নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

পতিতার গায়ে আজ কবিতার ঘ্রাণ

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৩

ভোরের বাগানে ফুটে থাকা
অবুঝ শিশুর মত পুষ্পে নয়,
সবুজ ঘাসে মুক্তোর মত
জ্বলজ্বলে শিশিরে নয়,
কিংবা কুমারী নারীর মধুময়ী ঠোঁটে নয় -
রাতের আঁধারে ফুটপাথে বসে থাকা
পতিতার গায়ে আজ কবিতার ঘ্রাণ !


সভ্যতার চোখে যে মানুষ নয়, পণ্য;
কিতাব যাকে পাপিষ্ঠা বলে ধিক্ দেয়;
দিনের আলোয় যার মুখ দেখলেই
ঝলসে উঠে সুশীলদের পবিত্র চক্ষু,
অথচ রাতের অন্ধকারে হিংস্র শকুনের মত
চিরে চিরে খায় তার শরীরী সতিত্ব -
সেই অসতীর গায়ে আজ বিশুদ্ধ আত্মার বিচরণ !
সেই পতিতার গায়ে আজ কবিতার ঘ্রাণ !

©️ সালমান মাহফুজ

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২০

রায়হানুল এফ রাজ বলেছেন: চমৎকার। অনেক ভালো লাগলো। প্লাস দিয়ে গেলাম। +++

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৬

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ।

শুভ কামনা জানবেন ।

২| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২০

রায়হানুল এফ রাজ বলেছেন: চমৎকার। অনেক ভালো লাগলো। প্লাস দিয়ে গেলাম। +++

৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর করে সত্য কথাগুলো নির্দ্বিধায় বলে গেছেন। অনেক অনেক ভালো জানবেন।

শুভ হোক আপনার পথচলা।

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ ভাই ।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৪

সালমান মাহফুজ বলেছেন: অশেষ ধন্যবাদ ।

৫| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৭

এম আর তালুকদার বলেছেন: ভাল লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.