নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজেদুর রহমান সাজু

সাজেদুর রহমান সাজু

সাজেদুর রহমান সাজু › বিস্তারিত পোস্টঃ

কবি ও বধু

২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৪

কবি ও বধু--
সাজেদুর রহমান সাজু
----- ------ ----
অখ্যাত কবি, মনে আঁকি ছবি
লিখিছে কবিতা নানান ছন্দে,
ঘরে কিছু নাই, কবি বধু তাই
জড়াইলো বাক দ্বন্দে।
বধু কহে -
“মোর যত ব্যথা, কেন হে বিধাতা?
কেন পাঠাইলে মোরে এ ধরাতে?”
কবি কহে -
“বধু, কী করিবে আর?
দোষ দেবে কার?
সহিতে-ই হবে যা আছে তোমার বরাতে।”
শুনে তেড়ে এসে, ফুঁসে ওঠে রোষে,
বধু ফেলিয়া কাগজ কালি,
কবিকে টানিয়া, বাহিরে আনিয়া
পাড়িতে লাগিলো গালি।
কিছুনা যাঁচে, হাঁফ ছেড়ে বাঁচে
কবি পালাইয়া ঊর্ধ্বশ্বাসে।
কিছু দূরে যায়, ক্ষণিক - দাঁড়িয়ে তাকায়
যদি বধু নিতে আসে।
কবিকে বাহির করিলেও বধু
কোমল তাহার মন,
কবির কবিতা কুঁড়ায়ে পড়িয়া সে
নিরবে কাঁদিল কিছুক্ষণ।
সন্ধ্যা বেলায় কবি ফিরিলে ঘরে
গলা জড়িয়ে ধরিলো বধু,
কহে তোর ভালোবাসায় সুখ নাই কবি
তবে জ্বালাতনে আছে মধু।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওরে বাবারে!

২| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৫

মুজাহিদুর রহমান বলেছেন: দারুণ।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০০

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লিখনশৈলি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.