নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যময়ী তনয়া

ভালবাসি ইসলাম, দেশ, ও বাংলাদেশ ক্রিকেট টিম।

রহস্যময়ী তনয়া › বিস্তারিত পোস্টঃ

খনার বচন ( বাংলা লোক-সংস্কৃতি সংগ্রহের একটি ক্ষুদ্র প্রচেষ্টা )

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬

(দশম শ্রেণী-তে পড়াকালীন আমি ও আমার কতিপয় বন্ধু মিলে একটি ফোকলোর গ্রুপ তৈরি করে বাংলাদেশের লোক সংস্কৃতি সংগ্রহ করার একটি উদ্যোগ নিয়েছিলাম। দুঃখজনকভাবে সেটি বেশিদূর আগায় নি। আমার কাছে যেটুকু সংগ্রহে ছিল তার থেকে কিছু পোস্ট করলাম। আপনাদের কাছে থাকলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।)



¤সারারাত রামায়ণ পড়ি সকালে উঠি কয় "সীতা কার বাপ?"



¤পূর্ণ আষাঢ়ে দক্ষিণা বয়,

সেই বত্‍সর বন্যা হয়।



¤চোরে চোরে আলি (বন্ধুত্ব)

এক চোরে বিয়া করইন

আরক চোরর হালি(শ্যালিকা)। ~সিলেট~

অর্থ: চোরে চোরে মাসতুতো ভাই।



¤চ'তে কাদা,ব'শাখে শীত,

বর্ষা হইব কদাচিত্‍। ~কিশোরগঞ্জ~

অর্থ: চৈত্রে বৃষ্টি বেশি হলে আর বৈশাখে শীত পরলে,নতুন বছর

বৃষ্টি কম হবে।



¤আইলে সুন্দর কিয়ারী(জমি),

নাকে সুন্দর ঝিয়ারী(নারী)।

অর্থ:সুন্দর নাক নারীর সৌন্দর্য বৃদ্ধি করে,আর সুন্দর আইল ক্ষেতের শ্রী বৃদ্ধি করে।



¤পৌষের কুয়া বৈশাখের ফল,

য'দ্দিন কুয়া ত'দ্দিন জল-

শনিতে সাত মঙ্গলে/(বুধ)তিন,

আর সব দিন দিন।

অর্থ: পৌষে যতদিন কুয়াশা হবে বৈশাখেও ততদিন হবে।শনিবারে বৃষ্টি শুরু হলে অনবরত সাতদিন বৃষ্টি হবে।মঙ্গলবারে (মতান্তরে বুধ) বৃষ্টি শুরু হলে টানা তিনদিন থাকবে।এছাড়া অন্যবারে বৃষ্টি শুরু হলে সেইদিন হয়েই থেমে যাবে।



¤চৈতে বিষ্টি,নাশে রিষ্টি(অনিষ্ট),

চাষার ক্ষেতে শুভ দৃষ্টি।

অর্থ: চৈত্র মাসে বৃষ্টি হলে সে বছর ফসল ভাল হয়।



¤নিত্যি নিত্যি ফল খাও বদ্যি বাড়ি নাহি যাও।



¤হলে ফুল কাট শনা,

পাট পাকিলে লাভ দ্বিগুণা।

অর্থ:শন গাছে ফুল হলে বুঝতে হয় তা কাটার সময় হয়েছে আর পাট পাকলে কাটতে হয়।



¤গাছগাছালি ঘন রোবে না,

গাছ হবে তাতে ফল হবে না।



¤আমে ধান,তেঁতুলে বান।

অর্থ:যে বছর আম বেশী হয় সে বছর ধান ও বেশী হয় আর যে বছর তেঁতুল বেশী হয় সে বছর বন্যা হয়।



¤পরিহর কৃষি যদি নদী পারে,

পরিহর নারীত রতি থাকে যারে।

অর্থ:নদীর তীরে ক্ষেত করা আর দুশ্চরিত্র লোকের সঙ্গ অনেকটা একই রকম।ঐ লোক যে কখন নদীর মত ক্ষেত ভাসিয়ে নিয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই।



¤মাছের জলে লাউ বাড়ে,

ধেনো জমিতে ঝাল বাড়ে।

অর্থ:লাউ গাছের গোড়ায় মাছ ধোয়া পানি দিলে গাছ তাড়াতাড়ি বাড়ে আর যে জমিতে ধান ফলানো হয়েছে ঐ জমিতে মরিচ ভাল হয়।



¤খাই শুইলে বড়ই আয়ু

খাই চলিলে বড়ই বায়ু

খাই বসিলে বড়ই পেট

খাই খাইলে যমের ভেট।



¤দুইদিনের বৈরাগী-ভাতেরে বলে অন্ন।



¤ঘরের পিঠা মিঠা লাগে না।



¤মরছে আগুনে

কানতে আইছে ফাগুনে।



¤হাফ'র লেজত ঠ্যাং পইরলে ছোবল হন ফরে। ~চট্টগ্রাম~



¤যে ন বুঝে মনে মনে

তারে বুঝাইতে ফারে হনে? ~চট্টগ্রাম~



¤মা গুণে পোয়া

ভুঁই গুণে রোয়া



¤হাত ফুরুষর কুমারর ঝি

হরারে দেখিয়া খইল ইগু কি? ~সিলেট~

(শিকড়কে ভুলে যাওয়ার ভান করলে)



¤গাঙ দেখলে মুত আসে

নাঙ দেখলে হাস আসে



¤কাচায় না নোয়ালে বাঁশ

পাকলে করে ঠাস ঠাস



¤পুবিতে উঠিলে কাড়

ডাঙা ডোবে একাকার

(পূর্বপাশে রংধনু উঠলে প্রচুর বৃষ্টি হয়)



¤আঁধার পরে চাঁদের কলা

কতক কালা কতক ধলা

উত্তরে উঁচু দক্ষিণে কাত

ধারায় ধায় ধান্যের ধাত

ধান চাল হবে সস্তা

লোকে কবে মিঠি কথা



¤দুইদিনের বৈরাগী...

ভাতেরে বলে অন্ন...

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

এস কাজী বলেছেন: Khub valo hoyeche. Besh kichu notun khonar bochon shikhlam!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৫

রহস্যময়ী তনয়া বলেছেন: ধন্যবাদ। আমি নিশ্চিত আপনিও এমন কিছু জানেন যা আমার কাছে নেই। মনে পড়লে দয়া করে শেয়ার করবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫২

ভূতের কেচ্ছা বলেছেন: এই নিন আরো কিছু..
যাত্রাকালীন শুভাশুভ বিচার :
শূণয্ কলসী শুকনা না। শুকনা ডােল ডােক কা
যিদ েদখ মাkণ্দ েচাপা।। eক পাo না বাড়াo বাপা।।2
খনা বেল eেরo েঠিল। যিদ না েদিখ সnুেখ তোলি।।3

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০২

রহস্যময়ী তনয়া বলেছেন: ধন্যবাদ। তবে, আপনার কীবোর্ড হয়তো ঠিক ভাবে কাজ করেনি, তাই লেখাটা বোঝা যাচ্ছে না। দয়া করে আবার দিলে খুশি হতাম। অগ্রিম ধন্যবাদ। :)

৩| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৭

ভূতের কেচ্ছা বলেছেন: ১,নদীর জল ঘোলাও ভালো,
জাতের মেয়ে কালোও ভাল

২।খাঁদা নাকে আবার নথ !



৩।
ফাল্গুনে এঁটে পোত কেটে

বেড়ে যাবে ঝাড়কি ঝাড়

কলা বইতে ভাংগে ঘাড়।

৪।শুনরে বাপু চাষার বেটা

মাটির মধ্যে বেলে যেটা

তাতে যদি বুনিস পটল

তাতে তোর আশার সফল।

৫।

যদি থাকে বন্ধুরে মন

গাং সাঁতরাইতে কতক্ষন।

৬।
যুগরে খাইছে ভূতে

বাপরে মারে পুতে।

৭।
এক পিড়িতে নয় জন।

যদি হয় কুজন

নয় পিড়িতে নয় জন

*(যদি হয় সুজন,

তেতুল পাতায় ন’জন।)


৮।
“হাতিরও পিছলে পাও।
সুজনেরও ডুবে নাও।”

৯।দিন থাকতে বাঁধে আল।

তবে খায় তিন শাল।।

বারো পুত তেরো নাতি।

তবে করো বোরো খেতি।

১০।আষাঢ়ের পানি।

তলে দিয়া গেলে সার।

উপরে দিয়া গেলে ক্ষার।
:D :D :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.