নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের খুঁজে... জগত মাঝে। যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..। https://www.facebook.com/getAhsaan/

সোহাগ আহসান

যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..।

সোহাগ আহসান › বিস্তারিত পোস্টঃ

অথচ আজ পাশের বাড়ির বাচ্চাদেরকে আমি কিনে দেই। কিছু দিতে ভালো লাগে। তাদের নির্মল হাসি ভালো লাগে, এমন হাসি কবে হেসেছিলাম কে জানে।

১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১০



একটা সময় ছিলো (ক্লাস ৪/৫) যখন আব্বা আমার সাথে আরো দুইটা বাচ্চাকে (প্লে/নার্সারি পড়ুয়া) প্রায় প্রতিদিন বিকালে রেললাইনের পাশে একটা মাঠে নিয়ে যেতেন ঘুরতে, আমার সাথে ওদেরকেও যখন চকলেট, চিপস, জুস ইত্যাদি কিনে দিতেন তখন আমার খুব হিংসে হতো, ভাবতাম এতোকিছু ওদের কিনে দেয়ার কি দরকার।
অথচ আজ পাশের বাড়ির বাচ্চাদেরকে আমি কিনে দেই। কিছু দিতে ভালো লাগে। তাদের নির্মল হাসি ভালো লাগে, এমন হাসি কবে হেসেছিলাম কে জানে।
এখন বুঝেছি, তাইতো তখন আব্বার উপর করা অভিমানগুলো এখন শ্রদ্ধা আর ভালোবাসায় পরিণত হয়েছে।
আব্বা অনেকদিন ধরে অসুস্থ, এখনো বাচ্চা দেখলে উঠে বসে, হাত বাড়িয়ে দেয় কোলে নেয়ার জন্য। আব্বার জন্য দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন পরিপূর্ণ সুস্থ করে আব্বাকে বাচ্চাদের মাঝে ফিরিয়ে দেন।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: আপনার বাবা সুস্থ হোক এটাই কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.