নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

বেঁচে উঠতেই হবে

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৯

চার চারটা দেয়াল কখন যে আমাকে আটকে ফেলল
আমি টেরই পেলাম না ।... নেশাগ্রস্তের মতন
সেই কবে থেকে ঝিমোচ্ছি নিঃসঙ্গ অসহ্য শয্যায়
জোনাকি, তুই একটুও খোঁজ নিলি না !

বিক্ষুব্ধ যন্ত্রণাগুলি বুকের চৌদিকে
যতই তুলুক সর্বনাশী ঝড়;
স্মৃতির দর্পণে দৃষ্টি ফেলে তবুও চোখজোড়া ফের দেখতে চায়
লঞ্চঘাটের সেই অপরিচিতা বালিকার মায়াবিনী চাহনি...
অল্পকিছু গান-গল্প শেষে চাঁদনীরাতে
চৌরঙ্গীতে রাশেদের সঙ্গে সিগারেট ফুকাফুকি—
উৎকট ধোঁয়ায় রুপোলি জোছনার রংটাও তখন ধূসর !

বীভৎস চোয়াল বের করে মৃত্যু আমাকে যতই তাড়া করুক
আমি শুধু জানি— বেঁচে উঠতেই হবে, বেঁচে উঠতেই হবে আমাকে।

©️ সালমান মাহফুজ


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো।

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৯

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.