নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাক ভালোবাসা

৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

কোন একদিন এ হাত আঁকড়ে ধরেছো..
সেই হতে অনূভুতি:
আর কোন হাত নেই,যে এমন আবেগে ছুঁতে পারে!


কচি-কাঁচারাও একদিন বুড়ো হয়;
তিক্ততা বাড়ে অনূভুতির কোমলতায়,
তোমার আমারও হয় কলহ;
তিক্ততায় কভু কি ছুঁয়েছি অন্য হাত?
না তো!
তোমার বেলায় হয়েছে কি তাও?!

তোমার হাসিটা অতটা আহামরি নয়,
তোমার চাহনী অতটা ডাকেনা পুরুষের চোখ:
ভাবছো,কেন আছি সাথে?!
তোমার হাসিটা আমিও কোথাও পাইনি খুঁজে,
তোমার চাহনী আমায় করেছে নির্ভয়!

তবু একদিন হঠাৎ ঝড় নামলে,
বিবেককে বলোনা যেন-'তুমি অবহেলিত'
কান পেতনা কুচক্রীর মাতমে!
ভালোবাসা গুলো সমান্তরাল চলতে পারে না..
একসাথে চলুক দু'কদম আগে-পিছে,
যাতে তুমি হাত বাড়ালেই পাও,
আমি বাড়ালেই পাই তোমার হাত!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
এ কবিতা অনেক কথা বলছে...............

৩০ শে মে, ২০১৭ রাত ৮:১২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম,শাহরিয়ার কবীর ভাই। অনেক কথাই বুঝাতে চেয়েছি,কতটুকু পেরেছি জানি না।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ৩০ শে মে, ২০১৭ রাত ৮:১৩

কানিজ রিনা বলেছেন: বেশ সুন্দর লাগল, ধন্যবাদ।

৩০ শে মে, ২০১৭ রাত ৯:০৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ,#কানিজ রিনা!

৩| ৩০ শে মে, ২০১৭ রাত ৮:২২

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: খুব ‍সুন্দর একটি কবিতা পড়লাম।
ধন্যবাদ কবি এমন চমৎকার অনুভুতির একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
শুভকামনা রইল।

৩০ শে মে, ২০১৭ রাত ৯:১০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই,এস.এম,মনিরুজ্জামান মিন্টু ভাই।আপনাদের অনুপ্রেরণাই আমার লেখনির শক্তি।
শুভকামনা আপনার জন্যও ভাই।

৪| ৩০ শে মে, ২০১৭ রাত ১১:৩৩

ইবাদুল ইসলাম ইফতি বলেছেন: ভাই আপনাদের কবিতা যদি মাঝে মাঝে কপি করে ফেসবুক এ ইস্টাটাস দেই আপনারা কি রাগ করবেন?

৩১ শে মে, ২০১৭ ভোর ৪:১৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: রাগব না,আবদার থাকবে লেখকের নামটা সহ যদি কপি করা যায়।

৫| ৩১ শে মে, ২০১৭ রাত ১২:২০

ওমেরা বলেছেন: হাত ধরা ধরি কবিতাটা খুব ভাল লাগছে । ধন্যবাদ ।

৩১ শে মে, ২০১৭ ভোর ৪:১৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ,ওমেরা আপু!(ভাই)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.