নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরত্ব বজায় রাখুন ...

এই খানে কি কেউ আছে, যারা মেঘেদের দলে রয় ঝরা পাতার সাথে কথা কয় স্বপ্ন নিয়ে ব

জয় অপূর্ব

নিজেকে জানার এক ব্যার্থ চেষ্টা করছি অবিরাম .....

জয় অপূর্ব › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু স্বপ্ন...

২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৯

আমি হয়তো নির্ভুল নই, হাজার সাধারন মানুষের চেয়েও অনেক বেশি সাধারন। তবু কিছু স্বপ্ন দেখতে ভালবাসি, জানি সব স্বপ্ন সত্যি হয়না তবু মানুষ স্বপ্ন নিয়ে বাচে তাই আমার ও স্বপ্ন দেখতে হয়।



আমার স্বপ্নেও আমাদের স্বাভাবিক এই পৃথিবী আছে, তবে তা স্বর্গময় নয়। খুব স্বাভাবিক একটা পৃথিবী কিন্তু অস্বাভাবিক এই নরক নয়।



আমার পৃথিবীর মানুষগুলু দেবতা নয়, কিন্তু তারা ধর্মান্ধও নয়। তারা ধর্মের নামে মানুষ হত্যা করে না, তারা ঈশ্বরকে ভালবাসে তাই তার সব সৃষ্টিকে ভালবাসে। তারা জানে যা সুন্দর তা জোর করে অধিকারে আনা যায়না, তাকে ভালবাসতে হয়। তাই তারা নারীদের ভালবাসে জোর করে অধিকারে আনতে চায়না।

আমার পৃথিবীর রমনীদের কৌটোতে প্রকৃতি শয়তানীর যোগান দেয়না, তাদের কৌটো ভালবাসা ও মমতায় পূর্ণ।



জানিনা এটা অতিস্বপ্ন কিনা তবু আমি সবসময় এ স্বপ্ন দেখি।



মানুষ ঘুমিয়ে যা দেখে তা স্বপ্ন নয়, যা মানুষকে ঘুমাতে দেয় না তাই হল স্বপ্ন। ( মহাত্মা গান্দ্ধী)

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৯

ঘাসফুল বলেছেন: শেষের লাইনটা সম্ভবতঃ ডঃ এপিজে আবদুল কালাম বলেছেন...

২| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৮

শাপলা নেফারতিথী বলেছেন: বাহ,, সুন্দর লিখছেন...

৩| ২৭ শে জুন, ২০১৩ রাত ৩:০৪

জয় অপূর্ব বলেছেন: চেষ্টা করছি মাত্র। ধন্যবাদ।

৪| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। স্বাগতম ব্লগে।

৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:১৩

জয় অপূর্ব বলেছেন: যদিও অনেক দিন ধরে(২০০৯ থেকে) সামুতে আছি তবে লেখার ইচ্ছেটা দমিয়ে রেখেছিলাম, যদি জানতাম হামারা আমার ব্লগে আসবেতবে ানেক আগেই আসা হত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.