নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের খুঁজে... জগত মাঝে। যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..। https://www.facebook.com/getAhsaan/

সোহাগ আহসান

যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..।

সোহাগ আহসান › বিস্তারিত পোস্টঃ

সিরিয়ার শিশুদের রক্ত কত খাবে যুদ্ধ–জুয়াড়িরা?

০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪


সিরিয়ার শিশুদের রক্ত কত খাবে যুদ্ধ–জুয়াড়িরা?
ফারুক ওয়াসিফ
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৫
ভাইটিকে কোলে নিয়ে আকাশপানে খোদার দিকে তাকিয়ে চুপচাপ মরে গেছে বোনটি‘আমি খোদার কাছে সব বলে দেব’ বলে অসম্ভব অভিমানে মরে গিয়েছিল এক সিরীয় শিশু। আরেক সিরীয় শিশু ভাবছিল, মরে যাওয়াই ভালো। কেননা, বেহেশতে তো না খেয়ে মরতে হবে না।.......।
আরাকান থেকে ইয়েমেন, ফিলিস্তিন থেকে সিরিয়ায় শিশুহত্যার উৎসব। যত রকমভাবে মানুষের শিশুহত্যা সম্ভব, এরা তার সবকিছুরই শিকার।.......।
..... সিরিয় শিশুদের এই মৃত্যু নিয়ে কবিতা লিখেছেন জনপ্রিয় সাহিত্যিক আনিসুল হক। তার শেষটা এই:
‘ট্রাম্প চাচ্চু, আমাকে হত্যা করো, প্লিজ
পুটিন আংকেল, আমার ঠিক মাথার ওপরে বোমা ছুড়তে বলো ওদের
লক্ষ্য যেন ভ্রষ্ট না হয়
আমাকে কবরে শুইয়ে দাও
আমাকে বেহেশতে পাঠিয়ে দাও
বেহেশতে আমার জন্য রুটি আছে
বেহেশতে আমার জন্য ঘুম আছে
বেহেশতে আমার জন্য নিরাপত্তা আছে
আব্বু আমাকে মেরে ফেলো
আম্মু আমাকে মেরে ফেলো
চাচ্চুরা আমাকে হত্যা করো...
করুণা করো করুণা করো করুণা করো
দোহাই করুণা করে আমাকে মারো
মেরে আমাকে বাঁচাও!’

ফারুক ওয়াসিফ: লেখক ও সাংবাদিক।
[তথ্য সূত্র: দৈনিক প্রথম আলো ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৫]

হে আল্লাহ, সিরিয়ার শিশুদেরকে তুমি রক্ষা করো।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আফসোস! মুসলিমরা নিজেদের মধ্যে মারামারি করে নিজেরাই শেষ হয়ে যাচ্ছে; তাতে ইন্ধন যোগাচ্ছে ইহুদীরা তথা আমেরিকান জোট। :(

০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:১৮

সোহাগ আহসান বলেছেন: ঠিক বলেছেন

২| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবে শেষ হয়ে মানুষ হত্যার এই নিকৃষ্ট গেইম।

৩| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৩:০৪

হাসান কালবৈশাখী বলেছেন: view this link

৪| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: সিরিয়ার যা ঘটছে সব জানি। সমস্যার সমাধান কি?

০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:২০

সোহাগ আহসান বলেছেন: আল্লাহর পক্ষ থেকে অচিরেই সাহায্য আসবে ইনশাআল্লাহ ।

৫| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৭

আবু তালেব শেখ বলেছেন: নিজের হন্তা নিজেরা

৬| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
এমন ছবি না দিলেও পারতেন।।।।

০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:২৩

সোহাগ আহসান বলেছেন: সত্যি এমন ছবি অন্তরকে ছুয়ে যায়, কিন্তু বাস্তবতা তুলে ধরাই ত সত্তের পক্ষে অবস্থান, তাই নয় কি !

৭| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: আমিন
|-) |-) |-)

৮| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.