নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

পলাতক শব্দেরা...

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৮



কবিতার যে পংক্তিরা পলাতক,
থাকুক ফেরারী তারা।
কোন একটা নিরালা দুপুর যখন
রোদের গন্ধ মেখে উড়ে যাবে বিকেলের দিকে,
চিলেকোঠার নির্জনে একজোড়া বোবা ঠোঁটে
জিভের নরমে আমি বুনে নেবো
রোমাঞ্চকর কাব্যকথা।

যে শব্দরা ছড়িয়ে গেছে পথে ঘাটে বন্দরে প্রান্তরে,
থাকুক ভ্যাগাবন্ড তারা।
কোন এক দমকা হাওয়ার দিনে,
কারো উস্কুখুস্কু ঝাঁকড়া চুলের অরন্যে,
আঙুলে চিরুনিতে আমি খুঁজে নেবো তাদের।

যে শব্দরা বেওয়ারিশ,
অদৃশ্য ঝরুক তারা টুপটাপ বৃষ্টির মতো।
হুডতোলা শহরে কোন এক ঘোর বরষাদিনে,
রংগিন প্লাস্টিকে মোড়া ভালোবাসার উষ্ণতায়
পড়ে নেবো বৃষ্টির অবারিত পতনের কথা।

যে গল্পরা ধরা দেয়নি,
থাকুক তারা অসমাপ্ত ।
ফুলতোলা চাদরে,
ছোঁয়াছুঁয়ির কাঁধ বেয়ে যখন নামবে
বন্য আদিম ভালোবাসাবাসির নুন,
থৈ থৈ অন্ধকারের পরতে পরতে
খুলে শরীরের জোৎস্না, অবিন্যস্ত আঁচলে
লিখে নেবো সেই গল্পদের সমাপ্তি।

তোমার রুক্ষ গালের চোরকাঁটায়,
নীলচে আভার বিষন্নতায়;
বরফিকাটা চিবুকে, মুখের প্রিয় জ্যামিতিতে;
থাকুক আমার হারিয়ে যাওয়া পঙক্তিমালা,
অধরা সব গল্পগুলো।

লোমশ বুকের নেশা গন্ধে,
আর চোখের মাতাল চাউনিতে,
খুঁজে নেবো তোমার আমার গল্পগুলো।
বারংবারই তাদের লিখবো আমি কথা দিচ্ছি।

© শিখা রহমান
(ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত)

মন্তব্য ৬৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
জীবন দ্বিধা-বিভক্ত যা কিনা শিশুর সুন্দর গল্পটি মত !
ফিরে আসা শব্দেরা আবার মিলন মেলায় রুপ নিক !!
কবিতা পড়ে ভালো লেগেছে আপু ।

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

শিখা রহমান বলেছেন: "জীবন দ্বিধা-বিভক্ত যা কিনা শিশুর সুন্দর গল্পটি মত !
ফিরে আসা শব্দেরা আবার মিলন মেলায় রুপ নিক !!" --- কি সুন্দর করে বললে!! একমাত্র কবিরাই পারে এমন করে বলতে।

সুন্দর মন্তব্যের জন্য ভালোলাগা। অনেকদিন তোমার কবিতা পাচ্ছি না কেন কবীর?

ভালো থেকো ভালোবাসায়। শুভকামনা কবি।

২| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭

ঋতো আহমেদ বলেছেন: '' কবিতার যে পংক্তিরা পলাতক,--
থাকুক ফেরারী তারা।
''

বাহ্, দারুণ ভাব ও বিন্যাস। ভালো লাগলো শিখা আপু। +++

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮

শিখা রহমান বলেছেন: ঋতো কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া। আপনার ভালো লেগেছে শুনে মন আলো হয়ে গেলো।

প্লাসের জন্য ধন্যবাদ। শুভকামনা কবি।

৩| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭

বিজন রয় বলেছেন: ওয়াওওওও!!!

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৩

শিখা রহমান বলেছেন: বিজন মন্তব্যে অভিভূত, লজ্জিত ও ভালোলাগায় আক্রান্ত হলাম। প্রিয় কবি আর কাব্যবোদ্ধা বিজন রয়ের একটা "ওয়াওওওও!!!" যে একইসাথে কতোরকম অনুভূতির জন্ম দিতে পারে আজ জানলাম।

পড়ার জন্য কৃতজ্ঞতা কবি।

৪| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০

ফেনা বলেছেন: একটাই শব্দ - "মুগ্ধ"।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩

শিখা রহমান বলেছেন: ফেনা আপনার বেশ কয়েকটা কবিতা পড়েছি। সময়ের অভাবে মন্তব্য করা হয়ে ওঠেনি।

আপনি মুগ্ধ হয়েছেন শুনে মন ভালো হয়ে গেলো। মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

ব্লগের পথে দেখা হবে আশাকরি। শুভকামনা কবি।

৫| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১১

বিজন রয় বলেছেন: তোমার রুক্ষ গালের চোরকাঁটায়........ সমগ্র কবিতার ভাবের সাথে মিল রেখে বলতে হলে বলবো রুক্ষ শব্দটি ঠিক যুথসই লাগছে না।

এমন কবিতায় শুধু মাতাল হওয়া যায়।
এখন আর কিছু বলতে পারছি না...............

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৭

শিখা রহমান বলেছেন: বিজন "রুক্ষ" বলতে শেভ না করা নীলচে আভার গালের কথা বলতে চেয়েছি। শব্দটা ভেবে দেখবো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

"এমন কবিতায় শুধু মাতাল হওয়া যায়।" --- মাতাল করতে পেরেছে কি কবিতা?

৬| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১২

স্রাঞ্জি সে বলেছেন:

এমন কবিতায় শব্দের ভাঁজে ভাঁজে হারিয়ে যেতে ইচ্ছা করে.......




২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২১

শিখা রহমান বলেছেন: স্রাঞ্জি সে মন্তব্যটা পড়ে মন ভালো হয়ে গেলো।

"এমন কবিতায় শব্দের ভাঁজে ভাঁজে হারিয়ে যেতে ইচ্ছা করে......." --- মাঝে মাঝে না হারালে কি আর নিজেকে খুঁজে পাওয়া যায়। কবিতায় হারানোর মতো অদ্ভুত সুন্দর আর কিছুই নেই।

ভালো থাকুন। সবসময় পাশে থাকার জন্য অফুরন্ত শুভকামনা।

৭| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: অনেকদিন তোমার কবিতা পাচ্ছি না কেন কবীর?

কিছু দিন ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করছি........ !
কবিতা আবার লিখব আপু।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩০

শিখা রহমান বলেছেন: কবিতার অপেক্ষায় থাকলাম কবীর। ভালো থেকো সবসময়। :)

৮| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪

কথার ফুলঝুরি! বলেছেন: শিখা আপু, আপনি দেখি আমার মনের কথা লিখে দিয়েছেন আপনার কবিতায় । আমার ভাবনা, শব্দ, পংক্তি, কবিতা সব হারিয়ে যাচ্ছে যেন :(

কবিতা অনেক বেশী ভালো লেগেছে আপু ।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৬

শিখা রহমান বলেছেন: ফুলঝুরি তোমার মনের কথা বলেই না এমন সুন্দর শব্দে বুনতে পারলাম। তোমার মনটা আর মনের কথাগুলো যে কবিতাই!!ফুলঝুরির কথার ঝুড়ি থেকেই যে ভাবনা, শব্দ, পংক্তি, কবিতা ধার করলাম। কবিতায় সব খুঁজে নিও মেয়ে!!

সুন্দর মন্তব্যের জন্য ভালোবাসা। ভালো থেকো প্রিয় ফুলঝুরি মনি।

৯| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভাব ও বিন্যাসের নান্দনিক কাব্য। অনেক ভালো লাগলো প্রিয়কবি শিখা আপু। +++

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪০

শিখা রহমান বলেছেন: আমার লেখায় স্বাগত কবি। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

মাঝে মাঝে লেখায় পাবো আশাকরি। ভালো থাকুন সবসময়। শুভকামনা কবি।

১০| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬

হযবরলঃ বলেছেন: পলাতক শব্দেরা..
RAB পলাতকদের লিস্ট করছে। শব্দগুলোকে ঠিকই ধরে আনবে................ :D

কবিতা নেটওয়ার্কে (দুর্বল নেটওয়ার্কের কারনে)কিছুটা ধরা পড়লো, কিছুটা উপর দিয়ে চলে গেল......যতটুকু ধরা পড়লো তাতেই বলতে হয় অসাধারন, সাথে ++
শুধু ভ্যাগাবন্ড শব্দটাতে আপত্তি..........

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১১

শিখা রহমান বলেছেন: হযবরলঃ আমার লেখায় স্বাগতম!!

"RAB পলাতকদের লিস্ট করছে। শব্দগুলোকে ঠিকই ধরে আনবে................" --- পড়ে অনেক হাসলাম। :) কবিতায় কিন্তু বলাই আছে পলাতক শব্দদের কোথায় খুঁজে পাওয়া যাবে। তবে র‍্যাব কবিতা পড়বে না বলেই কবির ধারনা। :(

আপনার নেটওয়ার্ক দুর্বল বলেই কবিতা অসাধারন মনে হয়নিতো? =p~ একগাদা ধন্যবাদ প্লাসের জন্য।

"শুধু ভ্যাগাবন্ড শব্দটাতে আপত্তি.........." --- কেন বলুনতো? ভালো শোনাচ্ছে না কি? ভেবে দেখবো।

সুচিন্তিত আর মজার মন্তব্যটার জন্য ভালোলাগা। আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। শুভকামনা।

১১| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: হিংসা হিংসা আর একগাদা হিংসা

কেউ ভাল লিখলে আমি হিংসায় জ্বলে পুড়ে যাই,

আমি এখন জ্বলছি

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৬

শিখা রহমান বলেছেন: আমি কিন্তু হিংসায় জ্বালা পোড়া বন্ধ করে দিয়েছি। আপনার এমন সব দুর্দান্ত কবিতা লেখেন যে এতো জ্বালা পোড়া হলে আমি পুরাই ছাই হয়ে যাবো। তাই আপনাদের কবিতার অতলে ডুব দেই। কবিতার সমুদ্রে ডুবে মরলেও সুখ!!

যাই হোক আপাতত আমার মতো সামান্য কবির কবিতা পড়ে আপনি হিংসায় জ্বলে পুড়ে কাবাব হয়ে যাচ্ছেন সেই আনন্দেই আমি বিভোর। :P

ভালো থাকুন হিংসিত কবি। আপনাকে জ্বালাতে পোড়াতে পেরে আমি অভিভূত। :)

১২| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৮

নীল আকাশ বলেছেন: কবিতার যে পংক্তিরা পলাতক, থাকুক ফেরারী তারা। - দারুন! চমৎকার কবিতা।
ভ্যাগাবন্ড শব্দটা কেমন যেন জল থেকে তোলা সদ্য মাছের মতো ছটফট করছ. মিলছে না বাকি বাংলা শব্দ গুলির সাথে..........।
ভালো লাগা রেখে গেলাম, আপু।
শুভ কামনা রইল!
শুভ অপরাহ্ন!

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪

শিখা রহমান বলেছেন: সুন্দর ও সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ। "ভ্যাগাবন্ড"কে আমার ঠিক বিদেশী শব্দ মনে হয় না। বাংলা ভাষা অনেক বিদেশী শব্দকেই নিজের করে নিয়েছে আর এই শব্দটা তার মধ্যে একটা। ভ্যাগাবন্ডের ঠিক বাংলা প্রতিশব্দ হয় না।

শুভকামনা ও শুভসকাল।

১৩| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬

শিখা রহমান বলেছেন: রাজীব আপনার কবিতার ওপরে দখল আসাধারণ, গল্পের ওপরেও। আমার সব লেখাই যে আপনার "সহজ সরল সুন্দর" মনে হয় এতেই আমি অভিভূত।

মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা।

১৪| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জটিল, সরল, নান্দনিক উপমায় ঠাসা কবিতাটি পাঠক মহলে বেশ সাড়া ফেলবে।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮

শিখা রহমান বলেছেন: মাইদুল ধন্যবাদ সুন্দর মন্তব্যটার জন্য। আপনার মনে কবিতাটা সাড়া ফেলেছে আশা করছি।

শুভকামনা নিরন্তর!!

১৫| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: মাহবুবুল আজাদ ভাইয়ার মত আমারও কিন্তু হিংসে হচ্ছে।মাহাবুবুল ভাইও অসাধারন কবিতা লেখেন।
আমার সমস্যা কবিতা পড়ে কি লিখব ভেবে পাইনা।একটা কবিতা পড়ে নিরিবিলি মন্তব্য করতে পারলে ভাল হয়।যেহেতু ব্যস্ততার মাঝেই ব্লগে বিচরন তাই শুধু ভাল লেগেছে এতটুকুই বলতে পারি।
আর কিছু কিছু কবিতা পড়ে ভিষন ভাল লাগে।কিন্তু কেন ভাল লেগেছে সেটা জানতে চাইলে বলতে পারবনা।
এটা যে আমার কমজানা প্রকাশ পাই তা অকপটে বলা যায়।ভাল কিছু পড়ে ভাল একটা কমেন্ট করতে হলে তো মাথায় ঘিলুও থাকতে হবে।
ভাল থাকুন আপু।অনেক প‌্যাচাল করে ফেললাম।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৬

শিখা রহমান বলেছেন: সোহেল মাহবুবুল আজাদ আর আরো অনেকেই ব্লগে এমন আসাধারণ লেখেন যে পড়ে অনেকসময়েই স্তব্ধ হয়ে বসে থাকি।

কবিতা পড়ে যা মনে আসে তাই লিখবেন, এই এখন যেমন আপনার আন্তরিক মন্তব্যটা পড়ে খুব ভালো লাগছে। তবে এটা ঠিক বলেছেন যে কোন কোন কবিতা যে কেন ভালো লাগে বুঝিয়ে বলা কঠিন। আর সার্থক কবিতা এই অস্পষ্টতা, এই ঘোর লাগা, এই ব্যাখ্যাতীত সৌন্দর্য দাবী করে। সেক্ষেত্রে শুধু ভালো লেগেছে বলা ছাড়া আর কোন কথা থাকে না।

আপনি আমার পাশে সবসময় আছেন, মন্তব্যে অনুপ্রাণিত করে যাচ্ছেন। আপনি আমার লেখায় ইচ্ছে মতো "প্যাচাল" করবেন (যদিও মন্তব্যটা ভালো লেগেছে, আপনার ভাষায় বললাম)। সেই অধিকার আপনার আছে।

ভালো থাকুন সবসময় সোহেল। শুভকামনা নিরন্তর!!

১৬| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

সাইন বোর্ড বলেছেন: অনুভবময়, সুন্দর !

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০১

শিখা রহমান বলেছেন: সাইন বোর্ড লেখায় আপনাকে পেয়ে ভালো লাগলো আর মন্তব্যটাও।

ধন্যবাদ সময় করে পড়ার জন্য। শুভকামনা সতত!!

১৭| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৯

জাহিদ অনিক বলেছেন:
আপনি এই ব্লগের একজন সব্যসাচী সাহিত্যিক শিখা আপু।
গল্প ও কবিতা; দুই ক্ষেত্রেই আপনি নিজস্ব স্টাইল ধরে রেখেছেন সমান্তরাল। যুগপৎ লিখে চলেছেন মুগ্ধকর কবিতা।

এই কবিতাটিও ঠিক সেরকম চমৎকার, ভাব ও শব্দের গাঁথুনি।
ব্লগের গুটিকয়েকজন কবি আছেন যাদের কবিতা পড়ি নিজের তাগিদে, বাকীদের হয়ত চোখের সামনে আসে তাই পড়তে হয়।
আপনি সেই গুটিকয়েক কবিদের একজন।

ভালো থাকুন, সুস্থ থাকুন প্রিয় কবি শিখা রহমান।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯

শিখা রহমান বলেছেন: প্রিয় কবি তোমার মন্তব্য পড়ে আজ মন আকাশে ডানা মেললো। তুমি আমার মতে ব্লগের শক্তিশালী ও সম্ভাবনাময় কবিদের একজন। তার ওপরে আছে তোমার জনপ্রিয়তা, কবিতার বিষয়ের বৈচিত্র্যতা আর আমার নিজস্ব ভালোলাগা। তুমি যখন এভাবে বলো তখন বাতাসে ভাসতেই হয়।

তোমার এই মন্তব্যটা সোনালী ফ্রেমে বাঁধিয়ে একদম মনের দেয়ালে রেখে দিলাম। মাঝে মাঝে দেখে নেবো। সবসময় পাশে থেকে অনুপ্রেরণা দেয়ার জন্য অনেক ভালোবাসা।

শুভকামনা জাহিদ। তুমিও ভালো থেকো প্রিয় কবি।

১৮| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: জোসস :)
কি গভীরতা কবিতাটির!
সব মিলিয়ে চমৎকার

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২১

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স আপনার "জোসস" শুনে মজা লাগলো। :)

ঝাকাস মন্তব্যটার জন্য ভালোলাগা রইলো। শুভকামনা।

১৯| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: পলাতক পংক্তিরা , শব্দরা ছড়িয়ে গেছে পথে ঘাটে বন্দরে বা বেওয়ারিশ হয়ে । যে গল্পরা ধরা দেয় নি কখনো থাকুক তারা থৈথৈ অন্ধকারের পড়তে পড়তে, লিখে নেব গল্পের সমাপ্তি। কিন্তু বাস্তবে সে সব হারিয়ে যাওয়া পংক্তিমালা বারবার উঁকি দিচ্ছে মনের আঙিনায় । এমন ফেরারি মন নিয়ে তাই তাদের খুঁজে বেড়াই যুগ যুগ যুগান্তরে ।

সুন্দর কথামালায় মুগ্ধতা রেখে গেলাম ।

শুভেচ্ছা নিয়েন ।

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১০

শিখা রহমান বলেছেন: পদাতিক সুন্দর মন্তব্যটার জন্য ধন্যবাদ। হারিয়ে যাওয়া পংক্তিমালারা আসলে মনের গহীনে থেকেই যায়। যার জন্য পংক্তিমালা লেখা সে হয়তো হারিয়ে যায়, কিন্তু শব্দেরা থেকেই যায়।

আপনার মন্তব্যে একরাশ মুগ্ধতা। ভালো থাকবেন প্রিয় লেখক। শুভকামনা সতত!!

২০| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৩

হযবরলঃ বলেছেন: তবে র‍্যাব কবিতা পড়বে না বলেই কবির ধারনা।
র‍্যাব যদি কবিতা পড়তো তবে অনেক কবিতাই এতদিন ক্রশ ফায়ারে................... :((

"শুধু ভ্যাগাবন্ড শব্দটাতে আপত্তি.........." --- কেন বলুনতো? ভালো শোনাচ্ছে না কি? ভেবে দেখবো।

চমৎকার ক্লাসিকাল সঙ্গিতের মধ্যে কর্কশ রক বিট মনে হচ্ছে............... :D

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৪

শিখা রহমান বলেছেন: হযবরলঃ "র‍্যাব যদি কবিতা পড়তো তবে অনেক কবিতাই এতদিন ক্রশ ফায়ারে................... :((" --- ভালো বলেছেন। এটাতো ভেবে দেখিনি। ভাগ্যিস!! দেখা যেতো "ভ্যাগাবন্ড" শব্দে ছন্দপতনের জন্য দ্বিতীয় স্তবকটাই উড়িয়ে দিতো। :)

ফিরে এসে আবারো মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা। ভ্যাগাবন্ড শব্দটা আসলেই ভেবে দেখবো।

দেখা হবে ব্লগের পথে আশা করছি। ভালো থাকুন ভ্যাগাবন্ড বিদ্বেষী ভ্যাগাবন্ড। :P

২১| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ২:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চিলেকোঠার নির্জনে একজোড়া বোবা ঠোঁটে
জিভের নরমে আমি বুনে নেবো রোমাঞ্চকর কাব্যকথা।

কবিতার কবি এমন ভাষা শুনে স্তব্ধ, বাক্যহীন
রোমাঞ্চকর ভালবাসায় শিহরিত !
.........................................................................................

্য

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৭

শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল আপনি সবসময় খুব কাব্যিক মন্তব্য করেন আর সুন্দর ছবিসহ। আজকের মন্তব্যের ছবিটা খুবই সুন্দর!!

"কবিতার কবি এমন ভাষা শুনে স্তব্ধ, বাক্যহীন
রোমাঞ্চকর ভালবাসায় শিহরিত !"
--- আপনার মন্তব্য পড়ে কবিতাটা সার্থক মনে হচ্ছে।

শুভকামনা। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।

২২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৪৪

মাহমুদ আল ইমরোজ বলেছেন: আপনার লেখাগুলো বেশ অনবদ্য.....শুভ কামনা আপু

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৯

শিখা রহমান বলেছেন: ইমরোজ মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন।

আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। আপনাকেও শুভকামনা।

২৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব আপনার কবিতার ওপরে দখল আসাধারণ, গল্পের ওপরেও। আমার সব লেখাই যে আপনার "সহজ সরল সুন্দর" মনে হয় এতেই আমি অভিভূত।

মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা।


বোন খুব সুন্দর মন্তব্যের উত্তর দিয়েছেন।
ভালো থাকুন। সুস্থ থাকুন এবং সুখি হোন।

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২১

শিখা রহমান বলেছেন: রাজীব আবারো ফিরে এসে মন্তব্যের উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনিও সুস্থ থাকুন এবং সুখি থাকুন।

২৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৯

মোস্তফা সোহেল বলেছেন: শিখাপু খুব সুন্দর একটি প্রতি মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।আমিও মাঝে মাঝে আগে কিছু অকবিতা লেখার চেষ্টা করতাম।তবে আজকাল ব্লগে এত ভাল ভাল কবি আছেন যে তাদের ভেতরে এই সব অকবিতা পোষ্ট দিতে ভয় পাই।কেন জানি এখন কবিতা আর লিখতেই পারিনা।তবে মনে মনে অনেক কবিতাই লিখে ফেলি যা আর খাতা কলমে লেখা হয় না।
অনেক আগের একটি কবিতা আপনার সাথে শেয়ার কতরে মন চাইল তাই শেয়ার করে গেলাম।জানিনা এর আগে কখনও আমার অকবিতা পড়েছেন কিনা।

আজকাল কিছু শব্দ খুঁজি
মনকে শান্ত রাখার মত শব্দ
দম বন্ধ হয়ে মৃত্যু হলে
কেমন কষ্ট হবে জানিনা
বুকের ভেতর চাপা দুঃখ গুলো
যে কষ্ট দেয়
তাও তো নেহাত কম নয়।

জানালা গুলো সব সময়ই বন্ধ রাখি
হয়তো সত্যটা দেখতে ভয় পায়
তবু অন্ধকারের মাঝেই
সত্যটা আলো হয়ে জ্বলে উঠে।

আকাশটা দেখা হয়নি অনেক দিন
জানালাটা খুলব ভাবি
হয়তো কিছু মন শান্ত করা শব্দরা উড়ে আসবে।

চোঁখ বন্ধ ছিল অনাদিকাল
এখনও আছে
তবু সত্য গুলো চোঁখে ভাসে সর্ব সময়।

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩২

শিখা রহমান বলেছেন: সোহেল "আজকাল ব্লগে এত ভাল ভাল কবি আছেন যে তাদের ভেতরে এই সব অকবিতা পোষ্ট দিতে ভয় পাই।কেন জানি এখন কবিতা আর লিখতেই পারিনা।তবে মনে মনে অনেক কবিতাই লিখে ফেলি যা আর খাতা কলমে লেখা হয় না।" --- প্লিজ ভয় পাবেন না। ব্লগে কবিতা/লেখা না দিলে লেখার মান বাড়বে কিভাবে।

একসময় কবিতা লিখতামই না। দু'আড়াই বছর আগে যখন আনেক দিন পর পর গল্প দিতাম, তখন বিজন বলতেন মাঝে মাঝে কবিতা দিতে। বার বার বলতাম আমি কখনোই কবিতা লিখিনি আর লেখার সাহসও নেই। অথচ গত একবছরে সাহস করে লিখে ফেলছি কবিতা আর ব্লগেও দিচ্ছি। আমার অনেক কবিতাই তেমন পাঠক প্রিয়তা পায়নি। সব লেখাই কি ভালো হয়!! তাই বলে অনুৎসাহিত হবেন না প্লিজ। কবিতা মনে আসার সাথে সাথে অক্ষরবন্দী করে ফেলবেন, ব্লগে দিন আর না দিন। অনুভুতিটা একবার চলে গেলে ওই পংক্তিমালারা আসলেই পলাতক হয়।

মন্তব্যে দেয়া আপনার কবিতাটা কিন্তু অকবিতা হয়নি মোটেও। কবিতা লেখার পরে মনে মনে বারংবার পড়ে দেখবেন যে শব্দে বা ছন্দে কথা হোটচ খাচ্ছেন কিনা। আর শব্দ চয়ন, উপমা কবিতাকে অনন্য করে তোলে। আমি অনুপ্রেরণার জন্য বিখ্যাত কবিদের ও সমসাময়িক কবিদের কবিতা পড়ি। কবিতা লিখতে হলে কবিতা পড়ার বিকল্প নেই।

ভালো থাকুন। আন্তরিক মন্তব্যের জন্য ও সুন্দর একটি কবিতা পড়ার সুযোগ করে দেবার জন্য অনেক ধন্যবাদ। আশাকরি ব্লগে আপনার কবিতা দেখতে পাবো। কবিতা দিলে জানাবেন, পড়ে আসবো।

শুভকামনা নিরন্তর!!

২৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৫

সাগর শরীফ বলেছেন: ভাল লাগল শিখাপু!

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৪

শিখা রহমান বলেছেন: সাগর এটা সম্ভবত আমার লেখায় আপনার প্রথম মন্তব্য তাই না? :) আমার ব্লগে স্বাগতম!!

কবিতা ভালো লেগেছে শুনে মন আলো হয়ে গেলো।

আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। শুভকামনা।

২৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৪

নীলকান্ত দা বলেছেন: খুব ভালো লিখেন আপনি। খুব ভালো কবিতা। কবিতার তরে কবিতা লিখে যান। শুভ কামনা।

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৬

শিখা রহমান বলেছেন: নীলকান্ত দা আপনার মন্তব্যে অভিভূত হলাম। "কবিতার তরে কবিতা লিখে যান।" --- তাই যেন হয়!!

আমার লেখায় স্বাগত!! কবিতা ভালো লেগেছে শুনে মন আলো হয়ে গেলো।

আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। শুভকামনা সতত!!

২৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৪

তারেক ফাহিম বলেছেন: মাতাল করার মত কবিতা।

এ ধরনের কবিতাগুলো কয়েকবার পড়ি।

আপনারটাও ৫ বারের অধিক পড়ছি।

পড়তেই ভালো লাগে।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৯

শিখা রহমান বলেছেন: তারেক কবিতা বারংবার পড়েছেন শুনে মন এত্তো ভালো হয়ে গেলো। আমার সামান্য কবিতা কেউ বার বার পড়বে ভাবতেই রোমাঞ্চ হয়।

সবসময় মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা। শুভকামনা প্রিয় ব্লগার।

২৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪

এ.এস বাশার বলেছেন: পলাতক শব্দেরা কি সুন্দর প্রকাশ আহাঃ মন টাকে শীতল করে দিল.....

যে শব্দরা বেওয়ারিশ,
অদৃশ্যে ঝরুক তারা টুপ টাপ বৃষ্টির মতো
!

যে গল্পরা ধরা দেয়নি,
থাকুক তারা অসমাপ্ত........


কিছু বলার নেই তোমাকে..... আমার শব্দরাও পলাতক......

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৭

শিখা রহমান বলেছেন: বাশার মুগ্ধতার প্রকাশে অভিভূত হলাম। তোমার শব্দেরা পলাতক হলেও ভালোবাসায় ধরা পড়েছে।

সুন্দর মন্তব্যের জন্য ভালোলাগা আর তোমাকে শুভকামনা। ভালো থেকো ভালোবাসায়।

২৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবাইতো সব বলে ফেলেছে ...

আমি আর কি বলব!!!

মন্তব্যের শব্দেরা পলাতক হয়ে গিয়ে,
বোবা ঠোটে বসে, রোমাঞ্চকর কাব্যাশায় ;)
ঝাকড়া এলোচূলের ভ্যাগাবন্ড - আঙুল চিরুনির ছোঁয়াশায়
পুরো বর্ষা বেওয়ারিশ শব্দের বৃষ্টিতে ভিজেই কাটিয়ে দেব
প্লাটিকে মোড়ানো উষ্ণতার কামনায়;
ছোঁয়াছুঁয়ির কাঁধ বেয়ে থৈ থৈ অন্ধকারে
গল্পের সমাপ্তিতে - - -

জনম জনম সেই অধরা গল্প শুনব বলে
বার বার ফিরে ফিরে আসবো
ভ্যাগাবন্ড হয়ে!
ভ্রু-কুঁচকে এড়িয়ে যেয়োনা যেন অবহেলে :)

দারুন কাব্যের মাঝে এমন ভাবনা -বুঝিবা দারুন আয়নায় কালো স্পটের মতো ;)
তবু সাথে থাকবো বলেই চিহ্ণের চিহ্ণ :)

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৩

শিখা রহমান বলেছেন: বিদ্রোহী কিছু বলার নেই বলেও এমন সব দুর্দান্ত কথামালা সাজালেন!! আমি মুগ্ধ এবং ঈর্ষীত!! কবিতার চেয়ে মন্তব্য সুন্দর হয়েছে। :(

"জনম জনম সেই অধরা গল্প শুনব বলে
বার বার ফিরে ফিরে আসবো
ভ্যাগাবন্ড হয়ে!" --- আমার কবিতারা আর গল্পেরা আপনার মন্তব্যের অপেক্ষায় থাকবে ভ্যাগাবন্ড কবি।

শুভকামনা বিদ্রোহী। আর মন্তব্যে মুগ্ধতা সীমাহীন।

৩০| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯

মনিরা সুলতানা বলেছেন: আহা !!
দারুন সব শব্দচয়ন শিখা ! একেবারে ই ঘোরলাগা ।

কিছুক্ষন চুপ করে বসে ভালোলাগে, কবিতার ভালোলাগা নিজেতে মাখতে ।

ভালোবাসা তোমার জন্য ।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৫

শিখা রহমান বলেছেন: নীরা তুমি আমার কবিতার মেয়ে!! আমার শব্দেরা ভালোবাসা পৌঁছে দিক তোমার কাছে।

ভালোবাসায় থেকো মেয়ে আর ভালো থেকো। এত্তো ভালোবাসা!!

৩১| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬

আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান,










পংক্তিরা পলাতকা হলে কবিতার কথারা তখোন এগোয়না আর । তোমার আমার গল্পে যেখানে যতি টানা হয়েছে সেখান থেকে আর বর্ণরা শব্দ হয়ে ওঠেনা । শব্দেরা পালিয়ে গিয়ে গেরস্থ ঘরের মতো তাই আগোছলো পড়ে থাকে। এলোমেলো হয়ে আসে গায়ে গতরে । ত্রিশ বছরের নারী-শরীরের মতো দোমড়ানো । দীর্ঘ দিবস রজনী এরকমটাই হয় যে পলাতকা শব্দের প্রেতিনী-নাচ !
তাই তোমার আমার গল্প লিখতে হলে লোমশ বুকের গন্ধডালায় আলো জ্বেলে খুঁজে নিতে হবে ধ্রুপদী বর্ণমালা । শব্দের ভান্ডারে টান লাগার আগেই শব্দচোর হয়ে উঠতে হবে । স্বরস্বতিয়ার ঝাঁপি থেকে টেনে তুলতে হবে আদেখলা চোখের কিছু কিছু ত্যাদোড় বেওয়ারিশ শব্দকে । তবেই না কবিতা হবে ...

বেশ সুন্দর ।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮

শিখা রহমান বলেছেন: আহমেদ জী এস আপনার সব মন্তব্যই কবিতা হয়ে ওঠে। শুধুই মুগ্ধতা!!

"তাই তোমার আমার গল্প লিখতে হলে লোমশ বুকের গন্ধডালায় আলো জ্বেলে খুঁজে নিতে হবে ধ্রুপদী বর্ণমালা । শব্দের ভান্ডারে টান লাগার আগেই শব্দচোর হয়ে উঠতে হবে । স্বরস্বতিয়ার ঝাঁপি থেকে টেনে তুলতে হবে আদেখলা চোখের কিছু কিছু ত্যাদোড় বেওয়ারিশ শব্দকে । তবেই না কবিতা হবে ..." --- ইশশ!! শব্দবাণে বধ হলাম। কিভাবে এমন করে লিখেন?

ভালো থাকুন মন্তব্যের যাদুকর। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা আর শুভকামনা।

৩২| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২

শিখা রহমান বলেছেন: সুমন পড়ার জন্য ও মন্তব্যের জন্য ভালোলাগা। শুভকামনা কবি।

৩৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১:০৭

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর, মনমুগ্ধকর কবিতা +++

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৬

শিখা রহমান বলেছেন: ধ্রুবক আলো মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আপনার মুগ্ধতা বড় পাওয়া।

শুভকামনা সতত। ভালো থাকুন সবসময়।

৩৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩১

আখেনাটেন বলেছেন: আপনার এই স্বপ্ন-আবীর মেশানো কবিতার পঙক্তিগুলো বেশ লাগে।

এত চমৎকার করেও মনের ভাব প্রকাশ করা যায়। যতই পড়ছি মুগ্ধ হচ্ছি।

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪১

শিখা রহমান বলেছেন: আখেনাটেন কবিতায় আমি যতোখানি স্বাপ্নিক, গল্পে তেমনটা নই। গল্পে কেন যেন বাস্তবতা কঠিন ছাপ রেখে যায়।

পড়ার জন্য ও সুন্দর মন্তব্যটার জন্য ভালোলাগা। শুভকামনা ফারাও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.