নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

পাকিদের গায়ে বাঘের কামড়!!! দে কামড়াইয়া......

৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২১





পাকিদের সাথে বাংলাদেশের পরাজয় দেখে যারা মন খারাপ করে আছেন তারা এই ছবিটা দেখে মন ভাল করেন।



আমার গত ১ বছরের ১ মাসের ব্লগ জীবনে এই প্রথম একইদিনে দু’টি লেখা দিচ্ছি। আসলে এই ছবিটা দেখার পর আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না।





দে কামড়াইয়া...... (খেলায় পারি আর না পারি) :):DB-);)/:):((

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩১

আলী খান বলেছেন: দুধের সাধ ঘোলে মিটেনারে.....ভাই..

৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৫

ইছামতির তী্রে বলেছেন: আপনার প্রোপিক দেখে আমার কান্না চলে আসছে :(( :((

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৭

ডাসট ইন দা উইনড বলেছেন: তয় দেইখা মনে হইতাছে পাকি টার গাল চাটবার চাইতাছে....

৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৭

ইছামতির তী্রে বলেছেন: হুমমম। জিহবাটা বেশি বের করে ফেলেছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৮

রাফােয়ল িসদ্‌িদক বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।আপনার আবেগ আমাকে উৎসাহিত করল।

৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৭

ইছামতির তী্রে বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২২

মরদেহ বলেছেন: ভাই, এইধরনের ছবি দিয়া এইসব কথা লিখেন না আর। নিজেরে আরো ছোট আর অথর্ব লাগে।

৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৭

ইছামতির তী্রে বলেছেন: ভাই, আমরা খেলায় তেমন ভাল না। তবে দর্শক হিসেবে আমরাই বেস্ট। আমি দেখেছি দল প্রায় ১৫০ রানে হারছে বা ৮/৯ উইকেটে হারছে। কিন্তু সে সময়েও যদি রুবেল হোসেন বা এমন কেউ একটা বাউন্ডারী মারে তবে গ্যালারিতে করতালির হিড়িক পরে যায়। আমি টিভি দর্শক হিসেবে রাগের সাথে বলে উঠি, "এইসব পাগলগুলা কৈ থেকে আইছে"। কারণ দর্শক হিসেবে আমি খুব সুশীল/জ্ঞানী টাইপের। অযথা হাততালি দেই না।

পরে ভাবলাম এটাই আপাতত আমাদের নিয়তি। তাই আমাদের খেলোয়াররা যাই করে তাতেই সবাই খুশি হই।

আমি সেই চুটুল খুশির মজা অনুভব করতে চাচ্ছি আর কি।

আপনার ছোট কথার অনেক বড় উত্তর লিখতে হলো।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.