নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

সামু কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৩

মোবাইল সাইটে অনেকগুলো অপশন না থাকায় ইউজাররা অনেক সমস্যার সম্মুক্ষিণ হচ্ছে। পোস্টে মন্তব্য এসেছে দেখাচ্ছে, কিন্তু পোস্ট খুলে খুঁজে পাচ্ছি না। নোটিফিকেশন দেখা আর মন্তব্যের জবাব দেওয়ার অপশনগুলো একান্ত জরুরী। সেই সাথে অনুসরিত ব্লগারদের লেখা দেখতে না পারাটা ব্লগে আসার ইচ্ছাটাকে ক্রমাগত কমিয়ে দিচ্ছে।

মোবাইল সাইটের অনেক উন্নতি প্রয়োজন। সেই সাথে ফুল ভার্সন দেখার অপশনটি অচিরেই ফিরিয়ে দেয়া হোক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হুবহু এই লিখা গুলিই লিখবো ভাবছিলাম ।
আমার শেষ লিখায় কারো কমেন্টই দেখছিনা , শুধু কমেন্টের সংখ্যা দেখাচ্ছে ।
তাই রিপ্লাইও দিতে পারছিনা ।
আজ তিন দিন নিজের ব্লগেই ঢুকিনি ।
ফুলভাশর্ন চালু করা হোক ।
কতৃপক্ষের দৃস্টি আকশর্ ন করছি ।

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৬

রায়ান ঋদ্ধ বলেছেন: আশা করি খুব জলদি ঠিক হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.