নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

আমার আমি

১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫



আমি আকাশ কাঁদলে দুঃখ পাই,
বাতাস বইলে মুখ লুকাই
ঝরে যদি সবুজপাতা চোখের জল ঝরাই!


আমি ফুল ফুটলে হাসি,
ঝরলে সে ফুল কাঁদি,
আমি শরৎ মেঘের দুঃখ নিয়ে,
আকাশে ঘর বাঁধি!

আমি রাতের দুঃখে নিরব হই,
চাঁদের সাথে কথা কই,
চন্দ্রগ্রহণ হলেই কভু-
সিঁকি খুঁজে লই!

আমি চৌচির মাঠের দুঃখ শুনতে পাই,
একফোটা জল হবে কি তার?
ভাবি শুধু তাই

নদী কূল ভাঙ্গলে পাঁজড় ভাঙ্গে,
জল জমে যায় হৃদয় গাঙ্গে!
পাই না খুঁজে কী করি আর দ্বন্ধ নিজের সঙ্গে!!

ক্ষুধার ধ্বনি শুনলে আমার মনে জাগে খোদা,
কার দোষেতে এমন পাষাণ করে দাও বসুধা?!

মনের আর্তি কাঁদলে কারো,
মন পুড়ে যায় মোর!
এক আনা সুখ থাকলে আামার:
দিতে নাইতো জোর!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


ভাবনাগুলো আমার সাথে মিল নেই, পদ্য দিয়ে কি হবে!

১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাহাহা,সব মিল সবার সাথে থাকতে হবে কিংবা পদ্যতেই থাকতে হবে এমনতো না ভাই,আপনি হয়তো অন্যরকম করে ভাবেন।
অনেক ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।

২| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৯

জাহাঙ্গীরএকা বলেছেন: বেশ ভালো লাগলো.........

১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: আপনার মন্তব্য পেয়েও অনেক ভাল লাগলো,
ধন্যবাদ ভাই,ভাল থাকবেন সব সময়।

৩| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৫

এনজেল৩০ বলেছেন: খুব সুন্দর

২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্যা ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।

৪| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫০

ইফতেখারুল মবিন বলেছেন: সুন্দর !!

২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:২০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই,মন্তব্য অনুপ্রাণিত করে। ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.