নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

গন্ধ শুঁকে শুঁকে আজকাল তারা ঠিক ই পৌঁছে যায়

০৯ ই মার্চ, ২০২১ দুপুর ২:০০

গন্ধ শুঁকে শুঁকে আজকাল তারা
ঠিকই পৌঁছে যায় ;
গন্ধ শুঁকে শুঁকে আজকাল -
জন্তু-জানোয়ার, বাঘ, শুকর, পুলিশ !
পুলিশও পৌঁছে যায় ;
দৃশ্যপটে সেই একাত্তর, সেই কালরাত্রি ;
দৃশ্যপটে সেই পালিয়ে বেড়ানো
পরাধীন জাতি ;
গন্ধ শুঁকে শুঁকে আজকাল তারা
মানুষের অবয়বে হায়েনার হাসি হাসে ;
যে ছেলেটি, ফুল, পাখি, নদী, ঝরনা, জীবনকে
ভালবাসত ;
স্বাধীনতা চেয়ে সেও আজ গুমোট অন্ধকারে
রাত্রি কাটায় !
গন্ধ শুঁকে শুঁকে আজকাল মানুষের মতো
জীবন ও পালিয়ে বেড়ায় ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: গন্ধ শুঁকে শুঁকে দূর্নীতিবাজদের ধরা সম্ভব না?

০৯ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব ভাল বলেছেন

২| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫৩

মেহেদি_হাসান. বলেছেন: খুব সুন্দর

৩| ০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৮

অক্পটে বলেছেন: এক কথায় চমৎকার!
গন্ধ শুঁকে শুঁকে পুলিশ আসে অঞ্চলে সবচেয়ে মেধাবী ছাত্রটির খোঁজে। গন্ধ শুঁকে শুঁকে উচ্ছিস্ট ভোগিরা আসে। ছেলেটি ঘরে ঘুমোতে পারেনা হয় নিরুদ্দেশ। ছেলের খোঁজে বাবা হয়ে যায় পাগল। অসহায় দৃষ্টিতে থাকে অপেক্ষায় ছেলে ফিরবে তার বুকে। অপেক্ষা আর অপেক্ষায় ১ম ষ্ট্রোকটি করে। অপেক্ষমান সময় অনেক দীর্ঘতর হয় এর মাঝে ২য় ষ্ট্রোকে বাবা প্যারালাইজড হয়ে শয্যাশায়ী হয়। ১২ টি বছর ধরে গন্ধ শুঁকে শুঁকে হায়েনারা আসে, সেই মেধাবীর আর ঘরে ফেরা হয়না। (একটি সত্য ঘটনার আভাস)

৪| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০২

জুল ভার্ন বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.