নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের দূরবীন

১০ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৩৩

দীর্ঘশ্বাস বাড়ে নাকি দীর্ঘরাত?
থেমে থেমে যায় হৃদযন্ত্র,
আবার অস্থির হয়ে ছুটে-
থেমে যায় বর্তমান,চোখের পর্দায় নামে বিমূর্ত অতীত।
শিরিষতলার সবুজ ঘাস,
অধরা যৌবন আর অচেনা ভবিষ্যৎ
তার মাঝে হারিয়েছে চুলের রং!



আহ!
কত স্বপ্নই না খেয়েছে বেওয়ারিশ ঘুরপাক,
কত অতৃপ্ত অনুভব,
কত অপ্রাপ্ত প্রেম,অযাচিত যন্ত্রণা,
যতটুকু সুখ তারচেয়ে ঢ়ের দুঃখের ঋণ।

দূর হতে হতে ঘুচেছে দূরত্বের একক,
বৃষ্টির প্রেম সেতো টিকেনি শীলার আঘাতে,
সময়ের দূর্ভিক্ষে গলে-পঁচে গেছে অতীত,
হারিয়েছে আলোকবর্ষের পথে।

হায়,
হৃদয়ের চোখ একটা 'জেমস ওয়েব' টেলিস্কোপ,
কি রঙিন আলো এনে দেয় চোখে,
চকচকে ছবি,টলমল জল ভাসে,
আর থেমে যায় হৃদযন্ত্র কয়েক মুহূর্ত!



ছবি-অনলাইন হতে সংগৃহীত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

১০ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৫৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: পড়েছেন জেনে ভালো লাগল।
ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.