নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

" মৃত্যু! সত্যিই এক আজব জিনিষ!" কখন যে, কোথায় হানা দেয় কিছুই বলা যায় না।

১০ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৫২



আজ শহীদ নূর হোসেন দিবস৷
সকালে অফিসে যাবার সময় গুলিস্তানে পৌছাতেই দেখলাম,নূর হোসেন চত্তরে ফুল দেবার জন্য ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছে নেতারা। ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সাত সকাল হলেও দীর্ঘ জ্যামের করণে অফিসগামী মানুষের ভোগান্তি বাড়ছে। আজকাল কেউ কারো ভোগান্তি নিয়ে ভাবে না।

জোর করে ধরে আনা টিভি ক্যামেরায় নিজের মুখ দেখাবার জন্য কুনুই দিয়ে নেতার পেটে গুতা দিয়ে জায়গা করে নিচ্ছে পাতি নেতারা। বিরক্তি নিয়ে কে গুতা দিয়েছে, তাকে খুজার জন্য ওদিক ওদিক তাকাচ্ছে,আপেক্ষাকৃত বড় নেতা। কিন্তু কেউ নেতার দিকে তাকায় না। সে এক দেখার মতো দৃশ্য। আমি জ্যামে বসে খুব কাছ থেকে মজা করে পুরো দৃশ্যটা দেখলাম। রাতে টিভিতে দেখি সে দৃশ্যই খবরে দেখাচ্ছে।

আমার বাসার খুব কাছের একটি কবরস্তানে শুয়ে আছেন,শহীদ নূর হোসেন। "বেচে থাকলে নিঘাৎ আফসোস করতেন গনতন্ত্রের বর্তমান অবস্থা দেখে।"

কিছু মানুষ, কিছু না বুঝেই ঝাপিয়ে পরে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়৷ হুট করেই মরে যায়। আবার কিছু মানুষ, শত, সহস্র অভিশাপ, দীর্ঘশ্বাসেও মরে না। অভিশপ্ত শকুনের মতো,পাথরের মুর্তির মতো বেচে থাকে বছরের পর বছর। "মৃত্যু! সত্যিই এক আজব জিনিষ! কখন যে কোথায় হানা দেয় কিছুই বলা যায় না।"

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৬

জগতারন বলেছেন:
খাবার ও অভিশপ্ত কাজ করলে মানুষের আয়ু কমে।
আমি এই কথায় বিশ্বাস করি।
শহিদ নূর হোসেন দীর্ঘদিন বেঁচে থাকবে বাংলাদেশের
মানুষদের হৃদয়ে।

১৩ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনি যে কথা বলেছেন , সেটি সত্য , মানুষের কর্ম দোষেই তার রুজি এবং আয়ূ কমে ।

২| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ২:২৭

সোনাগাজী বলেছেন:


বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা গরীব পরিবারের সহজ সরল ছেলেটাকে পুলিশের নিশানার সামনে ঠেলে দিয়েছিলো, লাশের জন্য।

১৩ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কিছু মানুষ না বুঝেই মৃত্যুর মুখে ঝাপিয়ে পরে

৩| ১১ ই নভেম্বর, ২০২২ ভোর ৬:১১

জুল ভার্ন বলেছেন: অনিশ্চিত জীবনে মৃত্যুই একমাত্র নিশ্চিত- তা যার জন্য যেভাবেই হোক। নুর হোসেন, আবু জেহাদ জীবন দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর স্বৈরাচার শাসক প্রতিষ্ঠিত করে গিয়েছে.... যার খেসারত দিচ্ছে এদেশের আমজনতা।

১৩ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার সাথে সহমত প্রকাশ করছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.