নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

এবেলা তোমায় দিলাম!

৩১ শে মে, ২০১৭ সকাল ৮:৩৯

প্রাণ খুলে হাসতে ভুলে গেছি,
আমার হাসি তোর ঠোঁটে!
বেসুর গলায় গান দিয়েছি ছেড়ে,
সুরের গোলাপ তোর কণ্ঠেই ফোটে!

হৃদয়খানি ইজারা দেয়া,
ভাঙ্গা-গড়া তোর হাতে:
বলিস যদি থাকব দূরে,
ডাকিস যদি -সাথে!



নাটাই তোরে হাতেই দিলাম,
হলাম আমি ঘুড়ি:
যতই ছাড়িস দূর আকাশে,
তোর আকাশেই উড়ি!

ভিষন রকম সাধযে আমার,
এ বেলা থাকি তোর সাথে:
তোরই হাতে সব সফে দিই,
বাকি জনমটা তোর হাতে!

থাকবি কিরে আমার সাথে,
না ফিরাবি আঁখি?!
তোরই সাথে অধরা সময়,
হৃদয়ে খানিক রাখি!

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৭ সকাল ৯:১৯

মনিরুজ্জামান স্বপন বলেছেন: ভাল লেগেছে কবিতা +++

৩১ শে মে, ২০১৭ সকাল ১১:২৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ,স্বপন ভাই,ভালোলাগা দেবার জন্য।ভালোবাসা আপনার জন্যও।

২| ৩১ শে মে, ২০১৭ সকাল ৯:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর লিখেছেন। ভাল লাগল অনেক।

৩১ শে মে, ২০১৭ সকাল ১১:২৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ,মোস্তফা সোহেল ভাই।

৩| ৩১ শে মে, ২০১৭ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা

৩১ শে মে, ২০১৭ সকাল ১১:২৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ,কাজী ফাতেমা ছবি আাপু,শুভকামনা রইল ।

৪| ৩১ শে মে, ২০১৭ সকাল ১১:৫১

ওমেরা বলেছেন: এবেলা একজনকে দিলেন ওবেলা কি আরেক জনের জন্য রাখলেন ?

কবিতা হিসাবে ভাল তবে এত নতজানু মানুষ আমার ভাল লাগে না ।

ধন্যবাদ ।

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৩১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাহাহা..নতজানু!?নতজানু ঠিক না,একটু কোমল হওয়া।
ওটা যে কোন একজনকে হতেই হয়,নাহয় সম্পর্ক টিকেনা।আর হ্যাঁ,ও বেলাও তার জন্যই বরাদ্দ,যদি সে থাকতে রাজি হয়।
ধন্যবাদ ওমেরা আপু।

৫| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:১৫

নাদিম আহসান তুহিন বলেছেন: ছবিটা ভালো লেগেছে। আমি কি ব্যবহার করতে পারি এটা??? যফি অনুমতি দেন তাহলে প্লিজ [email protected] এ মেইল করে দিবেন। ধন্যবাদ

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৩২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অবশ্যই পারেন,একটা ছবিইতো।তবে ভাইয়া ডাউনলোড করে নিতে হবে,ইমেইল করতে পারছিনা বলে দুঃখিত।ধন্যবাদ।

৬| ৩১ শে মে, ২০১৭ দুপুর ২:৪৮

তাছনীম বিন আহসান বলেছেন: ভালোলাগা রেখে গেলাম কবি

৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: আপনার জন্যই রইল অফুরান ভালোলাগা ভাই।ধন্যবাদ।

৭| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সাধ পূরণ হোক প্রত্যাশা।
ভালো লাগলো কবিতা। ++++

৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ,সাধ জিনিষটা এমনই ভাই...মনে লেপ্টে থাকে:পূরণ না হলে মন খচখচ করে,বুকে অকারণ অব্যাথা হয়।
ধন্যবাদ শুভকামনা আপনার জন্যও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.