নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://web.facebook.com/salauddin.shahria

সালাউদ্দিন শাহরিয়া

আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া

সালাউদ্দিন শাহরিয়া › বিস্তারিত পোস্টঃ

তাবিজ

০৯ ই জুন, ২০১৭ রাত ১২:০৫

সালাউদ্দিন শাহরিয়া

মুসলিম তুমি ইসলাম বিশ্বাসী,
কেন ভন্ডের হাতে তোমার পালা।
তাবিজ দিয়ে ব্যবসা করে ঐ ভন্ড পীরেরা,
মুরিদ হয়ে তুমি কেন যাও ঐ ভন্ড পীরের মেলায়।

তাবিজের কথা হাদিসে আছে শিরকের তুলনায়,
না জানলে জেনে নাও আমার এই কবিতায়।
হাদিসে আছে তারা মানে শর্ত দিবে তোমায়,
অমুক পীর তাবিজ দিছে ভন্ডের ফতুয়ায়।

নবী, সাহাবী, তাবেঈ ও তাবেঈ দিতে পারেনা প্রমাণ,
তারা দিবে ভন্ড পীরের তাবিজ দেওয়ার প্রমাণ।
পকেট চলেনা ধান্দা তাদের বুঝতে হবে তোমার,
শয়তান তোমাকে বশ করেছে তাদের মুরিদ বেলায়।

ব্যবসাকে করেছেন হালাল আল্লাহ তায়ালা,
হারাম করেছেন সুদ।
তাবিজের ব্যবসা করে তারা,
মুশরিকের শামিল।

নিজে বাঁচ অন্যকে বাঁচাও,
শিরক মুক্ত হও।
জান্নাতের সন্ধান পাবে তুমি,
সঠিক পথে চলো।




মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৭ রাত ১:৪৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: তাবিজ। :-<
এই একটা জিনিশ আমাদের সকল কুসংস্কার এর জন্য অন্যতম ভাবে দায়ী।
কবিতা ভালো লাগলো। :)

২| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:০০

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: এর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে। কেন মানুষ শিক্ষিত হয়েও তাবিজ কবজ গলায় দেয়। আর তাবিজ তো শিরক। ওকে ধন্যবাদ দ্যা ফয়েজ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.