নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

মাতাল গন্ধ!

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫

আজ তোমার দরবারে আমি, আমাকে আশির্বাদ করো দেবী -
ভালোবাসার লাল ঘোড়ায় চেপে
হৃদয়ের মেঠোপথ ধরে আমি পথিক হবো
তোমার স্পর্শ্বের খোঁজে! তোমার গন্ধে মাতাল হবো,
চোখে চোখ রেখে হৃদয় ছুঁব তোমার।

আমাকে একটিবার আশির্বাদ করো,দেবী!
পুর্ণ চন্দ্রতিথীর ষোড়শী জোসনায়
তুমি আমি ঝাপ দেবো, দুরত্ব হবে নিছক বাহিরের দর্শন,
আমরা মিশে যাবো হৃদয়ে হৃদয়ে!
ভালোবাসার ব্যাকরণ লিখবো আমরা,
বিশেষ্য ভালোবাসা, বিশেষন ভালোবাসা!
আমাকে একটু আশির্বাদ করো, দেবী!

আমি তোমার চরনে একটি হৃদয় আঁকতে চাই,
ভালোবাসার তুলিতে লাগবে প্রেমের রঙ,
অংকিত হৃদয় পাবে আমার আত্নার রুপ,
তোমার চরন বেদীতে সে জিবীত হয়ে উঠবে,
তোমার স্পর্শ্ব চাইবে সে, ভালোবাসা।
আমাকে সামান্য আশির্বাদ করো দেবী।

যে ফুল গুলো কুড়ানোর কেউ নেই!
তোমার হৃদয় কাননের
সেই ফুল গুলো আমাকে দেবে?
আমি সে ফুল দিয়ে আমার সুখের বৃত্ত সাজাবো,
আমার অনুভূতিদের দেয়ালে দেয়ালে ফুটবে তারা,
তুমি আমার জীবনের একটা অংশ নও,
আমার অস্তিত্বে মিশে গেছ তুমি।
আমাকে একটু জড়িয়ে ধরবে, দেবী? একটিবার?
তোমার ভালোবাসার আশির্বাদ দেবে আমায়?

সহস্র কষ্টের রেখারা ছিড়ে যাবে,
বিষাদের আকাশ ভেঙে পড়বে সুখের বিষুব রেখায়!
আমাকে আশির্বাদ করো, দেবী! একটিবার!

এই পূর্ণচন্দ্রের প্রতিটা জ্যোৎস্না বিন্দুর
কোমলতাকে সাক্ষি রেখে বলছি -
ভালোবাসি তোমায়! ভালোবাসি তোমায়! ভালোবাসি তোমায়!

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৪

পঞ্চম প্রতিবিম্ব বলেছেন: সর্বসত্ত্ব সংরক্ষণ ভেঙে এক নিঃশ্বাসে কপি মারলাম... :P ;)

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৯

শাব্দিক হিমু বলেছেন: ভাঙনেই মজা। ;)

২| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

অনুভূতির স্পর্শ্ব বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩০

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ। ;)

৩| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩০

নাজনিন সন্ধি বলেছেন: প্রেম ভরা কাব্য

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩২

শাব্দিক হিমু বলেছেন: প্রেমই সুখ, প্রেমই কাব্য

৪| ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: খুব বেশি সমর্পণ।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: খুব বেশি সমর্পণ।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: খুব বেশি সমর্পণ।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: খুব বেশি সমর্পণ।

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৫

শাব্দিক হিমু বলেছেন: সমর্পণেই সুখ।

৮| ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

সুর বেসুর বলেছেন: সহস্র কষ্টের রেখারা ছিড়ে যাবে,
বিষাদের আকাশ ভেঙে পড়বে সুখের বিষুব রেখায়!
আমাকে আশির্বাদ করো, দেবী! একটিবার! + + +

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৪

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ, অনুপ্রেরণার জন্য।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০১

মেহেদী রবিন বলেছেন: চমৎকার আরাধনা

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২২

শাব্দিক হিমু বলেছেন: আরাধনার বিকল্প কই ? ;)

১০| ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাকে একটিবার আশির্বাদ করো,দেবী!

আমিও এমন একটি কবিতা লিখতে চাই ;)

দারুন :)

+++++++

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৯

শাব্দিক হিমু বলেছেন: আশির্বাদ খুব জরুরি ;)

১১| ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৯

আহমেদ জী এস বলেছেন: শাব্দিক হিমু ,




মাতাল সমর্পণ ?
শেষের লাইনটির ---ভালোবাসি তোমায়! ভালোবাসি তোমায়! ভালোবাসি তোমায়! এটা দেখে সাথের লিংকটি দিতে ইচ্ছে করলো - নিঃসঙ্গী বর্ণমালা

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৫

শাব্দিক হিমু বলেছেন: আপনার লেখাটা অসাধারন লেগেছে। শুভেচ্ছা জানবেন।

১২| ০৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:৫৮

মারিয়া ফেরদৌসী বলেছেন: ভালো লেগেছে।

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৩

শাব্দিক হিমু বলেছেন: প্রতিটা ভালো লাগা আমাকে উৎসাহীত করে। সামনে এগিয়ে যাবার প্রেরণা। ধন্যবাদ।

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৩৬

নীলপরি বলেছেন: বাহ , বেশ ভালো লাগলো ।

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১০

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ। উৎসাহবোধ করছি। শুভেচ্ছা জানবেন।

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১:০৬

ভ্রমরের ডানা বলেছেন:


সময়ের সাথে সাথে এই ঊইংগুলো আর লাগবে না আপনার। সে কামনাই করি।


সহস্র কষ্টের রেখারা ছিড়ে যাবে,
বিষাদের আকাশ ভেঙে পড়বে সুখের বিষুব রেখায়!
আমাকে আশির্বাদ করো, দেবী! একটিবার! + + +

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৮

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

শুভেচ্ছা।

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭

গেম চেঞ্জার বলেছেন: চমৎকার একটি কবিতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.