নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমিতো মানুষ

২৩ শে মে, ২০১৭ দুপুর ১:১৬


আমার জীবনে এমন একটা দিন আসেনি
যেদিন আমি স্বাধীন ছিলাম।
ব্যস্ত থেকেছি আমি
ভীতু থেকেছি,
অশ্রু, ভয়, বিপদ আর
বিনা অপরাধে দোষী
সমস্ত জীবন।।
কর্মঠ আমি
কখনো মুখ তুলে
কারো দিকে ফিরে দেখার
কথা
কল্পনাও করিনি এক মুহূর্ত,
আর তোমরা কিনা
শুধু আমাকেই দেখো
এটা ওটা বানোয়াট
গল্প ফাঁদো!!
বাঁচাটাই ক্ষতি?
আমি দুর্বল
আমি ক্লান্ত
তোমরা যে লক্ষ লক্ষ
তীরন্দাজ সৈন্য
দিয়ে আমায় ক্ষত বিক্ষত করছো!
কয়েক শতাধিক তোপের মুখে
দাড় করিয়ে আমায় যে হুমকি দিচ্ছো!
কেন বোঝনা?
আমি আগুনের তৈরি কোন জলন্ত পদার্থ নই!
কিংবা রোবট।
দুর্বল মাটি দিয়ে তৈরি
দুর্বল মানুষ।
আমিতো মানুষ।
আমারও একটা হৃদয় আছে,
তোমাদের মত।
সে হৃদয়ও কাঁদে,
আঘাতে আঘাতে।

মন্তব্য ৪৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১:২৬

মোস্তফা সোহেল বলেছেন: এক কথায় খুবই সুন্দর কবিতা।
আমারা বেশির ভাগ মানুষই হয়তো পরাধীন।
ইচ্ছে থাকলেও আমরা সব সময় স্বাধীন ভাবে চলতে পারিনা।

২৩ শে মে, ২০১৭ দুপুর ১:৩৫

সামিয়া বলেছেন: মনটা বিক্ষিপ্ত, মন অতিরিক্ত খারাপ থাকলে কবিতা ছাড়া আর কিছু লিখতে পারিনা।
আর আমার থেকে তুমি অনেক ভালো লেখ আমি জানি। ভালো থেকো। থ্যাংকস ভাই।

২| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: ব্লগে মন খারাপের কারন জানাটা সমিচীন নয় তাই জানতে চাইছিনা। তবে আমিও আপনার মত,মন খারাপ হলে কবিতা লিখি।
যাক কেউ একজন বলল আমি ভাল লিখি!
আপনার বিক্ষিপ্ত মন সুশান্ত হোক। ভাল থাকুন।

২৩ শে মে, ২০১৭ দুপুর ২:৪৮

সামিয়া বলেছেন: আবারো ধন্যবাদ সোহেল।

৩| ২৩ শে মে, ২০১৭ দুপুর ২:১৫

ধ্রুবক আলো বলেছেন: আমার জীবনে এমন একটা দিন আসেনি
যেদিন আমি স্বাধীন ছিলাম।

আমারও জীবনে একই অবস্থা বয়স হলেও বড় হতে পারলাম না।


কবিতা দারুন হয়েছে +++ খুব ভালো লাগলো।

২৩ শে মে, ২০১৭ দুপুর ২:৪৯

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক। প্লাসে অনুপ্রাণিত।

৪| ২৩ শে মে, ২০১৭ দুপুর ২:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লেগেছে। কবিতার শুরুর লাইনগুলো খুব জীবন ঘনিষ্ট মনে হচ্ছে।

২৩ শে মে, ২০১৭ দুপুর ২:৫৪

সামিয়া বলেছেন: হ্যাঁ জীবন ঘনিষ্টই, পুরোটাই। যাই হোক অনেক বিপদে আছি, কষ্টে আছি তো তাই এমন হয়েছে লেখাটা, তারপর ও ভাললেগেছে জেনে ভালোলাগলো। ভালো থাকবেন।

৫| ২৩ শে মে, ২০১৭ দুপুর ২:৫১

নাদিম আহসান তুহিন বলেছেন: আমিতো মানুষ,
আমারও একটা হৃদয় আছে

২৩ শে মে, ২০১৭ দুপুর ২:৫৬

সামিয়া বলেছেন: হুমমমমম সে হৃদয়ও কাঁদে,আঘাতে আঘাতে।

৬| ২৩ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি মানুষ এমনই । চাপিয়ে দিতে পারলেই মানুষ বাঁচে

সুন্দর হয়েছে লেখা

২৩ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ মাই ডিয়ার

৭| ২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
এগিয়ে যাওয়ার নামই জীবন,
জয় হোক ভালবাসার, আর
ক্ষয় হোক মনের যত হতাশার ।
কোন টেনশন নিও না সামিয়া.....

শুভ কামনা রইল ।

২৪ শে মে, ২০১৭ সকাল ১০:৩৬

সামিয়া বলেছেন: হুম ঠিক। আমাকে টেনশন ফ্রি থাকতে হবে, নিজেকে কাউন্সিলিং করতে হবে মোটিভেট করতে হবে, ভেঙ্গে পড়লে চলবে না। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৮| ২৩ শে মে, ২০১৭ রাত ৯:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বলেছেন আপু। ভালো লাগলো কথা গুলো। কবিতায় +++++

২৪ শে মে, ২০১৭ সকাল ১০:৩৭

সামিয়া বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। বি হ্যাপি।

৯| ২৩ শে মে, ২০১৭ রাত ৯:৪৮

আহমেদ জী এস বলেছেন: ইতি সামিয়া ,




মানুষ আসলে সারাটা জীবন ধরেই পরাধীন । সে পরাধীনতার শেকল থেকে মাঝেমাঝে যে কান্নার শব্দ ঝনঝন বেজে ওঠে তা এই লাইনগুলোতেই স্পষ্ট ------
আমারও একটা হৃদয় আছে,
তোমাদের মত।
সে হৃদয়ও কাঁদে,
আঘাতে আঘাতে।


ভালো হয়েছে ।

২৪ শে মে, ২০১৭ সকাল ১০:৪০

সামিয়া বলেছেন: হ্যাঁ তা তো ঠিক, মানুষ পরাধীন। আমরা পরাধীন। আমাদের জীবন সীমিত সময়ের জন্য পৃথিবীতে এসেছে, আমরা কাঠের পুতুলের মতন নিজের ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই, যেখান থেকে এসেছি একদিন সেখানে ফিরে যেতে হবে, এই যে এত কিছু হাসি কান্না স্বপ্ন সব ক্ষণিকের সব মিথ্যা।
যাই হোক মন্তব্যে কৃতজ্ঞতা, ধন্যবাদ ।

১০| ২৩ শে মে, ২০১৭ রাত ১০:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
বুদ্ধিমান সুখের থাকার পথ জানে , তারাতারি তা খুঁজে বের করুন ।


লেখা সুন্দর হয়েছে ।

২৪ শে মে, ২০১৭ সকাল ১০:৪৪

সামিয়া বলেছেন: এই থিওরি কি প্রিয় কবি শাহরিয়ার কবীরের আবিষ্কার? যদি তাই হয় তাহলে বলবো পুনরায় ল্যাবে পরীক্ষা নিরীক্ষা এবং এক্সপেরিমেন্ট এর মাধ্যমে রিসার্চ করা হোক, তারপর ই যেন সে এই সিদ্ধান্তে আসে :( । যাক গে ভালো থাকবেন, ধন্যবাদ।

১১| ২৪ শে মে, ২০১৭ রাত ১২:২৭

কানিজ রিনা বলেছেন: সর্ব জনের অন্তকরন লেখা বেশ হয়েছে
ধন্যবাদ।

২৪ শে মে, ২০১৭ সকাল ১০:৪৫

সামিয়া বলেছেন: মন্তব্যে এবং অনুপ্রেরণায় কৃতজ্ঞতা।। ভালো থাকুন।

১২| ২৪ শে মে, ২০১৭ রাত ১:৪১

উম্মে সায়মা বলেছেন: বোঝেনা আপু কেউ বোঝেনা.....
খুব সুন্দর লিখেছেন।

২৪ শে মে, ২০১৭ সকাল ১০:৫০

সামিয়া বলেছেন: তাই বুঝি ডিয়ার!! থ্যাংকস অ্যান্ড বি হ্যাপি ।

১৩| ২৪ শে মে, ২০১৭ সকাল ৮:২১

মোঃ খুরশীদ আলম বলেছেন: পৃথিবীতে কোন মানুষই স্বাধীন নয়। স্বাধীন না হওয়াটাই আসলে সফলতা বলে আমি মনে করি।

২৪ শে মে, ২০১৭ সকাল ১০:৫৩

সামিয়া বলেছেন: পৃথিবীতে কোন মানুষই স্বাধীন নয় এই কথা টা ঠিক, কিন্তু স্বাধীন না হওয়াটাই আসলে সফলতা ভাবনা টা পুরোপুরি ঠিক নয়!! আসলে আমরা আমাদের পুরো জীবনে নিজের ইচ্ছায় কি কিছু করতে পারি??
ধন্যবাদ ভালো থাকবেন।

১৪| ২৪ শে মে, ২০১৭ সকাল ৯:০৬

সিনবাদ জাহাজি বলেছেন: আমার জীবনে এমন একটা দিন আসেনি
যেদিন আমি স্বাধীন ছিলাম।

অনেক অনেক ভাঅ লাগা রেখে গেলাম।

+++

২৪ শে মে, ২০১৭ সকাল ১০:৫৪

সামিয়া বলেছেন: অনেক অনেক অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ ভাই।

১৫| ২৪ শে মে, ২০১৭ সকাল ৯:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমিতো মানুষ।
আমারও একটা হৃদয় আছে,
তোমাদের মত।
সে হৃদয়ও কাঁদে,
আঘাতে আঘাতে



ভালো লাগলো। ধন্যবাদ বোন ইতি সামিয়া।

২৪ শে মে, ২০১৭ সকাল ১০:৫৪

সামিয়া বলেছেন: সুন্দর মন্তব্যে এবং অনুপ্রেরণায় কৃতজ্ঞতা।। ভালো থাকুন ভাইয়া।।

১৬| ২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:১১

মানবী বলেছেন: খুব দৃঢ়চেতা মেয়েদের সবাই রোবটই মনে করে আপু।
ভিতরে যতো কষ্ট ঝড় ঝন্ঝা হোক রোবটের বর্মটা পড়ে থাকতেই হয় কারণ এই বর্ম এক সময় আত্মরক্ষার সাথে সাথে অস্তিত্বেরও অংশ হয়ে উঠে!

আপনার মন ভালো হয়ে যাক।
ভালো থাকুন ইতি সামিয়া (আজকে নাম দুবার চেক করে টাইপ করেছি) /:)

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ, ভালোলাগলো কথা গুলো, আর নাম চেক করার ব্যাপার ও ভাললেগেছে ।। যদিও আমি কিছু মনে করিনি, যা কে যে লাইক করে তার ভুল ত্রুটি কিন্তু চোখে পড়েনা আর আমি তো আপনার উপর প্রথম থেকেই মুগ্ধ।। ভালো থাকুন আপু।

১৭| ২৪ শে মে, ২০১৭ দুপুর ১:০৬

এডওয়ার্ড মায়া বলেছেন: জীবনের স্পষ্টচিত্র

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৯

সামিয়া বলেছেন: হুম।। ধন্যবাদ।।

১৮| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার কবিতায় ভালোলাগা

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৯

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ সামিউল ইসলাম বাবু

১৯| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রতিউত্তরে ধন্যবাদ,

হুম, উপরে বিষয়ে একেবারে পি এইচ ডি, করে ফেলেছি । যদিও ভুতের মুখে রাম, রাম কথাটা মানায় না , তবুও বলেছি । কারণ, তার জ্বলন্ত প্রমাণ আমার ব্লগ, তা দেখে সবার ধারণা হতে পারে, ছেঁকা খেয়ে বেঁকা হয়েছে যে বীর তার নাম “শাহরিয়ার কবীর”, এ যেন এক কঠিন ছেঁকা খাওয়া পাবলিক কিন্তু কেউ বুঝলনা যা কিছু আছে তাতে সব কাল্পনিক। কেউ কখনো তার হৃদয় দিলনা , ভাঙ্গার সুযোগও পেলনা B:-/ আর আমি যতদূর ইতি সামিয়াকে চিনি ও জানি ততদূর তার কোন সমস্যা নেই, যা কিছু আছে তার সব কৃত্রিম তৈরী । তার ক্যরিয়ারও ভালো ও ফ্যমিলিও ভালো, আর যার এ দুটা ভালো তার আবার কিসের চিন্তা !! এখন ইচ্ছা করলে সে তার সুন্দর জীবনের পথ সে খুঁজে নিতে পারে । B-)

শুভ কামনা রইল ।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫১

সামিয়া বলেছেন: আপনি আমার সম্পর্কে এতটা জানেন!! হুম নিশ্চয়ই আমার এফ বি লিস্ট এ আছেন?? আপনার আই ডি কি বলুন তো??

২০| ১১ ই জুন, ২০১৭ সকাল ১১:১৯

বিজন রয় বলেছেন: জীবনঘনিষ্ঠ কবিতা।

সবার মন যদি এমন হতো কেউ কাউকে কাঁদাবে না!!

আমিতো মানুষ।
আমারও একটা হৃদয় আছে,
তোমাদের মত।
সে হৃদয়ও কাঁদে,
আঘাতে আঘাতে।

সুন্দর।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫২

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ বিজন রয়, মন্তব্যে অনুপ্রাণিত হলাম।। ভালো থাকুন সুস্থ থাকুন।।

২১| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৮

খায়রুল আহসান বলেছেন: কর্মঠ আমি
কখনো মুখ তুলে
কারো দিকে ফিরে দেখার
কথা
কল্পনাও করিনি এক মুহূর্ত
-- এটাই ঠিক আছে। এভাবেই চলতে থাকুন। শ্রম কখনো বিফলে যায় না।
সে হৃদয়ও কাঁদে,
আঘাতে আঘাতে
-- সে কান্নার আওয়াজ সবাই শুনতে পায় না। অনেক সময় যে কাঁদে, সেও না।
মন অতিরিক্ত খারাপ থাকলে কবিতা ছাড়া আর কিছু লিখতে পারিনা (১ নং প্রতিমন্তব্য) -- এরকম মনে হয় অনেকেরই হয়। কবিতা মন ভাল করার কিংবা মন খারাপের অনুভূতি থেকে মুক্তি পাবার সর্বোত্তম উপায়।
আশাকরি জীবনের ভাল থাকা মন্দ থাকার চক্রব্যুহে আপনার মন এতদিনে ভাল হয়ে গেছে। ভাল থাকুন নিরন্তর।
কবিতায় মৌলিক ভাবনার প্রকাশ ঘটেছে, এজন্য কবিতাটিকে ভাল লেগেছে (+ +)।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৮

সামিয়া বলেছেন: আমার লেখা ছোট ছোট বিষয় গুলো এত সুন্দর ভাবে ফিল করেছেন আমি সত্যি ই মুগ্ধ এবং আনন্দিত। আন্তরিক ধন্যবাদ , সুস্থ থাকুন ভালো থাকুন সবসময় ভাইয়া।
দীর্ঘজীবী হউন।

২২| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০৯

ওমেরা বলেছেন: কবিতা ভাল লাগল ধন্যবাদ আপু ।

১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ডিয়ার ওমেরা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.