নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ এখন “হাতের মুঠোয়”।

১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০২

ইদানিং টিভিতে নিয়মিত ‘বাংলাদেশকে জানুন’ বা এ জাতীয় একটি বিজ্ঞাপন দেখাচ্ছে। কেউ কেউ হয়ত দেখে থাকবেন। আমিও দেখেছি। বিজ্ঞাপনে বলা হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত একটি ওয়েব পোর্টাল এর কথা যেখানে নাকি দেশের সকল গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। বিজ্ঞাপনে এটাও বলা হচ্ছে যে, এটা নাকি দুনিয়ার largest ওয়েব পোর্টাল। বিজ্ঞাপনটি দেখার পর স্বভাবতই বিষয়টি সম্পর্কে আরো গভীরভাবে জানার তীব্র আগ্রহ জাগলো। শেষ পর্যন্ত দেখালাম। দেখার পর একটা কথাই মুখ থেকে বের হলো, ‘ওয়াও! সুন্দর তো!’ এত ভাল একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো না তা কি হয়। এই ব্যাপার নিয়েই আজকের আয়োজন।







সোনার বাংলাদেশ। প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরা আমাদের এই বাংলাদেশ। এই দেশে পরিচিত অপরিচিত অনেক পর্যটক-আকর্ষক স্থান আছে। এর মধ্যে প্রত্মতাত্বিক নির্দশন, ঐতিহাসিক মসজিদ এবং মিনার, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, পাহাড়, অরণ্য ইত্যাদি অন্যতম। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। বাংলাদেশের প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র্র বৈশিষ্ট্যে বিশেষায়িত। কিন্তু কয়জন মানুষ এর খবর জানেন। একটা দেশের আরো কত কি যে জানার আছে তার ইয়ত্তা নেই। সকল তথ্য বিভিন্ন সাইটে, বইয়ে বা অন্য কোনখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে। কিন্তু আমরা অনেকেই তা ব্যবহার করি না। তাছাড়া তথ্যের সঠিকতা একটা বড় ব্যাপার। আপডেটের ব্যাপারও আছে। যাইহোক, আমরা এখন কিন্তু অতি সহজেই গোটা বাংলাদেশের যাবতীয় তথ্য একটি মাত্র ক্লিকেই পেতে পারি। কিভাবে? আমাদের দেশ, বাংলাদেশের যাবতীয় বিষয়াদি সম্মন্ধে সঠিক জ্ঞান বিতরণের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার একটি ওয়েব পোর্টাল খুলেছে। এর নাম বাংলাদেশ জাতীয় ওয়েব পোর্টাল (National Web Portal of Bangladesh)।



এই ওয়েব পোর্টাল আমাদের কিভাবে সাহায্য করতে পারে তা জানার জন্য National Web Portal of Bangladesh এর প্রশ্ন/উত্তর গুলো (FAQ)সরাসরি তুলে দিলাম।



এই ওয়েব পোর্টালের উদ্দেশ্য কি?

একটি ওয়ান স্টপ অনলাইন পোর্টাল হিসেবে বাংলাদেশ সরকারের এই ওয়েব পোর্টাল সরকারি সেবাসমূহের সর্বশেষ তথ্য প্রদান করার লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে। সকল সরকারি ওয়েবসাইট এবং সেগুলোর তথ্যগুলোকে একটিমাত্র ওয়েব পোর্টালে সমন্বিত করার লক্ষ্যে এটি একটি অন্যতম ই-গভর্নেন্স উদ্যোগ। এই ওয়েব পোর্টালের মাধ্যমেই প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ সরকারের সেবাসমূহের সবরকম তথ্য জনগণের কাছে পৌঁছাতে চায়। প্রাথমিকভাবে বিদ্যমান সেবাসমূহকে সেবার ক্রমানুসারে সজ্জিত করা হয়েছে।



এ ওয়েবসাইট কি কি ধরণের তথ্য প্রদান করবে?

বাংলাদেশের রাস্ট্রপতি, প্রধানমন্ত্রি, মন্ত্রিপরিষদ, বিচার ব্যবস্থা, সাংবিধানিক বিভিন্ন সংস্থাসমূহ, মন্ত্রণালয় ও বিভাগসমূহ, নাগরিক সেবাসমূহ, ব্যবসাসেবা, সরকারী সার্কুলার/গেজেট, জেলাতথ্য বাতায়ন, বাজেট সংক্রান্ত তথ্যসমূহ, পর্যটন সংক্রান্ত তথ্যসমূহ, আইন শৃংখলা বিষয়ক তথ্য, বাংলাদেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সেবাসমূহ, নিয়োগ সংক্রান্ত তথ্যসমূহ বিশেষ করে বিসিএস, বাজারদর বিষয়ক তথ্য, বিভিন্ন পরিষেবামূলক তথ্য, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক তথ্য ইত্যাদি। মোটকথা, বাংলাদেশ সরকারের জনপ্রিয় সেবাসমূহের সবরকম তথ্য, সরকারি কাঠামোর মৌলিক তথ্য, সরকারি বিভিন্ন সংস্থার ওয়েবসাইট, ওয়েবে প্রকাশিত গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক এ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।



এ ওয়েবসাইট থেকে কি আমি সরকারী ফরমগুলো পাবো?

হ্যাঁ, আপনি সরকারি অনেক ফরমই এ ওয়েবসাইট থেকে পাবেন। এজন্য আপনাকে হোম পেইজের ডান কলামে ‘সরকারী ফরম’ বাটনে যেতে হবে। আরো ফরম পেতে 'বিস্তারিত' লিংকে ক্লিক করতে হবে।



পোস্টাল কোড কিভাবে খুজেঁ পাবো?

হোম পেইজের ডান দিকের কলামে ‘ডাক সেবা’ বাটনের নিচে ‘পোস্টকোড অনুসন্ধান’ বাটনে ক্লিক করলে আপনি পোস্টাল কোডের তথ্য পাবেন।



কিভাবে প্রতিদিনের মুদ্রা হার জানা যাবে?

আপনি যদি প্রতিদিনের সর্বশেষ মুদ্রাহার জানতে চান তাহলে হোম পেইজের ডান দিকের কলামে ‘মুদ্রা বিনিময় হার' সেকশনে তা পাবেন যেখানে প্রধান প্রধান মুদ্রার বিনিময় হারের উল্লেখ রয়েছে। এছাড়া ‘বিস্তারিত' বাটনে ক্লিক করে অন্যান্য মুদ্রার বিনিময়ের তথ্য পাওয়া যাবে।



সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন সম্পর্কে কিভাবে জানবো?

সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন সম্পর্কে জানতে মূল মেনুবার থেকে ঘোষণা/ প্রজ্ঞাপন লিংকে ক্লিক করুন।



সরকারি এ ওয়েবসাইট সম্পর্কে সুনির্দিষ্ট কোন অনুসন্ধান থাকলে কি করবো?

যেকোন ধরনের প্রশ্ন ও মতামতের জন্য ‘মতামত’ বাটনে ক্লিক করুন। সেখানে আপনার মতামত, পরামর্শ দিতে পারবেন।



আরো বিস্তারিত জানার জন্য এখনই ভিজিট করুনঃ

লিঙ্কঃ National Web Portal of Bangladesh



উল্লেখ্য, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই আছে।



দেশকে জানুন, দেশকে ভালোবাসুন।





সবাইকে অনেক ধন্যবাদ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৩

আজমান আন্দালিব বলেছেন: সংরক্ষণে রাখলাম।

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৮

ইছামতির তী্রে বলেছেন: ধন্যবাদ আপনাকে। সত্যি এটা অনেক কাজের কাজী।

২| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৫

জমরাজ বলেছেন: ভাল পোস্ট।

নি:সন্দেহে সরকারের একটি ভাল উদ্যোগ।

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২০

ইছামতির তী্রে বলেছেন: অবশ্যই ভাল উদ্যোগ এটি। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পোস্টে ++



কেমন আছেন নদী তীরের বাসিন্দা ..?

১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২০

ইছামতির তী্রে বলেছেন: অতি আনন্দের সাথে ++ গ্রহণ করলাম।

আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?

৪| ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৭

হাসান মাহবুব বলেছেন: বুকমার্কড। +++

১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৩

ইছামতির তী্রে বলেছেন: ধন্যবাদ আপনাকে। সত্যি এটা অনেক কাজের কাজী।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৬

আমিনুর রহমান বলেছেন:




প্রিয়তে +++

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪

ইছামতির তী্রে বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালো তথ্য দিলেন।
রেখে দিলাম। পিলাচ নম্বর ২ :)

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৭

ইছামতির তী্রে বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। পিলাচ নম্বর ২ সানন্দে গ্রহণ করলাম। :)

৭| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পিলাচ দিতে পারলাম না :(

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫০

ইছামতির তী্রে বলেছেন: ++++ আরো লাগবে? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.