নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

শাহরিয়ার সনেট

সাধারন বালক

শাহরিয়ার সনেট › বিস্তারিত পোস্টঃ

অধরা...

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:১৬


মেয়েটি বলেছিল ছেলেটির পাশে থাকবে সব সময়।
ভাগ্যে থাকলে ছেলেটির সারাজীবনের সঙ্গী হবে মেয়েটি।
আজ ১০ ই মাঘ ছেলেটির বয়স আজ ৬২।
বয়সের ভাড়ে নুইয়ে পরেছে ছেলেটি।
একা একা কফি বানাচ্ছে,
শীত টা যেন বেশিই আজ।
কফিটা তার সারা জীবন একাই বানাতে হয়েছে কারন তার কফি বানানোর মানুষটি সারাজীবন অন্য কাউকে কফি বানিয়ে খাইয়েছে।
মেয়েটি জীবন সঙ্গী হয়েছে তবে অন্য কারো।
কাল মেয়েটির বড় ছেলের বিয়ে।
"৩০ বছর ৩ মাস ২৮ দিন ৬ ঘন্টা"পরে হঠাৎ মেয়েটির ফোন,
চশমা ছাড়া ফোন খুঁজতে ছেলেটির বেশ কষ্ট হয়েছে..
-হ্যালো
-হ্যালো,কেমন আছ?
-ভাল, কে আপনি?
-আমি তোমার অধরা।
মিনিট খানেকের জন্য ছেলেটি স্তব্দ!
-হ্যা বলো।তা এত বছর পর হঠাৎ কি মনে করে?
-বলছি আগে বল কি করো?
-এই তো কফি বানাইলাম এখন খাব।
-তুমি বানিয়েছ কফি? কেন তোমার স্ত্রী??
-বউ কি বাজারে কিনতে পাওয়া যায়? যে কিনে এনে রাখবো?
-মানে কি? তুমি বিয়ে কর নি?
-নাহ।
মেয়েটি ১ মিনিটের জন্য নিরব
-কাল আমার ছেলের বিয়ে..আসবে না?
ছেলেটির উত্তর টা এমন ছিল, "১ টা জুঁই ফুলের মালা আর ১ ঝাক জোনাই পোকা নিয়ে তোমার বিয়েতেই শেষ বার গিয়েছিলা।"
তার পর ফোনের লাইন কেটে গেল। এর পর আর মেয়েটি আর কোন দিন ছেলেটির সাথে যোগাযোগ করতে পারে নি।
মাস ৬ পর মেয়েটিকে জানান হল তার সেই ৩০ বছর আগের "পাগল,গাধা,গর্ধব,বোকা" টা দুনিয়া থেকে যাওয়ার আগে মেয়েটির জন্য একটা চিঠি রেখে গেছে।
অধরা চিঠিটা খুলল,
চিঠিতে লেখাছিল,
"কাঁদছো?
কাঁদলে তুমি লাল হয়ে যাও একদম গোলাপের মত।
কেঁদো না প্লিজ, শত চেষ্টা করেও আমি আজ তোমার চোখের পানি মুছে দিতে পারছি না!
পাগলীটা এমন করে কেউ কাঁদে?
যাও আলমারী টা খোল,
৩০ বছর আগে কার একটা ডাইরী রেখে দিয়েছি তোমার জন্য।
"১৯ অক্টবরের" পাতায় দেখ তোমার দেওয়া সেই গোলাপ টা আর আমার ৩০ বছরে আমার চোখের ৬১ ফোঁটা পানি রেখে দিয়েছি"

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:২৭

আশফাক ওশান বলেছেন: সুন্দর

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৩০

শাহরিয়ার সনেট বলেছেন: ধন্যবাদ ভাই

২| ২৮ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



এটা অনেকটা পরিচিত প্লট; এটাকে সুন্দর করতে হলে ভাষা ও কথপকথনে অনেক মাধুয্য সৃস্টির দরকার।

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১০

শাহরিয়ার সনেট বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৬

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১১

শাহরিয়ার সনেট বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৭

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার সনেট ,





চমৎকার ।
তবে কিছু ফাঁক ফোঁকড় মনোরম করে ভরে তোলা যেত ।

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

শাহরিয়ার সনেট বলেছেন: চেষ্টা করবো ভাই

৫| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৬

নূর-ই-হাফসা বলেছেন: ভালো হয়েছে ভাই

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৫

শাহরিয়ার সনেট বলেছেন: ধন্যবাদ আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.