নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

অভিযোগ!

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

বিশ্বাস করো আমার কোন অভিযোগ নেই!
অভিমান, রাগ কিংবা বিদ্বেষ থেকেও বলছিনে, এটা আমার
সরল স্বিকারোক্তি -
আমি মানছি, আমি ভালোবাসতে পারিনি।

পুরোটা রাতকে মনে হতো হাতে গোনা কটা মিনিট,
যন্ত্রের ওপাশে তোমার কণ্ঠস্বর,
রঙিন মায়া হরিণী চোখ,
মুগ্ধতার পাপড়িতে গড়া তোমার হাসি,
তোমার সরল কথার সাবলীল সৌন্দর্য্য,
আমি হারিয়ে যেতাম, কোথায় যেন।

আজও নিয়ম করে রাত আসে, সাথে আঁধার!
চাঁদ, তারা! ওরাও আসে হয়তো!
কিন্তু জানো, রাতগুলো এখন অনেক লম্বা, অনেকগুলো ঘন্টা,
নৈশ প্রহরীর প্রায় সবগুলো সংকেত এখন আমার মুখস্থ,
আমিও পাহারা দেই, স্মৃতীর রাজ্য,
আমি এখন বলতে পারি আঁধারের ঘনত্ব কত,
ঝিঝি পোকারা কটা সুরে ডাকে,
বলতে পারি কোনটা শিউলি ফুল ঝরে যাবার শব্দ,
সব কিছু কেমন বদলে গেছে! তাইনা?

বিশ্বাস করো তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই!
অভিমান, রাগ কিংবা বিদ্বেষ থেকেও বলছিনে, এটা আমার
সরল স্বিকারোক্তি -
আমি মানছি, আমি ভালোবাসতে পারিনি।

শত ক্রোশ দুরে থেকেও সন্ধে বেলার চায়ের সময়টা
তোমার সাথে মেলাতে চেয়েছি, মেলাতে চেয়েছি স্নানের সময়,
ঘর থেকে বের হবার মুহুর্তটা! চেয়েছি -
তুমি যখন চা খাবে একটা পেয়ালা বাড়তি নিয়ে বসবে,
ভাববে আমি আছি, তোমার পাশে!
ভালোবাসা গুলো এভাবেই ভাগ করতে চেয়েছিলাম আমি।

বিশ্বাস করো তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই!
অভিমান, রাগ কিংবা বিদ্বেষ থেকেও বলছিনে, এটা আমার
সরল স্বিকারোক্তি -
আমি মানছি, আমি ভালোবাসতে পারিনে।

এই যে আমার চোখের জলের এক একটা ফোটা
এক একটা অক্ষর লিখছে, না পাওয়ার তাপমাত্রায়
ফোসকা পড়েছে হৃদপিন্ডের দেয়ালজুড়ে,
যন্ত্রনাগুলো দলবেঁধে আমাকে করেছে বিশুদ্ধ ছন্নছাড়া,
বিশ্বাস করো, এ নিয়ে তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই,
আমি মানছি আমি ভালোবাসতে পারিনি।

তোমার একটু আদর মাখা কন্ঠ শুনবো বলে
অপেক্ষা করেছি দিনের পর দিন, সহস্র প্রতিক্ষার প্রহর গড়িয়েছে
তোমার মিষ্টি শাসনের লোভে, তোমার চোখের দিকে তাকাবো বলে
বাহানা করেছি বার বার। দুদন্ড বেশি সময়ের লোভে
পাগলামি করেছি, আমার সকাল-দুপুর-বিকেলগুলো
তোমার কণ্ঠে আসক্ত হয়ে পড়েছে গভির থেকে গভিরে।
আজও যান্ত্রিক ত্বকে তাকিয়ে অপেক্ষা করি এই বুঝি
কণ্ঠস্বর ভেসে আসবে!

বিশ্বাস করো তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই!
অভিমান, রাগ কিংবা বিদ্বেষ থেকেও বলছিনে, এটা আমার
সরল স্বিকারোক্তি -
আমি মানছি, আমি ভালোবাসতে পারিনে, পারিনি।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

ঋতো আহমেদ বলেছেন: বাহ্ দারুণ হয়েছে । সকালটা শুরু হল আজ সুন্দর একটা কবিতা পড়ে । শুভকামনা রইল ।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১২

শাব্দিক হিমু বলেছেন: অনুপ্রেরণার জন্য অসীম ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:২১

মেহেদী রবিন বলেছেন: সুন্দর কবিতা

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৩

শাব্দিক হিমু বলেছেন: উৎসাহীত হলাম, শুভকামনা জানবেন।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৯

অনুভূতির স্পর্শ্ব বলেছেন: গভির প্রেমের প্রকাশ, সুন্দর ও সাবলিল, চাপা অভিমান। ভালো লাগলো, ভিষন।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৫

শাব্দিক হিমু বলেছেন: প্রেম সাবলিল সুন্দর :)

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮

কানিজ রিনা বলেছেন: বেশ ভালই লাগিল, এইতো হাসিতেছি
খাইতেছি যাইতেছি আসিতেছি, বিপুলও
তরঙ্গে ভাসিতেছি। ইহাই সত্য আসিতেছে
অনাগত, নিবিরও বিভোরে ধাবিত সকাল
হয় সন্ধাও নামে।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪

শাব্দিক হিমু বলেছেন: আঁধারও আসিয়া কড়া নাড়ে দ্বারে, কহে লুকাইয়া পড়ো দুঃখের ভাঁজ খুলিয়া হৃদয় খাটিয়ায়, মুক্তির গানে সুর বাঁধো পরাধিনতার, লুকোচুরি চলিতে থাকুক যতদিন সন্ধে নামে।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

অবনি মণি বলেছেন: বিশ্বাস করো তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই!
অভিমান, রাগ কিংবা বিদ্বেষ থেকেও বলছিনে, এটা আমার
সরল স্বিকারোক্তি -
আমি মানছি, আমি ভালোবাসতে পারিনে, পারিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.