নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

শাহরিয়ার সনেট

সাধারন বালক

শাহরিয়ার সনেট › বিস্তারিত পোস্টঃ

এ-কি হল??

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৭


আমি বরাবর ই একজন ফুটবল প্রেমী কিন্তু সামুতে এই ধরনের পোষ্ট এটাই প্রথম!
না লিখে পারলাম না!
আমাদের দেশে প্রধান দুই সাপর্টার হল ব্রাজিল আর আর্জেন্টিনার!
কত দন্দ আর কত ঝগড়ার মাধ্যমে আমরা সব সময় ফুটিয়ে তুলেছি আমাদের সাপর্ট কে!
কিন্তু আজ বাছাঈ পর্বে এ কি হল?
হার!
২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে,
ব্রাজিল হারল চিলির কাছে!চিলিকে তাও হিসাবে ধরা যায় কিন্তু আর্জেন্টিনা যে নান্না-মুন্না ইকুয়েডর এর কাছে হারল।
উভয় ই ২ টি করে হজম করেছে!
হাসব না কাদব তা বুঝে আসতেছে না!!
লল!!
তবে উভয় ম্যাচে ছিল না মেসি ও নেইমার!
তবে তারাই কি প্রান ভোমরা??
তারা ছাড়া কি পুরো টিম ই অচল??
বরই চিন্তার বিষয় হয়ে দাঁড়াল
যত তাড়ায়াড়ি সম্ভব উভয় টিমকে মেসি-নেইমি নির্ভরতা কমাইতে হবে!
অন্তত আর্জেন্টিনার বিষয়টি আরো গুরুত্ব সহকারে দেখা উচিৎ কারন মেসি আর হয়ত বেশি দিন দলে টিকে থাকতে পারবে না...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩

প্রামানিক বলেছেন: হাসব না কাদব তা বুঝে আসতেছে না!!

০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

শাহরিয়ার সনেট বলেছেন: কোষট করে হেসে ফেলেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.