নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

নষ্ট ভালোবাসা

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১০:৪০




আকাশের পালকি থেকে নববধূর মতন ঘোমটা মাথায়
এই নগরে যখন সন্ধ্যা নামে—
পেট্রোলদগ্ধ ধোঁয়া উপেক্ষা করে
অগণিত নীল জোনাকির ছুটাছুটি
একটু উষ্ণ সুখের সন্ধানে...

বুক-পকেটে কিছু উষ্ণতা জমা রেখে
তোমার শীতল হাতে রাখি হাত—
তীব্র ঝলকানি দিয়ে একসঙ্গে জ্বলে ওঠা
নগরের সবগুলো ল্যাম্পপোস্টের মত সমস্ত শরীরে
জ্বলে ওঠে কামনার দীপ;
অনন্তের প্রতিশ্রুতি নিয়ে
আমরাও তখন একজোড়া নীল জোনাকি ।
ক্রমাগত সুখোষ্ণ চুমুতে লাল হয়ে ওঠে সব নীল !

সবশেষে তুমি তোমার, আমি আমার;
নাগরিক ডাস্টবিনে পড়ে থাকে
আমাদের নষ্ট ভালোবাসা ।

ফেসবুকে আমি

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়ে ভালো লাগলো ।

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১১:০৮

সালমান মাহফুজ বলেছেন: শুভ কামনা জানবেন ।

২| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রতিউত্তরের জন্য ধন্যবাদ । ভালো থাকুন।

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১১:২২

সালমান মাহফুজ বলেছেন: ;) B-)

৩| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভালো লাগলো কবিতা

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:২০

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১:৪৮

অতঃপর হৃদয় বলেছেন: কবিতার মতই হয়েছে। ++

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:২১

সালমান মাহফুজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.