নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

বেলাশেষের কাব্য!

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৫০

`কি খবর,কেমন আছিস?(ছেলে)
-`আমার খবর কি আর রাখিস!(মেয়ে)
-`তোর মেলেছে ডানা, (ছেলে)
হয়েছে নীড় বুনা,
আপনজনা নিয়েই সুখে আছিস!'



-`নারে,পর আপন হয়না,(মেয়ে)
আপন হয়যে পর
সে এখন অচিন পাখি,
করেছি যার ঘর!
-বল্লি নাতো,তোর কি খবর?'

''আমিতো ভাই ছন্নছাড়া,(ছেলে)
হয়না তাই নীড়ে ফিরা,
কপাল মন্দ;তাইতো জীবন আঁধারেতেই ঘেরা!
তোর তো সুখেই থাকার কথা।''

`-হ্যা,হয়তো ছিল,(মেয়ে)
অতি সুখেই হলাম এলোমেলো,
বলতে পারিস,এমন কেন হলো?!

-`কে জানে!? জানিনে তা,(ছেলে)
হয়তো তা জানে বিধাতা,
নিয়তীতো যায়না আর দেখা!

`আচ্ছা থাকনা ঐসব,(ছেলে)
বুকের ভিতর হয় কিযে অনুভব:
এসব এখন মিছে কলরব।

-`আচ্ছা, তুই এমোন কেন?(মেয়ে)
অচেনা লাগে যেন,
কি এমোন ব্যাথায় বল না আছিস?!

-`ও' ব্যাথা তুই বুঝবি নারে,(ছেলে)
গিয়েছিস পরের ঘরে,
আমার কথা এত্ত কেন ভাবিস!?

-`নাহ! অচেনা রে যায়না চেনা,(মেয়ে)
যতই হোক লেনা-দেনা,
তাইতো আবার মেলেছি দু'ডানা।

-`যাবি কোথায়?(ছেলে)

-`কোথায় আর;যেখানেতে দু'চোখ যায়!(মেয়ে)
যাই তবে,
যদি কভু হয়তো দেখা হবে!

`- কি আর হবে শুনি?'(ছেলে)

-`নাহোক কিছুই,শান্তনাতো পাব,(মেয়ে)
একদিন যারে পায়নি চাওয়ার পরও,
কভু নাহয় পেয়েও হারাব!

যাই,যাই তবে;
হলেও হয়তো দেখা কভু হবে!''








মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:১৭

নীলপরি বলেছেন: ভালো লাগলো আলাপচারিতা ।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৩০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ভাল লাগলো জেনে অনুপ্রাণিত হলাম। অনেক ভাল থাকবেন নীলপরি!

২| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: কয়েকটা জায়গা স্পেস না দেওয়ায় পড়তে সমস্যা হচ্ছিল।
ভালো লাগছে

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৪৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: জানানোর জন্য অনেক ধন্যবাদ। চেষ্টা করব,ভুল শুধরে লিখবার জন্য। ভাল থাকবেন সবসময় ভাই।

৩| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো বেশ।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:০২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই,ধ্রুবক আলো। ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.