নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

পেত্নী ও ভূতেদের প্রতি

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫২



পারি নি। পারি না আমরা। শেষ পর্যন্ত একটি হাতুড়িই শিরোনাম—হাতুড়িই বীর—বীর বিক্রম—উত্তম,—বীর্য্য । যেহেতু, ভাঙনের মধ্যেই—ভাঙা হাড়ের ভেতর—মজ্জায় ঢুকিয়ে দেয়া হলো আজ—কাঙ্ক্ষিত সংস্কার।

এই লজ্জা কার ! বলুন? এই লজ্জা কার?

পারি নি। পারি না আমরা। দলিত—মথিত করা হলো শরীর ও স্তন। এতো এতো চোখ—ক‍্য‌ামেরা—মিডিয়া। তবু, ঠাপিয়ে দিয়েছে মাথা। কালচে লাল রক্তের দাগ লেগে আছে রাজপথে, শহীদ মিনারে—এখনও।

এই লজ্জা কার ! কোথায় রাখবেন বলুন? নারী তো আপনিও।

পারি নি। পারি না আমরা।

জাতির ঘাড়ে আজ চেপে আছে কী—এ কোন পেত্নী ও প্রেত—ভূতেরা !

পারি নি। আমরা পারি না। “মিথ্যা মামলা, হয়রানি আর না আর না—চাই না সংস্কার চাই না।”—এইতো শুনতে চান? শুনুন—

রক্তের দাগ দমবে না।।


ছবি : তৌসিফ হক

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১:০৯

চঞ্চল হরিণী বলেছেন: অনেকদিন পর একটু ভিন্নভাবে আপনার লেখা পড়লাম।

রক্তের অনেক শক্তি। দমানো যায় না, তা সে যত সময়ই লাগুক।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৮

ঋতো আহমেদ বলেছেন: ঠিক বলেছেন। রক্তের অনেক শক্তি।

২| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১:৫৭

যবড়জং বলেছেন: শক্ত/ নরম বাক্য কিন্তু চমৎকার আঘাত , রক্তের দাগ দমবেনা নিশ্চয়ই ।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫০

ঋতো আহমেদ বলেছেন: এগিয়ে আসুন। ওদের পাশে দাঁড়ান। রক্তের দাগ নিশ্চয়ই দমবে না।

৩| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ২:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'আপনি বাঁচলে বাপের নাম' - হয়তো বা...

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৫

ঋতো আহমেদ বলেছেন: হয়তো বা...

৪| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৪

সিগন্যাস বলেছেন: B-)

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৪

ঋতো আহমেদ বলেছেন: হা হা.. না ভাই, এই পেত্নী ও ভূতেরা আপনার গল্পের পেত্নী ও ভূতেরা নয়। B-)

৫| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: কোটা সংস্কার আন্দোলনের সাথে জঙ্গিবাদের মিল ওরা কই পায়? কথা সত্যি হইলে, জঙ্গী ছাত্র পোষার দায়ে তিনাদের বিচার আগে হওয়া দরকার।

অন্ধগুলা হাতুড়ি পেটানো দেখতে পায় না! অমানুষ।

০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:২০

ঋতো আহমেদ বলেছেন: রাজনৈতিক ভাবে নিয়োগ প্রাপ্ত উপাচার্যের মাথায় মাল থাকে। সেই মাল থেকে তেনারা এইসব মিল খুঁজে পান।

৬| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০১

নীল আকাশ বলেছেন: আপনার সাথে পূর্ন সহমত। একই মন্তব্য আমারও.............
http://www.somewhereinblog.net/blog/nilakas39/30245998

০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৬

ঋতো আহমেদ বলেছেন: পাঠ ও মন্তব্যে‌ কৃতজ্ঞতা।

৭| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৬

হেডলাইট বলেছেন: রাজনৈতিক ভাবে নিয়োগ প্রাপ্ত উপাচার্যের মাথায় মাল থাকে। সেই মাল থেকে তেনারা এইসব মিল খুঁজে পান

নাইস বলেছেন

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৯

ঋতো আহমেদ বলেছেন: হাতুড়ি পিশাচের সাক্ষাৎকার দেখুন। কী নির্মম নির্লজ্জ নির্লিপ্ত বেহায়া !!
মাছরাঙা নিউজ ইউটিউব

৮| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন।

১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৪

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ। আপনার এই পিপি টা সুন্দর হয়েছে।

৯| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: প্রোপিক পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। :P

১০| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৬

ঠ্যঠা মফিজ বলেছেন: এক কথায় দারুন হইছে কথা মালা।

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

ঋতো আহমেদ বলেছেন: অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ

১১| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

তামান্না তাবাসসুম বলেছেন: সময়োপযোগী কবিতা । মন খারাপের কবিতা। দেশটার জন্য মায়া হয় :(

১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৩

ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে‌ কৃতজ্ঞতা। দেশকে ভালোবাসি বলেই মায়া হয়। মন খারাপ হয়। তবে, শুধু মায়া হলেই চলবে না। এগিয়ে আসতে হবে। দেশের জন্য। আপনি আমি না এলে আর কে আসবে বলুন। শুভ কামনা।

১২| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০২

এ.এস বাশার বলেছেন: সময়পযোগী পোষ্ট।
বৃথা যায় নি। বৃথা যাবে না। রক্তের প্রতিদান - নয় এত সস্তা।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৩

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ এ.এস বাশার। আশা করি কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের পাশে থাকবেন। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.