নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

যৌগিক জীবন

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯



আমি নিজেরে ভাঙ্গি,
নিজেরে গড়ি,
নিজের সাথে
নিজেই লড়ি,
তাইতো বিশাল সীমানা ছাড়ি-
শূ্ন্যে বাঁধি বাসা!

আমি আমার মনের মাঝি,
হঠাৎ ডুবায়,হঠাৎই ভাসি,
তাইতো হঠাৎ নিজের সাথে-
নিজের ভালোবাসা!



আমি নিজেই চলি,
নিজেই বলি,
নিজে রঙ আর
নিজেই তুলি,
শিল্পী/কবি নিজেই সবি-
কবিতা-ক্যানভাসে!

আমি নিজে পথ
আর নিজেই পথিক,
নিজে ভুল
আর নিজেই সঠিক
বীর আর ভীতু সবিই আমি-
সাহসে কি ত্রাসে!

আমি প্রেম আর আমিই মোহ,
সুখ আমি আর আমিই দাহ!
আমি প্রেমিক কিংবা প্রতারকই-
হৃদয়েরই খেলায়...
আমি চাওয়া আমি না পাওয়া,
আমি আদম আমিই হাওয়া,
আমি বাদী আমি বিবাদী-
বিচারেরই বেলায়!


আমি পাপ আর আমিই পূণ্য,
আমি ভরপুর,আমিই শূন্য
আমি মানুষ আমিই ইবলিস
কাজের ব্যবধানে!

আমার মাঝে আমি নই,
হাজার প্রভেদ ধরে রই,
হাজার রূপে দিনাতিপাত-
অসম:সমানে!


মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৬

দীপঙ্কর বেরা বলেছেন: বাহ বেশ

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।মন্তব্যে ভাল লাগা রইল। ভাল থাকবেন সবসময়।

২| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৬

এম আর তালুকদার বলেছেন: হাজার রুপে দিনাতিপাত অসমঃসমানে। চমৎকার লিখেছেন। কবিতা খুব ভাল লেগেছে।

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ,পড়েছেন জেনে ভাল লাগল।অনেক ভাল থাকবেন।

৩| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯

ফেরদৌসা রুহী বলেছেন: ভালো লেগেছে পড়তে।
কথাগুলো সুন্দর।

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।পড়েছেন জেনে ভাল লাগল।ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.