নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

কবি ব্লগার ও একজন বিরাট চোর! =p~ B-) :#)

০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

সামুতে নিয়মিত লেখালেখি করা একজন ব্লগার এত্তবড় চোর হয় কিভাবে!!!?
আমাদের ব্লগার ভাই 'রাসেল রুশো' ভাই http://www.somewhereinblog.net/blog/RaselRosu একজন কবি মানুষ। সামুর পাশাপাশি তিনি অনেক ব্লগ ও ওয়েবসাইটে লেখালেখি করেন।


তেমনি http://banglarkobita.com/user/profile/1858 amar kobita নামক একটা কবিতা বিষয়ক ওয়েবসাইটেও তিনি একজন নামকরা কবি। কিন্তু দুঃখের বিষয় হলো তিনি অন্যের কবিতা হুবুহু কপি পেষ্ট করেন। দাঁড়ি কমা সহ। কবিতার নামটা পর্যন্ত বদলাতে পারেন নি তিনি। X(( আমার 'বাজি' কবিতার নাম দিয়েছেন 'বিলাসিতার বাজি'। =p~

এই হলো সামুতে প্রকাশিত আমার 'বাজি' কবিতাঃ Click This Link
আর এই হলো উনার লেখা 'বিলাসিতার বাজি' কবিতাঃ http://banglarkobita.com/poem/view/31436

আপনারাও একটু দেখে নেন। আপনাদের কবিতাও থাকতে পারে ;)

মন্তব্য ৪৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

দুপুরের সন্ধে বলেছেন: ha ha ha how come man, how come! =p~

০২ রা জুন, ২০১৭ রাত ৮:২০

শাব্দিক হিমু বলেছেন: চুরি করার জন্যও একটা মেধা লাগে। এই চোরের সেই মেধাটাও নেই :D

২| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

নাগরিক কবি বলেছেন: =p~

০২ রা জুন, ২০১৭ রাত ৮:২১

শাব্দিক হিমু বলেছেন: :P

৩| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: #:-S

৪| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:০১

ধ্রুবক আলো বলেছেন: অবাক কান্ড!!!

কোনো একশন নিচ্ছেন না কেন? একশন নিলেই এগুলোর উচিত শিক্ষা হবে।
আর ইচ্ছে মতন লজ্জা দিন, লাইনে এসে পড়বে।

০২ রা জুন, ২০১৭ রাত ৮:২৪

শাব্দিক হিমু বলেছেন: মনে হচ্ছে আরো দু একজনের কবিতা পাওয়া যাবে ওখানে। কারন সে সামু থেকে কবিতা নিয়ে সেখানে পোষ্ট করে। হতে পারে ওখানকার কারো কবিতা নিয়ে সামুতে পোষ্ট করে :P

সবাই মিলে ধরে এই ধরনের লেখাচোরদের সাইজ করা উচিত। গত বইমেলাতেও লেখাচোরদের রমরমা ছিল।

৫| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:০৭

দেলাওয়ার জাহান বলেছেন: :-B X(

৬| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:১১

রাবেয়া রাহীম বলেছেন: তিনি একজন বিশিষ্ট লেখা চোর X(

আপনার লেখাটি তার একটু বেশীই পছন্দ হয়েছিল ।

০২ রা জুন, ২০১৭ রাত ৮:২৬

শাব্দিক হিমু বলেছেন: শিল্প স্বত্ত্বা ওয়ালা মানুষদের এই ধরনের কাজ করার কথা না। এই তথাকথিত কবি সম্ভাবত শিল্পস্বত্ত্বা চোর :D :P

৭| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:১২

সুমন কর বলেছেন: তার বিবেক নেই, শিক্ষা নেই !! তাই সে চুরি করে, কবি হতে চায় !!

০২ রা জুন, ২০১৭ রাত ৮:২৯

শাব্দিক হিমু বলেছেন: এগুলোরে চিহ্নিত করে সবার সম্মুখে তুলে ধরা উচিত।
কবি হতে হলে কষ্ট করে লিখুক।

৮| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:৩৮

পংঙ্কজ অধিকারী বলেছেন: কপি পেষ্ট

০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:৫৪

শাব্দিক হিমু বলেছেন: একদম শতভাগ। দুপাচটা লাইন যদি চেইঞ্জ করে নিজের থেকে লিখতো তাও বুঝতাম সামান্য হলেও মেধা আছে এই কবি নাম ধারী চোরের। সেটাও করেনি।
নির্লজ্জ চোর।

৯| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: আধুনিক কবিতার চোর বেশি -- -

০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:৫৭

শাব্দিক হিমু বলেছেন: তা অবশ্য ঠিক। আধুনিক কবিতা মানুষের মনের একটু বেশি কাছাকাছি যেতে পারে, কারন সেখানে ছন্দ আর মাত্রা নামক ব্যারিয়ার নেই। কিন্তু যিনি কবিতা লিখতে পারেন নিজে, সে কেন চুরি করতে যাবে? অবাক কাণ্ড।

১০| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:০২

ভ্রমরের ডানা বলেছেন: ধিক্কার জানাই এইসব চোরদের!

০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:৫৮

শাব্দিক হিমু বলেছেন: সহ ধিক্কার :D

১১| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:১৬

অর্ক বলেছেন: মহাচোর!

০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:৫৯

শাব্দিক হিমু বলেছেন: মহাচোরের মহাকবি হয়ে ওঠার চেষ্টা। হা হা হা

১২| ০২ রা জুন, ২০১৭ রাত ১০:০৭

বালাম সিটিকে বলেছেন: কোন মনমানসিকতা নিয়েযে এরা জন্মেছে -- এরা লেখক নামের কলংক
---আমি যখন কিছু লিখব বলে লেখনী তুলে নেই- তখন বার বার চিন্তা করি যে, আমার নিজের পুর্বের কোন লিখার সাথে মিল হয়ে যাচ্ছে কিনা! অথচ কি সাহসী চোর এরা ! ---

০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:০১

শাব্দিক হিমু বলেছেন: জঘন্য মানসিকতা নিয়ে এরা আমাদের চারপাশে দিব্যি জ্ঞানীর মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। এদের মুখোশ উন্মোচনে আসুন সোচ্চার হই।

১৩| ০২ রা জুন, ২০১৭ রাত ১০:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাবছি ,এখন থেকে চুরি বিদ্যা আয়ত্ত করব আর নিজের মাথা খাটিয়ে কবিতা লেখে লাভ কি !! ;)

০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১০

শাব্দিক হিমু বলেছেন: হা হা হা, এরকম একটা ধরা খাইলে তখন কি হবে? একবার ভাবুন :D ;)

তবে হা ধরা না পড়লে চুরি বিদ্যে মন্দ না। :P

১৪| ০২ রা জুন, ২০১৭ রাত ১০:৪৯

কানিজ রিনা বলেছেন: শীদেল চোর আর কি,এই হোল সাত দিন
চোরের একদিন গৃহস্তোর। ধন্যবাদ,

০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১১

শাব্দিক হিমু বলেছেন: হ্যা, সেরকমই। পাপ অনেক বেশি হয়ে গিয়েছিল বেচারার।। :D :P

১৫| ০৩ রা জুন, ২০১৭ রাত ১:৫০

সচেতনহ্যাপী বলেছেন: এভাবে ধরিয়ে দেয়ার পরও এদের অবস্থা, মেরেছে অনেক তবু কান ধরাতে পারে নাই!!

০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২০

শাব্দিক হিমু বলেছেন: :D :P

১৬| ০৩ রা জুন, ২০১৭ রাত ২:৫১

উম্মে সায়মা বলেছেন: আহারে হিমু :| দুঃখজনক। সারাজীবন শুনেছি মানুষের এটা সেটা জিনিস চুরি হয়। সামুতে এসে জানতে পারলাম গণহারে লেখা চুরি হচ্ছে। X(( এর বিরুদ্ধে কার্যকরী এ্যকশন নেয়া দরকার।

০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

শাব্দিক হিমু বলেছেন: আর বলোনা সায়মা, লেখা লিখে শান্তিতে ঘুমানোর উপায় নেই :D চোরের আনাগোনা। ঘুটঘাট শব্দ। :P
অ্যাকশন আর কি নিবো বলো। এভাবে পোষ্ট করা ছাড়া এই ভার্চুয়াল চোরদেরকে ধরার কোন উপায় নেই।

১৭| ০৩ রা জুন, ২০১৭ সকাল ৮:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: এই সব চোরদের গালি দিতেও ঘৃনা হয়।

০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২০

শাব্দিক হিমু বলেছেন: চলেন গালি না দেই এই চোরগুলোরে :P

১৮| ০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো করেছেন ভাই চোর চিনিয়ে দিয়ে। সাধারণ ফেসবুকার চুরি করা আর একজন ব্লগার বা নামকরা কবির চুরি করা অনেক তফাৎ। এমন চোরকে কবি বলা যায় কিনা সুন্দর নাম চোর রেখে তাই ভাবছি ও জানার ইচ্ছা।
আপনার প্রতি কৃতজ্ঞতা চোর ধরিয়ে দেয়ার জন্য।
প্রিয়তে থাকুক এই বিখ্যাত চোর পরিচিতি, যাতে আর অনেকে চিনতে পারেন এই বিখ্যাত চোরকে।

০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২১

শাব্দিক হিমু বলেছেন: অনেক ধন্যবাদ এই পদক্ষেপ নেবার জন্য। আমিও নিজেও প্রিয়তে নিয়ে রাখছি। চোর পরিচিতি ঘরে ঘরে পৌছে যাক। :D

১৯| ০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৪৪

নীলপরি বলেছেন: কি ভয়ানক কান্ড ! ধন্যবাদ পোষ্টের জন্য ।

০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২২

শাব্দিক হিমু বলেছেন: হ্যায়, খুব ভয়ানক কাণ্ড। :(

২০| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: লজ্বাও লজ্বা পাবে তাদের নিলর্জ্বতা দেখলে পরে!!!!

কবির হৃদয় থেকে এক সমুদ্র ঘৃণা আর অভিসম্পাত!
গতবছর এক চোর কবির প্রতিকৃতি নিয়ে লিখেছিলাম .. ছবি সহ!

কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী- চুরি চলছেই!!! সামু অন্তত কপি পেষ্ট সিস্টেমটা বন্ধ করতে পারে। তাতে এত গণহারে চুরি হবে না। বিিভন্ন নাইটে কন্টেন্ট কপি প্রটেকশন দেয়া দেয়া! শুধূ নরমাল প্রটেকশন নয়- কারণ তাতে জাভাস্ক্রীপ্ট অন অফ করে কপি কাজ করে নেয়া যায়। সামু আশা করি সামুর কপিরাইট হিসাবেই কাজটার বিষয়ে ভাববে।

০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

শাব্দিক হিমু বলেছেন: হ্যা কপিপেষ্ট সিস্টেম বন্ধ করলে চুরি কমতো সত্য, কারন এগুলো অলস চোর, কোন কিছু না বদলিয়েই কাজ চালাতে চায়। :D

সামুর দৃষ্টি আকর্ষন করছি।

২১| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:০৪

নতুন নকিব বলেছেন:



চোরদের উপরে এত খ্যাপ্পা ক্যারে হগ্গলতে!

একটু আধটু কবিতাই তো চুরি করে!

বেচারা কবি হওয়ারও শখ! এই শখটারই যত দোষ!

চোর চিনিয়ে পোস্ট দেয়ায় অসংখ্য ধন্যবাদ।

০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

শাব্দিক হিমু বলেছেন: না ক্ষেপে করি বলুনতো দাদা। চোরগুলো অনায়াসে অন্যের সৃষ্টি নিজের নামে চালিয়ে দিচ্ছে, এতো আর অর্থ ভান্ডার নয়, সৃষ্টিশিলতা, সহ্য করি ক্যামনে।

সকলে একটু চোখ কান খোলা রাখলে চোর চিনতে আমাদের সকলেরই সুবিধে হয়ে।

২২| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১১:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: এরকম বহু হয়। হচ্ছে।

০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

শাব্দিক হিমু বলেছেন: হ্যা তা হয়, হবে। তবে আমাদের চোখে যেগুলোকে প্রতিহত করতে হবে, তাতে প্রবনতা কমবে, চুরিও কমবে।

২৩| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গরীব বলে কথা!

০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০২

শাব্দিক হিমু বলেছেন: এই গরীবানা শিল্পস্বত্তা নিয়ে কবি হবার সাদ করাতো তাহলে পাপ। এগুলোরে বুঝানো উচিত এ জগত তাদের জন্য নয়।

২৪| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:০৮

অর্ক বলেছেন: না এভাবে চুপচাপ বসে থাকা যায় না! অন্যের কবিতা এভাবে নিজের নামে চালিয়ে দেয়া! এমনকি এভাবে গোপনে চুরির কবিতা দিয়ে কাব্যগ্রন্থও বের করে ফেলতে পারে শালা। ওকে পাব্লিক প্লেসে কান ধরে উঠবস করানো উচিৎ। এরকম এক চোরের সন্ধান পেয়েছি এই ব্লগে। ফেসবুক পেজে দেখেছিলাম আমার কবিতা শিরোনাম কেটে কপিপেস্ট করেছে। তবে ও অবশ্য এরকমভাবে কবিতার নিচে নাম দেয়নি। এটা নিয়ে উত্তেজিত হয়ে ব্লগে ছোট একটা পোস্ট দিয়ে পরে ডিলিট করেছিলাম। কয়েকদিন আগে আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম ব্লগে অনলাইনে ওর নাম দেখাচ্ছে, আঁতকে উঠলাম! মনে হলো কবিতা শিকারে বেরিয়েছে। কিন্তু এ তো দেখছি একেবারে মানে শরীর থোকে কাপড় খুলে নিয়ে যাওয়া চোর! চুপচাপ থাকবেন না। ওর ঠিকানা সংগ্রহের চেষ্টা করুন। একদিন সবাই মিলে ধরে আচ্ছা মতো ধোলাই দিয়ে কান ধরে উঠবস। উফ শালার একেবারে এতো কবি হওয়ার ভুত চেপেছে মাথায়! শালা অসভ্য ইতর নীচ মাথা খাটিয়ে কবিতা লেখ শালা, আরেকজনের জিনিস চুরি করতে খুব মজা না! সরি একটু আধটু স্ল্যাং'র কিন্তু উপায়ও নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.