নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নবিদ্ধ রাত চলে যায়...

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৩

প্রশ্নবিদ্ধ রাত চলে যায়...

ভোরের পাখি একঝাঁক দুঃস্বপ্ন নিয়ে

______________পাড়ি দেয় আকাশ।

কামারের খশখশে শান দেয়া ছোরা

নির্দিধায় রক্তস্রোত বাইয়ে যায়।

কশাইয়ে দুর্দান্ত ঈমানে-

তীব্র বিশ্বাস রাখা মানুষ কোন প্রশ্ন করে না,

_____________কেবল বিশ্বাস রাখে!!

কেবল পালন করে প্রথা!

চার পেয় থেকে দুপেয়র দিকে

____________নজর যায় কশাইয়ের।

বিশ্বাস অটুট অনড় অনন্ত! প্রশ্ন করা মানা!

মাঝ নদীর নাওয়ের মত বিপদগ্রস্থরা

ছহীহ-গলতের লগী দিয়ে পার পেতে চায়!



স্পর্শকাতর অনুভূতি নবজাতকের মত

____________সকাল দুপুর কাঁদে-

শান্তির সশশ্রু সৈনিক দলে দলে যোগ দেয়

কান্নার জলে রক্তঢেলে হাসিল করে কামিয়াবী!

জল-পানির পার্থক্য তখন জীবন-মৃত্যুর প্রশ্ন!

কেন?....

জল-পানি কেন হবে জীবন-মৃত্যুর প্রশ্ন?

প্রতিভা কেন হবে নিষিদ্ধ?

কেন লিঙ্গের ক্রম হবে প্রথম দ্বিতীয় তৃতীয়?

কেন চরম নিষিদ্ধতা চিরস্থায়ীত্বে বিশুদ্ধ?

কেন অস্বিত্বের গোড়ায় এত অপ্রাচুর্য ?



প্রশ্নবিদ্ধ রাত চলে যায়...

এদিকে আবদ্ধ মস্তকের স্তবকে

ঘুরেফিরে আঘাত করে প্রভাত ফেরী!

নারীর মুক্তকেশ রক্তচাপ বাড়ায়

____________নাভীর নিচে।

সবুজের মাঝে অসহ্য লাল ছিড়ে ফেলে

___________চাঁদ তারা বসানোর ছক আঁকে!

বৈশাখে বটমূলের উৎসবে উচ্চস্বরে বাজে বোমা!

দেশদ্রোহী চন্দ্রজয় করে কুদরতি ক্ষমতায়!

রাত জেগে ঘর পাহারায় থাকে

____________আট বছরের সংখ্যালঘু!

ভোরের পাখি এক ঝাঁক দুঃস্বপ্ন নিয়ে

____________পাড়ি দেয় আকাশ!



----------------------------

"প্রশ্নবিদ্ধ রাত চলে যায়..."

রায়ান ঋদ্ধ

বৃহস্পতিবার, সকাল ১০:২২

৮ জানুয়ারী ২০১৫

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক গুলো প্রশ্ন।
উত্তরের অপেহ্মায়।
ভালো লাগা জানবেন।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৯

রায়ান ঋদ্ধ বলেছেন: জেনে ধন্য হলাম। যেটা যুক্তিহীন তার পেছনে সময় দেয়া অপচয়। তাই আমি অপেক্ষায় নেই!

২| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬

কাবিল বলেছেন: ভাল লাগল

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৮

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা... :)

৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬

ভবঘুরেআমি বলেছেন: ভাল লাগ। plz continue :)

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১১

রায়ান ঋদ্ধ বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ... :)

৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: "কশাইয়ে দুর্দান্ত ঈমানে-
তীব্র বিশ্বাস রাখা মানুষ কোন প্রশ্ন করে না,"

এখানে কশাইয়ে দুর্দান্ত ঈমান কথাটি যদি বিদ্রুপ অর্থে হয় তবে প্রশ্ন করাটা যৌক্তিক বলেই মনে করছি।

আর্গুমেন্টের জন্য মন্তব্য করছি না শুধুমাত্র নিজের মতামত প্রকাশ করলাম। ভালো
থাকবেন।

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭

রায়ান ঋদ্ধ বলেছেন: 'স্বেচ্ছান্ধত্ব'র উপর বিবেকবানদের প্রশ্ন আশাটা স্বভাবিক... :)

৫| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৭

কলমের কালি শেষ বলেছেন: রাত জেগে ঘর পাহায় থাকে... :)

কবিতায় বেশ লাগলো । +++

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

রায়ান ঋদ্ধ বলেছেন: লক্ষ্য করেছি। ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। আপাতত পিসিতে না বসা পর্যন্ত ঠিক করতে পারছি না। এই কবিতার মোট ক্যার্যাক্টার আমার ফোনের লিমিটকে পেরিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.