নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

ছাড় নেই

২১ শে মে, ২০১৭ রাত ১১:১৮

আজ কিছু দিতে আসি নি, নিতে এসেছি ।
যা দিয়েছি, যতটুকু দিয়েছি— তার সবটুকু ফেরত চাই;
একটুও ছাড় নেই, সবটুকু ফেরত চাই ।

সূর্যময়ী ভোরের প্রথম আলোয়
কচির পাতার মতন কোমল বউটির দেয়া
সমস্ত স্পর্শ মুছে ফেলে
এই সজীব শরীরকে কাঁদাজলে মেখে
শূন্য জমিকে ভরে দিয়েছি সোনার ফসলে;
অথচ আমার পেটে কেন দাউ দাউ ক্ষুধার আগুন ?
চোখভরা অশ্রু নিয়ে শূন্য হাড়ির দিকে চেয়ে আছে
আমার নয় বৎসরের অবুঝ কন্যাশিশুটি !
আজ সমস্ত জমি আমার ফেরত চাই ।
সব সোনার ফসল নিয়েই ঘরে ফিরব ।

রক্তকে উত্তপ্ত রৌদ্রে পানি করে গড়ে দিয়েছি
এই ছোট বড় সব অট্টালিকা;
অথচ আমি কেন বাস্তুহারা ?
ট্রাফিক জ্যামের রেড সিগনালে আটকে গেছে ভ্যানের চাকা
রক্তপোড়া ঘামের স্রোতে ভেসে ভেসে পিচ আর কংক্রিটের তলে
চাপা পড়ছে আমার আমার গর্ভবতী বউটির প্রতিটা আর্তনাদ
নিভে যাচ্ছে... হ্যাঁ হ্যাঁ— জ্বলে ওঠবার আগেই
নিভে যাচ্ছে একটা জীবনপ্রদীপ !
আজ সব— সব অট্টালিকা আমার ফেরত চাই ।

না না, আজ কোন ছাড় নেই— সবটুকু ফেরত চাই;
যা দিয়েছি, যতটুকু দিয়েছি— তার সবটুকু ফেরত চাই ।

©️ সালমান মাহফুজ




বিঃ দ্রঃ পূর্ব-প্রকাশিত রচনা থেকে কাঁটাছেঁড়া হয়েছে
পূর্বপ্রকাশিত কবিতার লিংক



মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৭ রাত ১১:২৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লেখনি +

২১ শে মে, ২০১৭ রাত ১১:২৮

সালমান মাহফুজ বলেছেন: মতামতের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে ।

২| ২২ শে মে, ২০১৭ রাত ১২:০৭

নাগরিক কবি বলেছেন: রক্তকে উত্তপ্ত রৌদ্রে পানি করে গড়ে দিয়েছি
এই ছোট বড় সব অট্টালিকা;
অথচ আমি কেন বাস্তুহারা ?



কেন?

২২ শে মে, ২০১৭ রাত ১২:১৪

সালমান মাহফুজ বলেছেন: সেটা একজন শ্রমিক, আমার এবং আপনারও প্রশ্ন , উত্তরটা কেউ দিচ্ছে না ! দিবেও না হয়ত কেউ । তাই এর উত্তর যে যার মত করে তৈরী করে নিচ্ছে ।

৩| ২২ শে মে, ২০১৭ রাত ২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ছাড় নেই কিছুতেই । :)

২২ শে মে, ২০১৭ ভোর ৫:৫০

সালমান মাহফুজ বলেছেন: হুম । মতামতের জন্য অশেষ ধন্যবাদ জানবেন ।

৪| ২৪ শে মে, ২০১৭ রাত ১:৫১

উম্মে সায়মা বলেছেন: ছাড় দিতে দিতে মানুষ নিঃস্ব হয়ে যায়। সুন্দর লিখেছেন।

২৫ শে মে, ২০১৭ রাত ১২:৩১

সালমান মাহফুজ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৫| ২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৫০

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা ভাল লাগল অনেক।

৬| ০২ রা জুন, ২০১৭ রাত ১:০৮

আকতার আর হোসাইন বলেছেন: অসম্ভব ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.