নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

নিভৃতচারী

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

কোন একদিন হয়তোবা মুখ ফুটে বলবে ওরা

তাদের দৃঢ় কণ্ঠ শুধু প্রয়োজনেই শোনা যায়

বাকিটা সময়; নিথর, নিরব, বাক শূন্য

যেন তারা বোবা! চোখ মেলে দেখা ছাড়া কর্ম অক্ষম!

ওদিকে ধর্মান্তরিত হচ্ছে ৫৫ দিন ধর্ষিতা ১১ বছরের মেধাবী শিশু

বাস পুড়ছে, লোক মরছে, ফেলানিরা ঝুলে থাকছে কাঁটাতারে!

আস্ত দালান ধ্বসে হয়ে যাচ্ছে গণ কবর-

সেখানে পড়ে থাকা অস্থি মানুষের বলে মানতেও নারাজ প্রশাসন!!

হয়তো আসলেই সেগুলো মানুষ ছিল না, ছিল ধনাঢ্য হবার আয়োজন!

এত সবের পর হয়তো কোন দিন মুখ খুলবে ওরা... আসবে ওরা...

যেমন এসেছিল '৭১-এ মুক্তিযুদ্ধের মাঠে,

যেমন দাঁড়িয়েছিল '৫২'র সেই ভাষা রক্ষার মিছিলে।

স্বাধীনতার সেই দাবী নিয়ে তারা ছিল শাহবাগেও

মানব জোয়ারে মিশে দেখেছিলো পরিবর্তনের স্বপ্ন...

নতুন বাংলাদেশের স্বপ্ন।

কোন ক্যামেরার লোভ কিংবা অন্ধ ভক্তের ঢল ওদের টানে নি,

কোন নামের আকর্ষণের সেখানে ওরা জড় হয় নি... হবেও না!

ওদের পাবে রুপালী পর্দার পেছনে, আগামীর পরিকল্পনা হয় যেখানে।

ভিড়ের ভেতর মিশে থাকা কোন মুখ, পরিবর্তনের নিরব কারিগর

ফিরে যাওয়ার আগে ছাপ রেখে গেছে, নাম রেখে গেছে,

রেখে গেছে 'প্রজন্ম চত্বর'...

যেদিন ওরা ফিরে আসবে, সবে দেখবে কি করে ইতিহাস হয়...

আবার দৃঢ় কণ্ঠে বলবে ওরা ফিরে এসে!

মিশবে ভিড়ে সব কোলাহল শেষে।

----------------------------------------------------------

"নিভৃতচারী"

রায়ান ঋদ্ধ

মঙ্গলবার, বিকাল ৩:৫৬

২৮ জানুয়ারি, ২০১৪

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭

মামুন রশিদ বলেছেন: কোন একদিন হয়ত বা..

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০

রায়ান ঋদ্ধ বলেছেন: হুম... কোন একদিন আবার হয়তো!

২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর লিখেছেন!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

রায়ান ঋদ্ধ বলেছেন: আপনারাই অনুপ্রেরণা। :)

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: একদিন হবেই, দেয়ালে পিঠ ঠেকে গেলেই!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

রায়ান ঋদ্ধ বলেছেন: আমরা খুব ধাক্কা বাঁদি জনগণ। ধাক্কা না খাইলে কিছু কই না... :(

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: চমৎকার লিখছেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.