নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

আমি মৌলবাদি হয়ে যাব

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮




ইদানিং আমার খুব খুব ইচ্ছে জাগে
মৌলবাদি হয়ে যেতে ।
আমার র‍্যাডিক্যাল মগজের ভিতরে
কেউ সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দাও—
আমি মৌলবাদি হয়ে যাব ।

মৌলবাদি হলে এই রাষ্ট্র আমাকে
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিবে;
অন্যথা, যে কোন জায়গায় যে কোন মুহূর্তে
আমাকেও খুন করা হবে
আমিও হয়ে যাব শকুনের খাদ্য !

মৌলবাদি হলে এই সমাজ আমাকে
সোনার মুকুট ঠিক না পরালেও বিশ্রী গাল দিবে না
প্রকাশ্য পথে আমার কল্লা কাটার দাবি উঠবে না—
বরং বেহেস্তের সুগন্ধি নাকে নিয়ে
নারীর উষ্ণ শরীর শরীরে জড়িয়ে
প্রতিরাতে নিঃশ্চিন্তে ঘুমিয়ে পড়ব ।

রাসেল-ডারউইন-মার্ক্স-লেনিন
দয়া করে এবার আপনার দূর হোন !
আমার র‍্যাডিক্যাল মগজের ভিতরে
কেউ সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দাও—
আমি মৌলবাদি হয়ে যাব ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৩

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ প্রতিবাদ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৬

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই ।

২| ০১ লা মার্চ, ২০১৫ রাত ২:৩৩

চলন বিল বলেছেন: ফালতু

০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৭

সালমান মাহফুজ বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.