নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

উস্তাদ একটা বিল পাঠাই ?

১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮


- বক্কর, বক্কর, অই বক্কইরা !
- জ্বে উস্তাদ ?
- চা আন ।
- চা আনুম টেয়া ?
- ক্যান, গত মাসে ডাকাতি কইরা এত মালামাল যে আনলাম, ঐ সব গেল কই ?
- ঐ সব মালতো মাল কিননা, মাল খাইয়া আর মালের খুশি কইরাই সব ফুট্টুস কইরা দিলেন ।
- হু.., জীবনে এতো কিসিমের মাল থাকলে পকেটে মাল থাকব কই থিকা, ক’ ?
- আচ্ছা উস্তাদ, এক কাম করলে কেমন অয় ?
- কী ?
- গত মাসে যেই বাইত ডাকাতি করছি, হেই বাড়িত একটা বিল পাঠাইয়া দিই ?
- কিয়ের বিল ?
- অই যে, ডাকাতির সময় আপনের মাংকি টুপিডা ভুলে ঐ বাড়িতে ফালাইয়া আইলেন, তারবাদে ছাদ থিকা লাফ দিয়া আপনের পা মচকাইল, আমার হাত কাটল, এইসবের চিকিৎসা খরচ। তারবাদে পাবলিক দাবড়ানি দিল, পকেট থিকা ছুরিডা পইড়া গেল। সব মিলাইয়া হাজার পাঁচেক টাকার বিল পাঠাইয়া দেই, কি কন ?
- যদি ধইরা মাইর দেয় ?
- দিলে দিব, আমরারতো অভ্যাস আছেই।
- তা ঠিক । দে, বিল পাঠাইয়া দে । তয় বিল দেউক আর না দেউক বুদ্ধিডা তোর ভালই ।
- এইডা আমার বুদ্ধি না উস্তাদ, পাকিস্তানিগো ! হেরা বাংলাদেশের কাছে ৯২১ কোটি রুপির বিল পাঠাইতাছে !!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন একহাত দিলেন. ক্লাসিক ;)

+++++++

যেই বিল বাংলাদেশের পাঠানোর কথা ঐটা পাঠায় পাকি!!! ঘোর কলিকাল ;)
দ্রুত তাদের কৃত দাবীর ডানে দুইটা শূন্য বসাইয়া বাংলাদেশকে ঐ বিল পরিশোধে পাকিদের চাপ দিতে জাতিসংঘে বিল উত্থাপন করা হোক :)

২| ১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

আহা রুবন বলেছেন: চমৎকার লিখেছেন। ফাজলেমি করতে করতে এমন তাৎপর্যপূর্ণ কথা বলা যায়! =p~

৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: আহা রুবন বলেছেন: চমৎকার লিখেছেন। ফাজলেমি করতে করতে এমন তাৎপর্যপূর্ণ কথা বলা যায়!

৪| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৮

বলবো না!! বলেছেন: মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: আহা রুবন বলেছেন: চমৎকার লিখেছেন। ফাজলেমি করতে করতে এমন তাৎপর্যপূর্ণ কথা বলা যায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.