নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

চিঠি থেকে স্ট্যাটাসঃ গল্পে গল্পে যোগাযোগ মাধ্যমের বিবর্তন (২য় বা শেষ পর্ব)।

২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০

গতকাল এর ১ম পর্ব দিয়েছিলাম। কেউ দেখতে চাইলে এই লিঙ্কে ১ম পর্ব যেতে পারেন। আজ এর ২য় বা শেষ পর্ব দিলাম।



সময় গড়িয়ে যেতে লাগলো তার আপন গতিতে। দেখতে দেখতে ছাত্রজীবন শেষ হয়ে এলো। এবার শুরু হলো আসল জীবনযুদ্ধ। এবারের সংগ্রাম, একটি চাকুরীর সংগ্রাম; এবারের সংগ্রাম একটি আশ্রয়ের সংগ্রাম; এবারের সংগ্রাম একটি…। যাইহোক, মূল প্রসঙ্গে ফিরে আসি।



অরকুটঃ সার্চ জায়ান্ট গুগলের তৈরি একসময়ের জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট অরকুট '৯০ দশকের শেষ বা একবিংশ শতাব্দীর দিকে অনেক জনপ্রিয় ছিল। যারা তখন থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যাতায়াত করতেন, তাদের নিশ্চয়ই মনে থাকবে, Orkut ছিল তখন 'হট ফেভারিট'। কিন্তু এক দশকের মধ্যেই ধীরে ধীরে পাল্টাতে শুরু করে চিত্র। কারণ? ফেসবুকের উত্থান। তার পর কিছু দিন আগে তো চিরবিদায় নিয়েছে অরকুট। ফেসবুকের দাপটে কমতে শুরু করেছিল জনপ্রিয়তা। পরে স্মৃতির অন্তরালে হারিয়েই গেল অরকুট। রাজার দুয়োরানির মতো! (আমি অবশ্য অরকুট ব্যবহার করিনি)।



এসএমএসঃ ' শর্ট মেসেজ সার্ভিস' বা 'এসএমএস' বাংলায় যাকে আমরা ‘ক্ষুদে বার্তা বলি যোগাযোগের এক অন্যতম জনপ্রিয় মাধ্যম। অল্প সময়ে, কম খরচে, নিরাপদে প্রয়োজনীয় তথ্য প্রিয়জনকে দেয়ার এক অসাধারণ পদ্ধতি এটি। মোবাইল হ্যান্ডসেটের কি-প্যাডের মাধ্যমে শব্দ বা বাক্য লিখে এক মোবাইল থেকে আরেক মোবাইলে বার্তা পাঠানো যায়। মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে গুছিয়ে কিছু কথা লিখে চোখের পলকে প্রিয়জনের কাছে পাঠিয়ে দিন। প্রথম দিকে মোবাইল ফোনে ১৬০ অক্ষরের বার্তা পাঠানো যেত। প্রযুক্তির উন্নয়নে এখন সংযুক্তি বা লিংক সুবিধা ব্যবহার করে বড় বার্তাও পাঠানো সম্ভব। এক হিসাবে জানা যায়, বিশ্বে প্রতি সেকেন্ডে গড়ে দুই লাখেরও বেশি এসএমএস আদান-প্রদান হয়।



আমরা ব্যক্তিগত জীবনে হরহামেশা আমাদের পরিচিতজনকে এসএমএস করে থাকি। বিশেষ করে যেসব কথা সরাসরি বলতে অস্বস্তি লাগে বা গুছিয়ে বলতে অসুবিধা হয় সেসব ক্ষেত্রে এর জুড়ি মেলা ভার। সব শ্রেণি-পেশার মানুষের কাছেই এসএমএস সেবা বেশ জনপ্রিয়। তবে আমার ধারণা এটি প্রেমিক-প্রেমিকাদের নিকট সবচেয়ে বেশী জনপ্রিয়।



ফেসবুকঃ ২০০৪ সাল। যোগাযোগের আকাশে রচিত হলো এক যুগান্তকারী অধ্যায়। মার্ক এলিয়ট জুকারবার্গ নামের হার্ভার্ড পড়ুয়া ২৬ বছরের এক টগবগে যুবক তার বন্ধুদের সাথে মিলে প্রতিষ্ঠা করলেন তুমুল জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুক ডট কম। ফেইসবুক বা ফেসবুক (সংক্ষিপ্তভাবে ফেবু) বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট। ফেসবুকের আগমনের ফলে উপরের সবগুলো মাধ্যম একেবারে ফিকে হয়ে গেল। ১.১৫ বিলিয়ন সক্রিয় (মার্চ ২০১৩) ব্যবহারকারী নিয়ে এটিই এখন আলেক্সা রেটিং-এ ১ নম্বরে (আগস্ট ২০১৩) অবস্থান করছে। তথ্য সুত্রঃ উইকিপিডিয়া।



২০০৮ সাল। তখনো ই-মেইলেই আছি। হটমেইলের পাশাপাশি ইয়াহুতেও একটা আইডি খোলায় ভালই কাজ চলছিল। এ সময় চারিদিকে ফেসবুকের রমরমা অবস্থা। সবাই একে বলে ‘সামাজিক যোগাযোগ মাধ্যম। তো, এক কলিগের অনুরোধে ফেসবুকে একটা আইডি খুলেও ফেললাম। আইডি খুলেই চক্ষু চড়কগাছ!! হায় হায়! কমেন্টস, সুন্দর সুন্দর ছবি, পুরানো বন্ধুদের আবার নতুন করে ফিরে পাওয়া, চ্যাটিং, খুঁচাখুঁচি (পোক) ইত্যাদি কত ধরণের সুবিধা। সাথে আছে মেসেজিং সুবিধা। আরো দেখলাম এখানে ব্যবহারকারীরা তাদের নিজস্ব প্রোফাইলকে বিভিন্ন ধরনের ফটো, ভিডিও, এবং তথ্য দ্বারা নিজের ইচ্ছামত সাজাতে পারেন। ফেসবুক ব্যবহার করে তাদের প্রত্যেকের প্রোফাইলে একটি "Wall" আছে, যেখানে সবাই মন্তব্য প্রেরণ করতে পারে। মুলতঃ এই Wall Posting কে Public Conversation বলে আখ্যায়িত করা যায়।



আমি খুব দ্রুত এর প্রেমে পড়ে গেলাম। বিশ্ববিদ্যালয় ছাড়ার পর বন্ধুদের প্রায় সবাইকে হারিয়েই ফেলেছিলাম। আসলে কঠিন বাস্তবতার চাপে পড়ে সবাই দিশেহারা হয়ে ‘চাচা আপন প্রাণ বাঁচা’ মন্ত্রে উজ্জীবিত হয়ে যে যার ভবিষ্যতের পথ তৈরীতে ব্যস্ত হয়ে পড়েছিল। ঠিক এ সময়ে ফেসবুক আমাদের জীবন ধরণই পাল্টে দিল। এক বন্ধু সুদূর আমেরিকাতে আছে, নো প্রব্লেম; একজন বিলেতে আছে, সো হোয়াট; একজন পঞ্চগড় আছে, কুছ পরোয়া নেহি। শুধু কস্ট করে ফেসবুকে একটা আইডি খুললেই কেল্লা ফতে। কাউকে খুঁজে পাওয়া না গেলেও কোন সমস্যা নেই। খোঁজ- দ্য সার্চ। মানে সার্চ করে বের করো। কি তাজ্জব ব্যাপার। এত এত সুবিধা যে এখন ফেসবুক না হলে আমার চলেই না। উঠতে বসতে খেতে এমনকি ঘুমাতেও গেলেও ফেসবুক। এখনো তীব্র গতিতে এগিয়ে চলছে ফেসবুকের গাড়ি।



টুইটারঃ সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম আর একটি মাধ্যম হলো টুইটার। টুইটার একাধারে একটি সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস ও সেইসাথে মাইক্রো ব্লগিং সার্ভিসের সুবিধা দিয়ে থাকে। তাই একে শুধু সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট বললে ভুল হবে। কেননা এটি পূর্ণাঙ্গ সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবগুলোর (ফেসবুক, মাইস্পেস, হাইফাইভ ইত্যাদি) মতো করে বানানো হয়নি। আবার এককভাবে এটিকে কোনো ব্লগিং সাইটও বলা যাবে না। কারণ সাধারণত ব্লগে একজন ব্যবহারকারী অনেক বড় আকারের লেখা প্রকাশ করতে পারে, কিন্তু টুইটারে যেকোনো লেখা প্রকাশ করতে হয় খুবই সংক্ষিপ্ত আকারে। এখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন (এখন আরো বর্ধিত হয়েছে)। এই বার্তাগুলোকে টুইট (tweet) বলা হয়ে থাকে। ২০০৬ এর জুলাই মাসে জ্যাক ডর্সি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। টুইটার সারা বিশ্ব্জুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। টুইটারকে ইন্টারনেটের এসএমএস বলে অভিহিত করা হয়েছে। এটি একটি ব্যতিক্রমধর্মী সোস্যাল সাইট। বর্তমানে টুইটার এর Alexa রাঙ্কিং ১৩ তম। টুইটার কে বলা হয় 'Real time social networking' সাইট। টুইটার এ মানুষ তাদের মুহুর্ত গুলো শেয়ার করে থাকে। টুইটারের এ সেবার ফলে একজন ব্যক্তি অনায়াসে তার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও সহকর্মীদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ করার সুযোগ পেয়ে থাকেন খুব দ্রুত তথ্য দেয়া-নেয়ার মাধ্যমে।



আর একটা কথা। টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য নিবন্ধন করতে পারেন। এই কাজটিকে বলা হয় অনুসরণ করা বা follow করা। কোনো সদস্যের টুইট পড়ার জন্য যারা নিবন্ধন করেছে, তাদেরকে বলা হয় follower বা অনুসারী। আমার টুইটারে একটা আইডি থাকলেও তেমন ব্যবহার করা হয় না। কারণ আমরা বেশী কথা বলি।

এছাড়াও আরো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যেগুলোর বেশ জনপ্রিয়তা আছে। যেমন মাইস্পেস, হাইফাইভ ইত্যাদি। আমি এগুলো ব্যবহার করি না বিধায় বিস্তারিত আলোচনা এড়িয়ে গেলাম।



একটা সময় যখন মানুষের চিঠি আদান-প্রদানের ব্যবস্থা ছিল না তখন মানুষ নাকি কবুতরকে পোষ মানিয়ে যোগাযোগের কাজ চালাত। একদিন মানুষ চিঠির আদান-প্রদান পদ্ধত শিখল। একাধারে কয়েক শতাব্দী ধরে চিঠির রাজত্ব চলল। কালক্রমে সাধের ডাকঘরে শ্বশানের নিরবতা বিরাজমান প্রায়। কিছু সরকারী কাজ-কারবার ছাড়া এর মূল্য সামান্যই। টেলিগ্রাম, ফ্যাক্স সেবা পেরিয়ে এলো ই-মেইল সেবা। এক ঝটকায় এর জনপ্রিয়তা হলো আকাশচুম্বী। বেশ কয় বছর ধরে এটি মানুষের মাঝে শক্ত অবস্থান ধরে রেখেছিল। এখনো ই-মেইলের গুরুত্ব একেবারে নিঃশেষ হয়ে যায়নি। তবে জনপ্রিয়তায় অবশ্যই বেশ পিছিয়ে পড়েছে। কালক্রমে ঝড়ের বেগে আগমন ঘটল ফেসবুক আর টুইটারের। এই দুটি সামাজিক যোগাযোগ সাইট পুরো বিশ্ব এক নিমেষে নিজেদের পকেটে পুরে নিল। মোটাদাগে এখন সারাবিশ্ব দুইভাবে বিভক্ত। একদলে ফেসবুক অন্যদলে টুইটার। অবশ্য ইনস্টাগ্রামের কথা না বললে খুব অন্যায় হবে। বেশ কয়েকটি উন্নত দেশে ফেবু-টুইটার ছাড়িয়ে ইনস্টাগ্রাম বেশী জনপ্রিয়।



এরপর কি?

কবুতর গেল, চিঠি, টেলিগ্রাম এলো; চিঠি-টেলিগ্রামের প্রয়োজনীয়তা প্রায় নিঃশেষ করে দিয়ে এলো ই-মেইল; তাও টিকলো না। ই-মেইলকে পেছনে ফেলে আমাদের মাঝে হাজির হলো ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম। এরপর কি? সময়ই তা বলবে। সময় হলো পাগলা ঘোড়া। সবাইকে ডিঙ্গিয়ে এগিয়ে চলাই তার কাজ। যার উত্থান হয়, তার পতন হয়। এই সূত্র মানলে ফেসবুকেরও তো পতন হওয়ার কথা। একটা ইংরেজি প্রবাদ আছে, History repeats itself. কথাটি কি ফেসবুকের ক্ষেত্রেও প্রযোজ্য হবে? ফেসবুকের দাপটে যেমন হারিয়ে গিয়েছিল অরকুট, তেমন ‘এলো-র দাপটে ফেসবুকও কি হারিয়ে যাবে সোশ্যাল মিডিয়া থেকে?



সম্প্রতি এক নতুন সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা শোনা যাচ্ছে। তার নাম ‘এলো (Ello)। শোনা যাচ্ছে, ভুয়া ব্যবহারকারীর সংখ্যা কমাতে বা ভুয়া ব্যবহারকারী নির্মূল করতে ফেসবুক ঠিক করেছে, যারা নতুন প্রোফাইল খুলবেন তাদের আসল নাম-ধাম দিয়ে তা খুলতে হবে। এখানেই বাজিমাত করছে ‘এলো’। কারণ, অনেক সেলিব্রিটি অন্য নামে প্রোফাইল খুলতে আগ্রহী। সরাসরি নিজের নাম ব্যবহার করে প্রোফাইল খোলার হ্যাপাও তো কম নয়। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না। নিয়ম চালু হওয়ার কিছু দিনের মধ্যেই ‘এলো যাত্রা শুরু করে। তাদের এত বাধ্যবাধকতা নেই। ফলে অনেকেই এখন সে দিকে ঝুঁকছেন।



এখন মানুষের রুচি চেঞ্জ হচ্ছে অতি দ্রুত। এক জিনিষে বছরের পর বছর পরে থাকার কোন ইচ্ছে কারুরই নেই। এর মধ্যে অনেকগুলো নতুন নতুন সাইট এসেছে। হয়েছে তুমুল জনপ্রিয়। চলুন কিছু নাম দেয়া যাক। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, ভিকে, ফ্লিকার, ভাইন, মিটআপ, ট্যাগড, আস্ক.এফএম, বেবো, ক্লাসমেট ইত্যাদি। উপরের সাইটগুলোর গড়পড়তা ভিজিটকারী ৯০০,০০০,০০০ থেকে ১৫,০০০,০০০ এর মধ্যে। সুত্রঃ উইকিপিডিয়া



কোন সন্দেহ নেই যে, সামাজিক যোগাযোগ সাইটগুলোর মধ্যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস, পিন্টারেস্ট বা ভাইন সেরা এবং এগুলো আরো কিছুদিন দাপটের সাথে রাজত্ব করবে। তবে নিঃসন্দেহে এসকল সাইটগুলো সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবে। নতুন নতুন ফিচার ও সুবিধা নিয়ে উপরের সবগুলোকে কঠিন পরীক্ষায় ফেলবে নতুন নতুন সাইট। তেমন আভাস এখনই পাওয়া যাচ্ছে। আগামী দিনগুলোতে যে সকল সামাজিক যোগাযোগ সাইটগুলো ঝড় তুলবে বলে অনুমিত সেগুলোর কয়েকটি হলো, Secret, Shots of Me, Snapchat, WeChat, We Heart It, Tinder, Bubblews, Whisper, Medium, Nextdoor, Path, Highlight, Mobli ইত্যাদি।



কেমন হবে ভবিষ্যেতের যোগাযোগ মাধ্যমগুলো? এখনই শোনা যায় মানুষ মুখে কথা বললেই ডিভাইস তা লিখিত রুপ দিচ্ছে। সেদিন খুব দূরে নয় যেদিন মানুষের চিন্তাকে লিখিত রুপ দেয়ার যন্ত্র আবিস্কার হয়ে যাবে। সত্যি যদি তাই হয় তবে সেদিন আসলেই প্রলয় ঘটে যাবে বোধহয়।



শেষ কথাঃ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম। আর এই মাধ্যম হিসেবে ফেইসবুক, টুইটার এর মতো সামাজিক যোগাযোগ সাইটগুলো সৃষ্টি করেছে নতুন একধরনের সামাজিক বাস্তবতা। এই বাস্তবতা এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে যে, আমাদের নিত্যকার সামাজিক সম্পর্কগুলোও আর সেই মানবীয় সম্পর্কে নেই। একবিংশ শতাব্দীর এই নব্য ধারা নিয়ে এই মাধ্যমগুলো নামে সোশ্যাল হলেও কাজে কতটুকু সোশ্যাল কিংবা মানুষকে কতটুকু সোশ্যাল করতে পেরেছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যতই প্রশ্ন থাকুক না। এভাবেই এগিয়ে চলবে সময়ের গাড়ি। সবসময় এভাবেই চলতেই সে অভ্যস্ত। কারণ সময় তো আসলেই পাগলা ঘোড়া। একে বাগ মানানো যায় না। বরং মানুষকেই সময়ের ধারা অনুযায়ী চলতে হবে।



লেখা শেষ করবো আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি জন এফ কেনেডি-র একটি বিখ্যাত উক্তি দিয়ে, তাহলোঃ "Change is the law of life. And those who look only to the past or present are certain to miss the future".



সবাইকে অনেক ধন্যবাদ।



বিঃদ্রঃ লেখাটি তৈরী করতে উইকিপিডিয়া থেকে ব্যাপক সাহায্য নেয়া হয়েছে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সামাজিক যোগাযোগ সাইটগুলো সৃষ্টি করেছে নতুন একধরনের সামাজিক বাস্তবতা। এই বাস্তবতা এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে যে, আমাদের নিত্যকার সামাজিক সম্পর্কগুলোও আর সেই মানবীয় সম্পর্কে নেই।


অনেক অনেক ভালোলাগা ! ++

২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২০

ইছামতির তী্রে বলেছেন: লেখা দু'টি পোস্ট করার আগেই ধারণা করেছিলাম মাত্র সামান্য কয়েকজনই এটি পড়বে। অনুমান সত্যি হলো। কয়েকজনের মধ্যে আপনাকে দেখে খুব ভাল লাগছে।

আসলেই, এখন আমরা আমাদের সমস্ত খোজ-খবর সামাজিক যোগাযোগ সাইটগুলোর মাধ্যমে সারতে চাই।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:০৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো। প্রযোজনেই এসব আসছে, না থাকলেই অরকুটের মত বিদায় নেবে।

২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২২

ইছামতির তী্রে বলেছেন: আসলেই, যোগ্যরাই টিকে থাকবে। এটিই অমোঘ নিয়ম।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩০

কলমের কালি শেষ বলেছেন: এইটাও চমৎকার লিখেছেন ।

২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৩

ইছামতির তী্রে বলেছেন: এই পর্বও পড়েছেন জেনে ভাল লাগলো।

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.