নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“পাহাড়ের কান্না গুলা গড়িয়ে সমুদ্রে আঁছড়ে পড়ে ঢেউ তোলে, আর সেই ঢেউয়ে ভাসিয়ে তলিয়ে নিয়ে যায় জীবন তরী”

সৈকত মিত্র বড়ুয়া

❝পাহাড়ের কান্না গুলা গড়িয়ে সমুদ্রে আঁছড়ে পড়ে

সৈকত মিত্র বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

অন্ধকার ভেঙ্গে আলো আসবে বলে এখনো স্বপ্ন দেখি

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ৮:২২

ভারতের সমস্যায় অন্ধকারে বাংলাদেশ! আজ কবস্থানে পরিনত হয়েছে সারা দেশ! স্থবির হয়ে পরেছে লক্ষ লক্ষ উৎপাদন শিল্প কল কারখানার সোনার বাংলাদেশ!



ভারতকে সবাই গালি দেয়। ভারতের একটা ষ্টেশনে গন্ডগোলের কারনে সারাদেশ আজ অন্ধকার। মাত্র কয়েক ঘন্টার জন্য যদি এমন হয়, তাহলে এক মাস কিংবা এক বছর হলে বাংলাদেশটা যাবে কই ? তার মানে আমাদের নিজেদের বলতে কিছুই নাই , আমরা পরনির্ভরশীল! যারা ভারতীয় চাউল,শাড়ি,পেঁয়াজ,আলু,মসলা, গরু ইত্যাদি খেয়ে ভারতকে গালাগাল করে তাদের বলতেছি মাঝে মাঝে অনেক ইস্যুতে আমিও ভারতকে অপছন্দ করি।



তবে এখন চিন্তা করতেছি আসলেই আমাদের নিজস্বতা বলতে চুরি ছাড়া আর কিছুই নাই। সেটায় প্রমাণ করে আজকের অন্ধকার যুক্ত বাংলাদেশ। কোন জিনিসটা আমরা ভাল ভাবে উৎপাদন করতেছে সেটায় এখন প্রশ্নের মুখোমুখি। আজকে যে শিশু গুলা পৃথিবীর বুক আলো করে জন্মাবে যদি কর্মফল বসত তাদের জন্ম এই দেশে হয়, তাহলে জন্মগ্রহন করবে একটি অন্ধকার যুক্ত দেশে। যখন বড় হবে নিজে বুঝতে শিখবে তখন মনে মনে চিন্তা করবে অন্ধকার দেশে জন্মগ্রহন করেছি জীবনটায় তো আসলে অন্ধাকারে ভরা। আলো কবে আসবে সে চিন্তায় ছেলেটা দিন পার করবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

খেলাঘর বলেছেন:

ধৈর্য্য ধরেন, এটা সামান্য সমস্যা।

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: ধৈর্য্য ধরে আছি বলেই স্বপ্ন দেখি সোনার বাংলার। ধন্যবাদ :)

২| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ৯:৪০

নীলপরি বলেছেন: আপনার আত্মস্মালোচনাঅপড়ে ভালো লাগলো ।

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: যদি সত্যিই কারো ভাল লেগে থাকে তাহলেই লিখার সার্থকতা :) ধন্যবাদ আপনাকে।

৩| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

নীলপরি বলেছেন: অযথা মিথ্যা বলব কেন ? সত্যিই ভালো লেগেছে । :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪২

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: তাইতো সত্যি করেই ধন্যবাদ দিলাম আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.