নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

পরখ

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:১২

মাঝি,

তুমি বৈঠা বাও, জীবন স্রোতের গান গাও

নায়ের কোলে ওপারে নেও, যে যেথায় যাবে।

মাঝি,

যদি হয় ঝড়, মাঝ নদীতে যাবার পর,

ভিশন স্রোতে উথাল-পাথাল নাও যদি দোলে

শক্ত হাতে ধর হাল, পার হবে এই কঠিন কাল

এপার ওপার তোমার পানেই চেয়ে!



মাঝি,

তোমার বৈঠা হাতের এপার ওপার দিন;

ছুটে চলার এজীবনে সময় বড় ক্ষীণ্।

দিনের শেষে হিসাব খাতায় শূন্য জমে রয়-

ভিটেমাটির রসদ কিবা শূন্য দিয়ে হয়?

মাঝি ওও, মাঝি ওও....



মাঝি, আজ সুধী?

ঘরের স্বপন দেখ বুঝি?

এসংসারে তুমি মেলো কোথা? বল খুঁজি...!

যেজন তোমার হাত ধরে আসবে এই ঘরে,

তুমি পড়ে থাকবে মাঝি দূর পাড়ে পাড়ে;

নদীর জল টলমল, ঘরের খুঁটি নড়বড়-

মাঝি, বল ধরবে তুমি কারে?



মাঝি, তোমার চোখে রবে দৃঢ় প্রত্যয়;

মাঝি, তোমার চোখ কি ছলছল হয়?

মাঝি, এই নদী এই বৈঠা এই নাও...

মাঝি, জানো দ্বায়। বল তবে কি চাও?



----------------------------

"পরখ"

রায়ান ঋদ্ধ

শনিবার, রাত 2:56

22 নভেম্বর, 2014

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০২

আলম দীপ্র বলেছেন: ওয়াও ! সুন্দর !

২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ.. :)

২| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৫

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ.. :)

৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো ।

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৬

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.