নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

রন্ধ্র!

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:২৪

আজ তোমায় আমি আবৃতি করবো।
তুমি কবিতা হও।
আজ তোমায় নাম দেবো চন্দ্রমল্লিকা, মোহন্দ্রী।
তুমি জোসনায় মেশো, প্রশান্তি হও।

আজ তোমায় লিখবো
অক্ষরে হরফে বর্ণমালায়,
তুমি অনুভূতি হয়ে মিশে যাও
শব্দ, বাক্য, কাব্যে।
আজ সুরের মুর্ছনায় তোমায় গাইবো,
তুমি সঙ্গিত হয়ে বেজে উঠো
রন্ধ্রে রন্ধ্রে।

আজ তোমাতে আমি বরন করবো
বন্দিত্ব,
তুমি শিকল হও।
আজ তোমার বুকে আমি ডানা মেলবো
তুমি শুন্যতায় মেশো,
উন্মুক্ত আকাশ হও।

তোমায় দিয়ে আজ আমি সুখ আঁকবো,
তুমি রঙতুলি হও!
চন্দ্ররেখায় তুমি হও প্লাবন, আমি ভাসতে চাই।

মন্তব্য ২১ টি রেটিং +৭/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৬

নাজনিন সন্ধি বলেছেন: আজ তোমায় আমি আবৃতি করবো।
তুমি কবিতা হও।
---- সুন্দর --------

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৫

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ জানবেন।

২| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪০

সুর বেসুর বলেছেন: বেশ বেশ চমৎকার

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৫

শাব্দিক হিমু বলেছেন: চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: দারুন +++
আজ তোমার বুকে আমি ডানা মেলবো
তুমি শুন্যতায় মেশো,
উন্মুক্ত আকাশ হও।


বেশ এই তো চাই ।
ভাল লাগল কবিতা
শুভেচ্ছা জানাই ।

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৪

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ জানবেন। অনুপ্রাণীত হলাম।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৬

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো..,, অভিনন্দন

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৭

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ জানবেন। অনুপ্রেণীত হলুম।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাঅপূর্বতায় অনন্ত মুগ্ধতা!!

৬| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অপূর্বতায় অনন্ত মুগ্ধতা!!

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৬

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ জানবেন

৭| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫২

আহমেদ জী এস বলেছেন: শাব্দিক হিমু ,



কারো তুলে দিয়ে যাওয়া তুমুল প্লাবনে ভেসে যাওয়ার কবিতা ।
বেশ হয়েছে ।

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৫

শাব্দিক হিমু বলেছেন: ভেসে যাওয়ার মাঝেই থেকে যাওয়া!

৮| ১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

সাদা মনের মানুষ বলেছেন: আজ তুমি সুপার মুন হও, আমি ছবি তুলবো সারারাত জেগে জেগে :D

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫১

শাব্দিক হিমু বলেছেন: ;) ;) ;)

৯| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৭

সাবিনা বলেছেন: বেশ চমৎকার

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৯

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ জানবেন। অনুপ্রাণীত হলাম।

১০| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৩৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এই চন্দ্রের জোয়ারে ভাসিতে ভাসিতে এমন কবিতা মনটা অগোছালো করে দিলো।

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৬

শাব্দিক হিমু বলেছেন: অগোছালো মন নিয়েই লেখা ছিল কবিতাখানা, চন্দ্রকে সাক্ষি রেখেই ভাবনাটা ভেবেছি।

১১| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:২৫

অভিলাষ মাহমুদ বাকলিয়া বলেছেন: ভালো লাগলো প্রিয়..।

ভালো লাগলো প্রিয়..।

আজ তোমাতে আমি বরন করবো
বন্দিত্ব,
তুমি শিকল হও।
আজ তোমাতে আমি বরন করবো
বন্দিত্ব,
তুমি শিকল হও।

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৭

শাব্দিক হিমু বলেছেন: অনুপ্রেণীত হলাম। ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.