নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

শাহরিয়ার সনেট

সাধারন বালক

শাহরিয়ার সনেট › বিস্তারিত পোস্টঃ

মানি না এই পরীক্ষা!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

সহপাঠীরা,
চলে আসো ফার্ম গেট!
হবে আন্দোলন!
ঘরে বসে কাপুরুষতার পরিচয় দিও না!
নিজে আসো অন্যকে আসতে বলো!
প্রথমে দেড় কোটি টাকার চেক আর প্রশ্ন,
উত্তরপত্রসহ ধরা পড়লো। তারপর কে যেন
বললো, "প্রশ্ন তো সেফটি ট্যাংকে! ফাঁস
হবে কি করে?" এরপর আজ পরীক্ষা দিয়ে
এসে শুনি ফাঁসের খবর! প্রথমে অবিশ্বাস
হলেও দেখতে পাই টিভিতে!!! মেধার কি
দাম নাই? আমরা মেধার দাম চাই..
তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আন্দলেনে যাব..
অনেকেই বলতেছে এটা লাভ হবে না!
তারা পারে নি দেখে কি আমরা পারবা না!
বাধা আসবেই তাই বলে আমরা মাথা নত করব না!
ভাইয়েরা আপনারা তো সব ই বোঝেন..
পারেন না কি আমমাদের একটু সাহায্য করতে?
কারো ছোট ভাই আর কারো বড় ভাই হিসাবে বলতেছি প্লিজ আমাদের সাহায্যে এগিয়ে আসুন!
তারাই আমাদের পথে বাঁধা হবে যারা প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়েছে!
এইটা আর সহ্য করা যায় না!
পরীক্ষার প্রশ্ন কেন ফাঁস হবে?
তাই সবাই যারা পরীক্ষা দিয়েছ তারা তাড়াতাড়ি ফার্মগেটে চলে আসো!
ছোট ভাই হিসাবে সবার কাছে আমার একটা আবদার আছে..
যদি কারো মিডিয়ার সাথে পরিচয় থাকে তাকে প্লিজ এই বিষয় নিয়ে একটু বলুন..
সবাই পোষ্ট করুন
নাইলে শেয়ার করুন!
ফেসবুক ইভেন্টে সবাই জয়েন করুন;-
সার্চ করুন ইভেন্ট টি:-
"ফাঁস হওয়া প্রশ্নে নেয়া মেডিকেলের পরীক্ষার ফল বর্জন করা হোক!!"

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

বিপরীত বাক বলেছেন: মেডিকেল আর বুয়েট ( ইঞ্জিনিয়ারিং সেক্টর) কে দেশের উচ্চ শিক্ষার দুটি উচ্চ ধাপ বলা হয়।

বুয়েট বিআইটি গুলোতে কখনোই এ ধরনের অভিযোগ আসে না।
কেন বার বার মেডিকেলএই এই সমস্যাটা হয়???
যারা প্রশ্ন বানায় ( মেডিকেল অধ্যাপক রা শিক্ষক রা) তারা কেন করাপ্টেড হয়?? তারা স্প্রিক্ট থাকলে বা এব্যাপারে কঠিন ক্রিয়েটিভ কোন পদ্ধতি বের করলেই তো পারে!
যেমন বুয়েট আর বিআইটি গুলো করে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.