নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজেদুর রহমান সাজু

সাজেদুর রহমান সাজু

সাজেদুর রহমান সাজু › বিস্তারিত পোস্টঃ

হওনা সোনার ছেলে

৩১ শে মে, ২০১৫ ভোর ৪:০৫

হওনা সোনার ছেলে
মো: সাজেদুর রহমান সাজু

'৭১ এর সোনার ছেলে
হলো শহীদ গাজী,
আমার ঘরের যুবক ছেলে
নেশায় ঘুমায় আজি।

ওঠ্ না ছেলে, দেখনা এবার
বিশ্বটাকে ঘুরে,
আর থেকোনা নেশায় ডুবে
নর্দমাতে পরে।

যাও না ছেলে, তেপান্তরে
বুকে সাহস নিয়ে,
দাওনা মা'কে হীরে এনে
দূর পাহাড়ে গিয়ে।

দাও না পাড়ি কালাহারি
বিশাল মরুভূমি,
এভারেষ্ট-এর শুভ্র চূঁড়ায়
চিহ্ন আঁক তুমি।

নয়তো গিয়ে সোনা খোঁজ
চাঁদের পাহাড় গিয়ে,
কাটাও ক'দিন বনানীতে
বেবুন বুনিপ নিয়ে।

না হয় দেখ আফ্রিকাতে
বাওবাব গাছের সারি,
যেথায় নাকি জন্ম থেকেই
সাপ সিংহের বাড়ী।

নয়তো বানাও কলের নৌকো
আকাশ দেবে পাড়ি,
এ জগতের বাইরে দেখ
আছে কী ঘর বাড়ী?

আবার দেখো দূর আকাশে
প্রদ্বীপ জ্বালে কারা,
আমার ঘরের মাটির প্রদ্বীপ
দেখে না'কি তাঁরা?

নয়তো বুনাও মায়ের জন্য
সবুজ রাঙা শাড়ী,
আঁচলে তার চাঁদের হাসি
জরীর বুনট পাড়ী।

না হয়, মহল বানাও মায়ের জন্য
এক নতুন পাথর দিয়ে,
বিশ্ববাসী আসবে যেথায়
তাজ'কে ভুলে গিয়ে।

মরন যদি আসে তোমার
করতে গিয়ে জয়,
জানবে সেটা বীরের মরণ
ম্যালেরিয়ায় নয়।

ওঠ্ না ওরে সোনার ছেলে
ছুঁড়ে ফেল ভয়,
শক্ত তোমার হাতের মুঠোয়
বিশ্বকর জয়।

{ বেবুন- এক জাতের বানর, বুনিপ- হিংস্র গড়িলা}

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৫ সকাল ৯:০৫

শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।
যথার্থই বলেছেন:
//মরন যদি আসে তোমার
করতে গিয়ে জয়,
জানবে সেটা বীরের মরণ
ম্যালেরিয়ায় নয়।//

২| ৩১ শে মে, ২০১৫ রাত ১১:১৭

সাজেদুর রহমান সাজু বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.