নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

অগোছালো প্রেম!

১৮ ই জুন, ২০১৭ রাত ৮:০৯

আমি অগোছালো লোক,
ভেবেছি তুমি গুছিয়ে দিবে,
তাই ইচ্ছে করেই গুছাই না!
আলো শেষে আবার আঁধার নামে,
সকালের স্তূপ করা কাঁথা রাতে জড়াই
আমি অগোছালোই থেকে যাই..
খুব কম করেই বলি,
যাতে তোমার কথায় বাঁধা না পরে,
হয়তোবা শুনতে বেশ লাগে।
অনেক কিছুই শুনি,মনেহয় আমারই ব্যর্থতার গল্প!
একা হাটতে কেমন যেন,

হাটি আর কল্পনায় তোমার হাত ছুঁই!
তুমি হয়তো তখন বন্ধুদের আড্ডায়।
নরসুন্দর সাহেব বলে-" স্যার চুলটা মিডিয়াম রাখি!?মানাবে!"
আমি তাড়াহুড়ো করেই ' না' বলি;
ওগুলা বড়ই তোমার পছন্দের!
কাল শার্টটা পরবো ভেবেও পরি না,
কেন তুমি তা জানই!
তোমার নীল ভাল লাগে বলে!!
কতটা দিন ভেবেছি বৈশাখে লাল টুকটুকে পাঞ্জাবীটা গায়ে জড়াব আর তুমি লাল শাড়ী,
না' আর হ্যাঁ শব্দ দুটো তড়িৎই আসে তোমার,ভাল লাগলে হ্যাঁ,না হয় না!
এ বেলায় না' ই এল!
দেখতে আমায় যাই-ই লাগুক,ম্যাচুঊট' না!
তাই,প্রতিবেলায় ওটাকে সময় দিই,
তুমিতো নয়টার আগে সূর্যই দেখনা,যখন দেখো; নিজেকে দেখার সময়ই থাকে না;কপালের ভাঁজটা বয়সের না আলসেমির!?

মানুষরা খুব একটা দিন বাঁচেনা,
দিনগুনে দেখলে নিঃশ্বাসই বাড়ে,
তাই,আমি তোমার মতই বাঁচি,
তুমি কি তা পার না!?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:১৪

ওমেরা বলেছেন: এই ভাইয়া এত পোষ্ট দেন কেন আমাদের তো একটু দম নিতে দিবেন !! হি হি হি হি

১৮ ই জুন, ২০১৭ রাত ৮:২১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাহাহা//বেশি দিলাম কই?
তিন বছরে আমার অবস্থান ব্লগের কোথায় দেখেন!
গত তিনদিনও দিই নাই,ভাবছি আজ হতে আপনাদের জ্বালাবো।
ধন্যবাদ,কষ্ট করে ঢুঁ মারার জন্য।

২| ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:৩৪

ওমেরা বলেছেন: আরে ভাইয়া দুষ্টামি করেছি তাও বুঝেন না ---------- কবিতা না বুঝলে ও পড়তে সময় লাগে কম তাই যত ইচ্ছা কবিতা পোষ্ট করেন কোন সমস্যা নেই ভাইয়া ।

১৮ ই জুন, ২০১৭ রাত ৮:৩৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাহাহা..বুঝেছি ওমেরা আপু!
সে জন্যই আপনাদের জ্বালাবো বল্লাম!
ধন্যবাদ,সাহস দেবার জন্য!!!

৩| ১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: দূঃখ কষ্ট নিপাত যাক ভালোবাসা মুক্তি পাক ।



শুভ কামনা রইল ।

১৮ ই জুন, ২০১৭ রাত ১০:২১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: সহমত ভাই!
ধন্যবাদ!

৪| ১৮ ই জুন, ২০১৭ রাত ১০:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ অনুভূতি থাকে আপনার লেখাতে। ভালো লাগলো কবিতাটি।

শুভকামনা আপনার জন্য।

১৮ ই জুন, ২০১৭ রাত ১০:৩৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অসাধারণ অনুপ্রেরণা পায় আপনার মন্তব্যেও ভাই,
ধন্যবাদ,অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.