নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

ক্ষুধা

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৭


কেউ কি শুনতে পাচ্ছো, ক্ষুধা পেয়েছে আমার, তীব্র ক্ষুধা ।
জিভ, দাঁত, চোয়াল— সব প্রস্তুত হচ্ছে...

গাবতলি বাস-টার্মিনালে গণপিটুনিতে এইমাত্র মেরে ফেলে হল
অন্ধ ভিখারীর একমাত্র ছেলেটাকে
উপড়ে ফেলা হল চক্ষু দুটি—
মিনিস্টারের ভাগ্নির ভ্যানিটি ব্যাগে নাকি তার কুদৃষ্টি পড়েছিল !
ছেলেটার লাশের দিকে দৃষ্টি পড়তেই আমি ক্ষুধা টের পাই, তীব্র ক্ষুধা ।

মণীষা ভিলার ফোর্থ ফ্লোরে জানলার গ্রিল ধরে বুক ফাটিয়ে কাঁদছে
বিধবা আমিনার সাত বছরের কন্যাশিশুটি—
এই মুহূর্তে ওর ময়লা নীল ফ্রকটা শরীর থেকে খুলে নিলে
পাওয়া যাবে অসংখ্য পাশবিক আঘাতের ছিহ্ন !
কন্যাশিশুটির বুকফাটা কান্নার শব্দ কানে আসতেই আমি ক্ষুধা টের পাই, তীব্র ক্ষুধা ।

লোকাল বাসে মধ্যবয়সী মহিলাটা আমার পাশের সিটেই বসেছিলেন
মিরপুর লডস্টার গার্মেন্টসে উনি মজুর খাটেন
ওনার শরীর থেকে তীব্র দুর্গন্ধ ভেসে আসছে
ঘাম নয়, রক্তপোড়া দুর্গন্ধ !
মহিলাটার রক্তপোড়া দুর্গন্ধ নাকে আসতেই আমি ক্ষুধা টের পাই, তীব্র ক্ষুধা ।

তীব্র থেকে তীব্রতর হচ্ছে ক্ষুধা
না, না— সিরাজের হোটেলের ভূনা খিচুড়ি আর ডিম-মামলেটে
এই ক্ষুধা মিটবে না;
জিভ, দাঁত, চোয়াল— সব প্রস্তুত হচ্ছে
তীব্র থেকে তীব্রতর হচ্ছে ক্ষুধা—
বিপ্লবের লাল আগুনে আমি ঝলসে খাব
বুর্জোয়া শুয়োরের মাংস!

©️ সালমান মাহফুজ

ফেসবুকে লেখক

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫১

মানবী বলেছেন: ওয়াও!

প্রচন্ড শক্তিশালী কবিতা!
চাবুকের মতো আঘাত করে এমন কবিতা!

অসাধারন কবিতার জন্য ধন্যবাদ সালমান মাহফুজ।

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৯

সালমান মাহফুজ বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৫

বিজন রয় বলেছেন: এই ধরনের কবিতা আজকাল সচরাচার দেখা যায় না।
ব্যতিক্রম, সুখপাঠ্য আর তীব্র সামাজিক দর্পণ।

অনেক ভাল লাগল।
কবিতা নিয়ে এমন চিন্তাতে অনেক দিন থাকবেন বলে আশারাখি।

শুভকামনা রইল।

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫০

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা জানবেন ।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৯

কালো কাকা বলেছেন: আফসস এই ক্ষুদা মিটাবার জন্যে কেউ ভাবে না.....

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫১

সালমান মাহফুজ বলেছেন: হু্ম । সবাই শুধু নিজের ক্ষুধা মিটাবার জন্যই ব্যস্ত ।

মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৬

ধ্রুবক আলো বলেছেন: বেশ ব্যতিক্রম ধর্মী কবিতা দারুন লাগলো +

৫| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৭

অতঃপর হৃদয় বলেছেন: আমারও ক্ষুধা পেয়েছে তবে আপনার মত ঐ ক্ষুধা না, আমার পেয়েছে ভাতের ক্ষুধা!

অনেক সুন্দর কবিতা। অনেক ভালো লেগেছে।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৬

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ

৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৮

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ @অতঃপর হৃদয়

৮| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৪

নতুন নকিব বলেছেন:



সালমান মাহফুজ,

বরাবরই দ্রোহপ্রিয়। এই লেখাটিতেও তা রয়েছে। কবিতাটা পড়ে ভাল লাগায় একটা মন্তব্য করতে এসেও আবার ফিরে গিয়েছিলাম। আজ এসে দেখলাম, আমার ব্লগে আপনি ঢুঁ মেরে এসেছেন। যদিও আপনার কোন ছোঁয়া সেখানে রেখে আসেন নি তবু ধন্যবাদ। আপনার আগমন শুভ হোক।

সত্যি কথা বলতে কি, ফিরে গিয়েছিলাম মূলত: আপনার ব্লগ ওয়ালের এই কথাগুলো দেখেই- এই মর্ত্যলোকে রক্ত-মাংসের শরীর নিয়ে যে জীবন সেটাই । মৃত্যুর ওপারে অন্য কোন জীবনের অস্তিত্ব কল্পলোকে উঁকি দেয় না ।

যাই হোক, আপনার বিশ্বাসকে আমি শ্রদ্ধা জানাই, সেটা যে প্রকারের বা ধরনেরই হোক না কেন।

আপনি ভাল লিখেন। মাঝে মাঝে কথা বলার ইচ্ছে থাকল, যদি বিরক্তবোধ না করেন।

সময় পেলে নিচের লিঙ্ক থেকে বইটি দেখে নেয়ার অনুরোধ থাকল।

"কে সে জন?"

ভাল থাকবেন।

৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতাটি একটি মজবুত পটভুমির উপর রচিত শক্তিশালী মু্ক্ত চিন্তার প্রয়াস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.