নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

শেখ এম উদ্‌দীন

আমি বাংলাদেশি ....আমি বাঙালী....আমি মুসলিম....আমি বাংলার জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত ।

শেখ এম উদ্‌দীন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্মহীন রাষ্ট্র নয়

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬

Bangladesh is a country of ‪#‎Secularism‬ not ‪#‎Impiety‬.

Secularism: Living of all people from different religious faith in a harmony. (যে ব্যাবস্থাপনাতে সকল ধর্মপ্রাণ মানুষগণ নিজেদের ধর্মীয় আচার ব্যাবহার বিনা বাঁধাতে পালন করতে পারে তাঁকে ধর্মনিরপেক্ষতা বলে)

Impiety: There will be no religious faith. (যে ব্যাবস্থাপনাতে ধর্মীয় বিশ্বাস কে দমন করা হয়, কিংবা বাঁধা প্রদান করা হয় পক্ষান্তরে নাস্তিকতাকে উৎসাহিত করা হয় তাঁকে ধর্মহীন সমাজ বলে)।

বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু এই ধর্মনিরপেক্ষতা মানে ধরমহিনতা নয়।

অথচ আমাদের দেশের অধিকাংশ বুদ্ধিজীবীগণ এই নিরপেক্ষতার নামে ধর্মহীন সমাজ প্রতিষ্ঠাতে ব্যস্ত। আমার ছোটবেলা হতে আমি বাংলাদেশকে একটি ধর্ম নিরপেক্ষ সমাজ ব্যাবস্থাপনার মধ্যে দেখেছি। যেসকল বিচ্ছিন্ন ঘটনাকে সামনে এনে এই ধর্মনিরপেক্ষ দেশটিকে ধর্মহীন দেশ প্রমানে কিছু সংখ্যক চতুর সচেষ্ট তাঁর বেশিরভাগই এদের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট।

এই সকল ঘটনা সামনে এনে এরা যে ১৬ কোটি মানুষের এই দেশটির ৯০ শতাংশ মানুষকে অপমান করছে তাই নয় এরা সারা বিশ্বে আমাদের ভাব মূর্তি ক্ষুণ্ণ করছে।

লক্ষ লক্ষ অভিবাসি এবং কোটি কোটি দেশপ্রেমিক জনতার ঐকান্তিক প্রচেষ্টা একদল লুটেরা, চোর এবং ডাকাত রূপী হায়েনা দের লেলিহান লকলকে জিব এর থেকে বাঁচিয়ে দেশটিকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। কিন্তু এদের লোভ এতো বেশি যে এরা নিজেরাই নিজেদের মধ্যে মারা মারি হানা হানি করে এর দায়ভার বাংলার শান্তিকামী জনগনের উপর চাপিয়ে দিচ্ছে।

নিকটবর্তী দেশ গুলোর ধর্মীয় নিপীড়ন দেখলেই সহজেই বুঝা যায় বাংলাদেশ কতটা ধর্মনিরপেক্ষ দেশ। তাই আপনাদের এই সকল ব্যক্তিগত লাভের আশাতে তৈরি করা সামাজিক ইসুকে সকল বাংলাদেশীদের উপর চাপিয়ে না দিতে অনুরোধ করব।

৪৫ বছর তোএই সব করে কাটালেন এখন একটু থামেন না। আল্লাহ্‌র ওয়াস্তে দেশটিকে সঠিক গতিতে আগাতে দিন।

আল্লাহ্‌ আমদের দেশকে এই সকল নাস্তিকদের ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতার বীজ বপনের হাত হতে রক্ষা করুন। আমীন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

সিপন মিয়া বলেছেন: ভাল লিখেছেন।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

শেখ এম উদ্‌দীন বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

আগুনে পাখি বলেছেন: লেখাটা ভালো লেগেছে

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

শেখ এম উদ্‌দীন বলেছেন: ধন্যবাদ

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

অেসন বলেছেন: যে দেশে রাষ্ট্র ধর্ম সংবিধানে থাকে সেখানে আবার ধর্মনিরপেক্ষ হই কিভাবে ?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

শেখ এম উদ্‌দীন বলেছেন: রাষ্ট্র ধর্ম মাণে সেই দেশে অন্য কোন ধর্ম থাকতে পারবে না এটা কোঁথাও লেখা আছে?
ধর্ম নিরপেক্ষ মানে আমি আমার বন্ধু সঞ্জিবনের বাসাতে বসে খেয়েছি সঞ্জীবনও ও আমার ঘরে খেয়েছে। সঞ্জিবনের পুজাতে আমি বাঁধা দেই না সঞ্জীবন আমার নামাজে বাঁধা দেয় না।

সামাজিক, চাকুরী সকল ক্ষেত্রেই চোখ খুলে একটু দেখুন নিকটতম রাষ্ট্র গুলোর কি দশা।
তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ না অন্য কিছু

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

অেসন বলেছেন: ধর্ম নিরপেক্ষতা বিষয়টি রাষ্ট্রের, কোন ব্যক্তি বিশেষের নয়।
নিকটতম রাষ্ট্র গুলোর সাথে তূলনা করে আলোচনা বড় করা ঠিক হবে না।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

শেখ এম উদ্‌দীন বলেছেন: সংবিধান হতে ঐ শব্দ দুটি মুছে দিলেই কি ধর্ম নিরপেক্ষ হয়ে যাবে? নাকি আমাদের ব্যাক্তি বিশেষ কে ধর্ম নিরপেক্ষ হতে হবে?

আর সকল কিছুতেই পাশের দেশে যেতে পারলে এই প্রশ্নে কেন নয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.