিজ মেয়ে বা ছেলে বৈধতা তো নয় প্রেম তবে সম্মান জনক একটা সম্পর্ক কর । আসলে সন্মানজনক সম্পর্ক বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন এটা বুঝতে পারলাম না ।

বিয়েই একমাত্র একটা ছেলে ও একটা মেয়ের মাঝে সন্মানজনক সম্পর্ক । বিয়ের একটা ছেলে মেয়ের সম্পর্ক অবৈধ ।

কিন্ত এই বিয়েটা হবে ছেলে মেয়ের পছন্দে , ছেলে মেয়ের পছন্দকেই বাবা মায়ের প্রাধান্য দিতে হবে ।

কিন্ত আমাদের সমাজে হচ্ছে উল্টো ,বাবা মায়ের পছন্দে ছেলে মেয়েকে বিয়ে করতে হবে যার কারনে যত দূর্ঘটনা ঘটছে ।




১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৯

রাজিব ওয়াহিদ বলেছেন: সম্মান জনক বা বৈধ সম্পর্ক বলতে বুঝিয়েছি যে, এমন সম্পর্ক যে সম্পর্কে বেহায়াপনা নেই। আমি একটি মেয়ের বন্ধু হতে পারি বা সে আমাকে ভালবাসতে পারে তাই বলে আমার সাথে যা ইচ্ছা তা নিয়ে কথা বলা যাবে না নিজেদের কথা বার্তা আর ব্যবহার যেন অশ্লীল না হয়। এমন সম্পর্কের কথাই বুঝিয়েছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.