নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভেতর থাকি!

আহমেদ সাঈফ মুনতাসীর

জীবন জুড়ে থাকা পরাজয়, হয়েছে ম্লান চিরকাল!

আহমেদ সাঈফ মুনতাসীর › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম বিসিএস অভিজ্ঞতা

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৭



গতকাল সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয়ের বন্ধু- মাহমুদুল হাসান আমাকে 'ক্যাডার বন্ধু' বলে ডাকছে! জীবনের প্রথম বিসিএস পরীক্ষা দিতে যাবো,তাই।
এবছর বন্ধু মাহমুদেরও প্রথম বিসিএস পরীক্ষা। এর আগে এ ধরনের সুযোগ থাকলেও, আমরা নিতে চাইনি। যাইহোক, কথোপকথনের এক ফাঁকে বন্ধু জিজ্ঞেস করলো-
- এক্সাম কয়টায় রে?
- ১০টায় । ৯টার মধ্যে হলে থাকতে হবে।
-ওহ ম্যান! তাইলে তো এডমিট প্রিন্ট দিতে হবে! সকালে তো দোকান খোলা পাবো
না!

গালি দিয়ে বললাম- পড়তে বস। 'পরীক্ষার আগের রাতে পড়তে বসে' যে কত কত এক্সাম আন্ডারগ্রেডে পার পেয়ে এসেছি তার হিসাব ভাই! তাই 'লাস্ট নাইটের' পড়ার শক্তিটা বেশ বুঝতে পারি!

খুব ভোর। সকাল সকাল 'বেস্ট অব লাক' ফোন পেয়ে ঘুমটা ভাঙ্গলো। ঘুম-ঘুম চোখে দাঁত ব্রাশ করতে করতে মোবাইল স্ক্রল করে দেখি সকাল ৭টা ৩৭ মিনিট। হুড়মুড় করে হুডিটা পড়ে তিনটা কলম আর এডমিট কার্ড নিয়ে বের হলাম।
পকেটে মোবাইল মানিব্যাগ কিছুই নেই। অনেকদিন পর সকাল বেলা নিজেকে ভারমুক্ত ও হালকা মনে হলো। এই অনুভূতিটা দারুন। মোবাইল/মানিব্যাগ ছাড়া যে বের হওয়া যায় এইটাতো আমরা প্রায় ভুলতে বসেছি!
মৌচাক মোড়ে গেলাম। টার্গেট আয়াত বাসে করে মিরপুর যাওয়া। মৌচাকে পৌছেই মনে হলো- এ যেন রাজনৈতিক সভা! এতো মানুষ ক্যান?
চালাকি করে হেটে হেটে আরো পিছনে গেলাম। সেখানেও সেম অবস্থা। প্রচুর ভিড় ঠেকে নিজের পুরো শরীরটাকে কোনমতে নিয়ে বাসে করে রওনা হলাম গন্তব্যের দিকে। বাসে ছেলে-পেলে সেই পড়ছে! কেউ কারো সাথে কথা বলছে না। এসএসসি পরীক্ষার প্রথম পরীক্ষার অনুভূতি যেন!
মনিপুর হাই স্কুলের বালিকা ভবনে সিট পড়েছে। খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হয়নি। পরীক্ষা রুমের ভিতর ঢুকেই প্রথম চোখে পড়লো- লাস্ট বেঞ্চের ছেলেটাকে ঠিক কি করে 'ম্যানেজ' করে যাচ্ছে পাশের মেয়েটা। বোকাচোদা ছেলে। চেহেরার মধ্যে ভাবটা ফুটে উঠলো। মেয়ের এক হাসিতে যে তার 'BCS ( বোকা-চোদা সাঁজা)' হয়ে গেছে বুঝে গেলুম। স্যার ক্লাস রুমে প্রবেশ পর্যন্ত মেয়েটা ছলনার হাসি হেসে ছেলেটাকে ম্যানেজ করে নিলো।
আমার আগে পিছে সবাই বেশ 'বয়স্ক'। চেহেরার মধ্যে চিন্তার ছাপ। আমি খুব রিলাক্স ছিলাম। গুন গুন করে গান গাচ্ছি- বাহির পানে, চোখ মেলেছি বাহির পানে...।।
প্রশ্নের উওর উলটো দিক থেকে শুরু করা পুরোনো অভ্যাস। প্রশ্নে খুলে এক মিনিটের মধ্যে বুঝে গেলাম প্রশ্নপত্রে ভুল। নিজেকে বিজ্ঞ প্রমাণের ইচ্ছেনেই বলে চুপচাপ ছিলাম।
ম্যাথ, আইসিটি, বিজ্ঞান আর মূল্যবোধের প্রশ্নগুলো ভালো লেগেছে। বাংলা'র উওর দিতে এসেই যত বিপত্তি। প্রশ্ন এসেছে-
'FOR God's sake hold your tongue, and let me love' উক্তিটি কার।
প্রশ্ন দেখেই রোমান্টিক অনুভব!
এ লাইন আমি পড়েছি শেষের কবিতায়! আমি জানি এ লাইন রবি'দার! কিন্তু রবি'দা যে এই লাইন আরেকজন থেকে নিয়েছেন তা কি আমি জানি বাপু! বাসায় এসে জেনেছি ইহা John Donne এর উক্তি।

যাইহোক, পরীক্ষার কোন প্রিপারেশন ছিলোনা। খুব রিলাক্সে পরীক্ষা দিয়েছি বলেই হয়ত বেশ কয়েকটা হয়েছে। বিসিএস গ্রুপের মাধ্যমে উত্তর পেয়ে হিসেব করেছি ১০০টার উপর সঠিক হয়েছে! যা আমাকে কনফিডেন্স দিচ্ছে আগামী বিসিএস-এ অংশগ্রহন করার। তবে হ্যা, ভুল উত্তরের সংখ্যাটাও নেহাত কম নয়। ৫০ এর মত!

নেক্সট বার এক্সাম দিবো। দেখি কি হয়!

মন্তব্য ৩৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: স্বাগতম!

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ক্লাসরুমে নারীর ছলনা, ক্লাস ফাইভে শুরু- বিসিএসে শেষ! :P

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৩

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: হা হা হা । তা বটে, তা বটে, ঠিক!

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৬

জগতারন বলেছেন:
আমি আপনার সৌভাগ্য কামনা করি।
বিধাতার কাছে প্রারথনা করি বাংলাদেশের সকল মেধাবী যুবক ও যুবা'রা তাদের মেধার স্বাক্ষর রেখে এ পরীক্ষায় পাশ করে কাংখিত লক্ষে আগাইয়া যেতে পারে ।

ঠিক এক্ষন আমার এক মেধাবী বন্ধুর করুন ও মায়াময় দু'টি চোখ আমার মনে ভেসে উঠছে। নিত্যান্ত গরীব ঘরের একটি ছেলে খুলনার অজ পাড়াগা থেকে উঠে এসেছে। ঢাঃ ইউঃ থেকে ইতিহাস নিয়ে বিঃ এঃ স্মমান ও এম পাশ করেছে কয়েক বছর আগে। ডিসেম্বর মাস, ২০১৭ -এর প্রথম দিকে বলেছিল সেও এ মসে এই পরীক্ষা দিবে। এর আগেও কয়েক দিয়েছিল কিন্তু চাকরী হয়নি হোমরা-চোমড়া ও কোঠা'র বিরম্বনায়।

ইয়া আল্লহ! বাংলাদেশের সকল মেধাবী যুক ও যুবাদের সহায় রেখো। -আমীন

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০১

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: জ্বি ধন্যবাদ। দোয়া রাখবেন।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরীক্ষা রুমের ভিতর ঢুকেই প্রথম চোখে পড়লো- লাস্ট বেঞ্চের ছেলেটাকে ঠিক কি করে 'ম্যানেজ' করে যাচ্ছে পাশের মেয়েটা। বোকাচোদা ছেলে। চেহেরার মধ্যে ভাবটা ফুটে উঠলো। মেয়ের এক হাসিতে যে তার 'BCS ( বোকা-চোদা সাঁজা)' হয়ে গেছে বুঝে গেলুম। স্যার ক্লাস রুমে প্রবেশ পর্যন্ত মেয়েটা ছলনার হাসি হেসে ছেলেটাকে ম্যানেজ করে নিলো।
সমাজে এমন বোকাদের সংখ্যা বেশী। অবজার্ভেশন যার এমন নিখুঁত সে বিসিএস-এ পাশ করা উচিত...

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১১

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: এইবার মনে হয়না হবে, নেক্সট বার ইনশাল্লাহ।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৯

সুমন কর বলেছেন: আপনার অভিজ্ঞতা পড়ে মজাই পেলাম। আগামী বিসিএস-এর জন্য বেস্ট অব লাক।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১১

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৬

নূর-ই-হাফসা বলেছেন: এই লাইন আমি পড়েছি শেষের কবিতায় ..........এই প‍্যারাটা পড়ে খুব মজার লাগলো ।
আপনি ১৫০ এর উপর উত্তর করেছেন তাহলে ।
প্রিপারেশন ছাড়া ১০০ এর উপর ভালোই কিন্তু ।
অভিজ্ঞতা টা ভালো লাগলো ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৪

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: হ্যা। শেষের কবিতার এই একটা লাইন কেবল মনে আছে। সেই ক্লাস টেনে 'শেষের কবিতা' শেষ করসি। এতদিন পর এসে কি আর মনে থাকে উক্তিটি কার!
হ্যা কোন প্রিপারেশন ছাড়া ১০৫টা হয়েছে। ম্যাথ, আইসিটি,বিজ্ঞান আর ইংলিশের কল্যানে। নেক্সট বার সিরিয়াসলি দিবো ইনশাল্লাহ।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১০

চাঁদগাজী বলেছেন:


বিসিএস দিয়ে, সরকারী চাকুরী নেয়া মানে জাতির সম্পদ দখলের চাবি যোগাড়, ও ১ম দিন থেকে রিটায়ারমেন্টে চলে যাওয়া?

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৬

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: আরো ক্লিয়ার করেন! কি বুঝাইতে চাচ্ছেন?

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: বিসিএস পরীক্ষা নিয়ে আমার দারুন অভিজ্ঞতা। ২৭,২৮,২৯ তিনটি বিসিএস এর প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ হৈ। আর ২৮ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেই বিকেলে জেল থেকে বের হয়ে পরদিন সকালে। প্রস্তুতি বলতে পবিত্র শহীদ মিনারে কয়েক মাস আন্দোলন!! আমি যদি মূত্র বিসর্জনও করি অনেক বিসিএস এডমিন পুলিশ ভেসে যাবে।১/১১ সরকার এসকেসিনহা আমাকে বাঁশ দিয়ে দিল।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: কি হয়েছিলো ভাই? কিসের আন্দোলন করছিলেন?

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৩

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: পোস্টে বহু হা-হুতাশ করা লোকজন দেখতে পাচ্ছি।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: স্বাভাবিক!

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভালোই বলেছেন জীবনের প্রথম বিসিএস দিলাম সামনে আরও ৪-৫ টা বছর সময় পাবো। তবে বাংলা আর সাহিত্য সম্পর্কে ধারনা না থাকায় এইবার মিস হতে যাচ্ছে হয়ত। ৫ বছর ঢাকার লাইফে প্রথম বেইলী রোডে প্রবেশ করলাম বিসিএস এর কল্যাণে। আর অপরিচিত জায়গায় মোবাইল ছাড়া যাওয়া সম্পূর্ণ অন্যরকম অনুভুতি। আসলে গুগোল ম্যাপ আমাদের এভাবে অসামাজিক করে তুলেছে যে যেখানেই যাই হারাবার ভয় নাই। বিশেষ করে গিয়েছি পাঠাও ব্যবহার করে কিন্তু মোবাইলের অভাবে আসার সময় বাসে করে আসতে হয়েছে। বাসের রুটও জানি না কিন্তু মৎস্য ভবনের পর থেকে চিনতাম সুতরাং ট্র্যাফিক পুলিশ আর স্থানীয় মানুষের চেনানো পথে চলে গন্তব্যে পৌঁছে গেলাম।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২০

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: আমারও সামনে আরো ৪টা বিসিএস দেয়ার সুযোগ আছে। এর আগে দুইটাতে দেয়ার সুযোগ ছিলো কিন্তু দেইনি। এইবার পরীক্ষা দিয়ে মনেহলো- নেক্সটবারেরগুলো ট্রাই করা যেতে পারে!

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: যে পর্যন্ত বয়স থাকবে, পরীক্ষা অবশ্যই দিবেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: জ্বি ভাই, দিবো- সিদ্ধান্ত নিয়ে ফেলসি।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: সবারই কাংখিত পরিক্ষা, চ্যান্স পাইলেই লাইফ ফকফকা

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: কিন্তু অনেকেই এ ফকফকা লাইফ চেয়ে জীবন হতাশায় নিমজ্জিত হয়েছে।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১২

আল ইফরান বলেছেন: আপনার অনাগত ভবিষ্যতের জন্য অনেক শুভ কামনা।
তবে সতর্ক থাকবেন, বিসিএস নামক এই মরিচীকার পেছনে ছুটে অনেক মেধাবী ছেলেমেয়ের জীবন হতাশায় ডুবে যেতে দেখেছি বিগত অর্ধ-দশক জুড়ে। বিকল্প কিছু হাতে রেখে সামনে এগুনোর পরামর্শ রইল।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ধন্যবাদ ইফরান ভাই, আপনার পরামর্শের জন্য। আমি আসলে চাকরি করছি এবং আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিসিএস ক্যাডার হয়ে ব্লগ ছেড়ে চলে যাবেননাতো আবার ???

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৯

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ব্লগের নেশা বড় নেশা ভাই!

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ব্লগের নশায় যতটা মজে আছি বিসিএস এর নেশা অতটা এখনো আমার অন্তরে প্রবেশ করতে পারে নাই।।

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২০

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: বিসিএসকে নেশা হওয়ার মত কিছু দেখিনা। এইটা জাস্ট একটা এক্সাম। এর জন্যে কুলুর বলদের মত খাটতেও আমি রাজিনা!

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ব্লগের নেশায় যতটা মজে আছি বিসিএস এর নেশা অতটা আমার অন্তরে প্রবেশ করতে পারে নাই এখনো।।

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

জাহিদ হাসান রানা বলেছেন: পড়ি মাইক্রোবায়োলজি।৪ বছর ভাইরাস ব্যাক্টেরিয়া মাথায় ঢুকানোর পর বাবা মার কথা একটাই বিসিএস।আমাদের পোলাপানগুলো বেশীর ভাগই দেশ ছাড়ে কিন্তু আমার মা কখনই মনে হয় যাইতে দিব না তাই এবং অতঃপর বিসিএসের আমিও একজন যোদ্ধা।। B-)

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২১

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: চাকরি নেন। চাকরির পাশাপাশি পড়াশোনা করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.