নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

“শরীরবৃত্তীয় ভূগোল”….!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩০





স্ফীতির কেন্দ্রে স্ফীতি নিটোল

সরল কোণে স্থিতি,

নিপুণ হাতে বৃত্ত মাপি

জ্যা আর পরিমিতি !



শুভ্র বিরান বালুকা শেষে

সুমিষ্ট জল, খাঁড়ি

এক মোহনায় আছে মিশে

কোমল বালিয়াড়ি !



সকল স্থানে ভ্রমি উল্লাসে

যা কিছু আছে প্রিয়,

শুধু উপত্যকায় যাই যে ভুলে

পোলার-কার্তেসীয় !





১৩/০৯/১৪ উত্তরা ।

মন্তব্য ৭৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর +

শুভ রাত্রি :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ অপূর্ণ,

ধন্যবাদ, শুভরাত্রি ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ সেলিম ভাই !

ভালো থাকুন, শুভরাত্রি ।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১০

জাহাঙ্গীর.আলম বলেছেন:
কিছু কিছু ভুল মধুর
যদি থাকে সম্মতি, সম্প্রীতির ৷

স্বল্প কথায় অনেক কিছু ভাবায় সৌকর্ষে ৷ চমৎকার পাঠ ৷

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন জাহাঙ্গীর ভাই !

ভালো থাকুন সব সময় ।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ কাভা,

ভালো আছেন আশা করি !

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৭

দুখাই রাজ বলেছেন: বেশ ভালো লাগলো কবিতাটি ভাই ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে নতুন দেখলাম এখানে !

অনেক ধন্যবাদ ভাই !

ভালো থাকুন।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১০

কলমের কালি শেষ বলেছেন: ছোট ছোট লাইনের ছোট কবিতায় বড় বড় ভাললাগা ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ !

ভালো থাকুন।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

কৃতজ্ঞতা হাসান ভাই ।

ভালো আছেন আশা করি !

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮

মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: স্ফীতির কেন্দ্রে স্ফীতি নিটোল
সরল কোণে স্থিতি,
নিপুণ হাতে বৃত্ত মাপি
জ্যা আর পরিমিতি ! :P

চমৎকার। ভালো লাগা রেখে গেলুম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার জন্যও ভালো লাগা !

অনেক ধন্যবাদ !

ভালো থাকুন।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২২

সুমন কর বলেছেন: গাণিতিক কবিতা দারুণ হয়েছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা সুমন দা ।

ভালো থাকুন নিরন্তর ।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অতি চমৎকার

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অতিশয় ধন্যবাদ আপনাকে !

ভালো থাকুন সব সময় ।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৯

যমুনার চোরাবালি বলেছেন: ভালো লেগেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ চোরাবালি !

ভালো থাকুন ।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: স্ফীতির কেন্দ্রে স্ফীতি নিটোল
সরল কোণে স্থিতি,
নিপুণ হাতে বৃত্ত মাপি
জ্যা আর পরিমিতি !

শুভ্র বিরান বালুকা শেষে
সুমিষ্ট জল, খাঁড়ি
এক মোহনায় আছে মিশে
কোমল বালিয়াড়ি !

সকল স্থানে ভ্রমি উল্লাসে
যা কিছু আছে প্রিয়,
শুধু উপত্যকায় যাই যে ভুলে
পোলার-কার্তেসীয় !



-------------চমৎকার হয়েছে। ++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা ভাই !

আপনার মতো দেশ প্রেমিকদের আজ বড় বেশি প্রয়োজন !

ভালো থাকুন ।

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

জ্যামিতিক সবকিছুই জটিল এবং চেষ্টা করে বুঝতে হয়...
এটিও ব্যতিক্রম হলো না B-) ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

ধন্যবাদ মইনুল ভাই,
নিরাপদে দেশে ফিরবেন সেই দোয়া রইল !

ভালো থাকুন ।

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১

বাংলার পাই বলেছেন: চমৎকার। +++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ বাংলার পাই !

ভালো থাকুন,
ভালোয় থাকুন ।

১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ তো :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা প্রোফেসর !

ভালো আছেন আশা করি ।

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: জ্যামিতিক কবিতা !

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালোলাগা জানবেন অভি কবি,

ভালো থাকুন ।

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৯

ডি মুন বলেছেন: "সকল স্থানে ভ্রমি উল্লাসে
যা কিছু আছে প্রিয়,
শুধু উপত্যকায় যাই যে ভুলে
পোলার-কার্তেসীয় ! "


বাহ, সুন্দর।

ছন্দবদ্ধ কবিতা সবসময়ই সুখপাঠ্য।

ভালো লাগলো আপনার “শরীরবৃত্তীয় ভূগোল”

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ ভাই মুন !

ভালোলাগার সমান্তরালে ভালোবাসা রইল !

সুস্থ- সুন্দর আনন্দে থাকুন ।

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:

নিজেকে অপরাধী মনে হচ্ছে...
নতুন পোস্ট দেখিনি ...তাও দু'দিন হয়ে গেল!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অপরাধী মনে হবার কিছু নেই !

জীবনের নানামুখী জটিলতা আমাদের
অপরাধী করে তুলছে অনুনিয়ত...!

ভালো থাকুন, সুন্দর থাকুন ।

১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫১

সুলতানা সাদিয়া বলেছেন: অল্প কথায় ভাললাগার ব্যাপ্তি ছড়াতে কেবল কবিরাই পারে। শুভকামনা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার জন্য অনেক ভালোলাগা রইল !

ভালো থাকুন,
ভালোয় থাকুন ।

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১১

জাফরুল মবীন বলেছেন: বাহ্ চমৎকার!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা মবীন ভাই !

ভালোলাগা সব সময়ের ।

২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

bakta বলেছেন: ভালো লেগেছে। সুন্দর +

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমার ব্লগে আপনি স্বাগত মিঃ বক্তা !

ভালো থাকুন, সুন্দর থাকুন ।

২২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

অন্ধবিন্দু বলেছেন:
লেখক ভোগ করলেন। পাঠক করলাম উপভোগ।
খণ্ডরূপ জ্যামিতিক, পূর্ণরূপ অস্বাভাবিক ...

(অন্তমিলের টানে “ভাবপ্রকাশ” কয়েদি হয়ে যাচ্ছে না তো ! ভেবে দেখবেন)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ছোট ছোট কয়েকটা লাইনে
পূর্ণরূপ অস্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক !

আপনার পরের মন্তব্যটিতে নাছির ভাই কিন্তু
অনেকখানি পূর্ণতার স্বাদ পেয়েছেন মনে হয় !

তারপরেও আপনার মূল্যবান মূল্যায়ন আমার
অবশ্যই মনে থাকবে প্রিয় অন্ধবিন্দু মহাশয় !

ভালো থাকুন সব সময়, ধন্যবাদ ।

২৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

নাছির84 বলেছেন: গণিতে ‌'ক অক্ষর গোমাংস'। জ্যামিতি ওড়ে মাথার ওপর দিয়ে। কিন্তু 'পোলার-কার্তেসীয়' বাদে এতটুকু বুঝেছি-'স্ফীতির কেন্দ্রে স্ফীতি নিটোল কিংবা সুডৌল-যাই হোক না কেন, আমরা নিপুন হাতে বৃত্তের জ্যা আর পরিমিতি মাপতে ভালবাসি।' :P
কোমল বালিয়াড়িতে কর্ষণ শেষে এক খাঁড়ি সুমিষ্ট জল পেলে যে কোন কৃষাণ বর্তে যায়। আর তাই বিরান বালুকা কিংবা বালিয়াড়ির মোহনায় তার বেভুলো মনের উল্লসিত ভ্রমনই শেষ পর্যন্ত উপত্যকায় গিয়ে কাল হয়ে দাঁড়ায় ! :P
এর কারণটা জানেন শুধু দুইজন- 'পোলার-কার্তেসীয়' এবং স্বপ্নচারী গ্রানমা।' :P
প্রিয়তে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রেমিক উপত্যকায় এসে,আবেগের স্রোতে ভেসে
কখনো ভুলে যায় “শরীরবৃত্তীয় ভূগোলের”
'পোলার-কার্তেসীয়'(স্থানাংক) অথবা কামের ব্যাকরণ !

আপনার মতো গভীর বোধন ক'জনের আছে এখানে !!

অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন ।

২৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অসাধারণ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা দুর্জয় ভাই !

ভালো আছেন আশা করি ।

২৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১৭

সোনালী ডানার চিল বলেছেন:
অন্যরকম, দারুণ!
খুব ভাল লাগলো।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে ব্লগে খুব একটা পাওয়া যায় না,
তাই এখানে পেয়ে অনেক ভালো লাগলো !

কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ।

ভালো থাকুন, সুন্দর থাকুন ।

২৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯

অন্ধবিন্দু বলেছেন:






স্বপ্নচারী গ্রানমা,
মন্তব্যটি হয়তো আপনার তৃতীয় নয়ন ছুঁয়ে যেতে অসমর্থ হয়েছে। সে আমারই দুর্বলতা মেনে আবারও লিখতে ইচ্ছে হলো-

আয়তন ক্ষেত্রফল পরিসীমা ... জ্যামিতির স্বজ্ঞাভিত্তিক প্রকাশে আমরা না হয় ইউক্লিড সাহেবের সাহায্য নিলাম এবং বৃত্ত আঁকতে সক্ষম হলাম। কিন্তু সমতল ছেড়ে বিশ্বব্রহ্মাণ্ড বক্রে বৃত্ত কি আর বৃত্ত থাকে ;) উপত্যকায় কবি নিজেই ভুলে যাচ্ছেন পোলার-কার্তেসীয়। তাই মানসিক চাঁচল্যর আপাতঃ পূর্ণরূপ দিতে যে অস্বাভাবিক শব্দটিকে আনতেই হয় । এখানে পূর্ণতার স্বাদ, স্বাদ নয় বরং অস্বাভাবিক অপূর্ণতাই পাঠক আমাকে পূর্ণতার স্বাদ দিয়েছে(উপভোগ)। অতিক্ষুদ্রজ্ঞানী পাঠক আমি এইটুকো বুঝিয়াছিলাম :|


ছোট ছোট কয়েকটা লাইনও পূর্ণরূপ দিতে পারে যদি লেখকের জ্ঞানের পরিসীমা অপূর্ণতা দ্বারা আকুল আকাঙ্ক্ষী থাকে ;) :P

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পুকুরের ২০ ফিট জল কারও কাছে গভীর,
নদীর ২০০ ফিট জল কখনও হয়ত গভীর,
আবার ২০০০ ফিট সাগরের গভীরতাও কারও কারও কাছে
মনে হতে পারে নিতান্তই অগভীর নোনা জলের আলোচনা !

আমার তৃতীয় নয়নের দৃষ্টি ততোটা প্রখর নয় বলেই তা আপনার
গভীরতর মন্তব্যের মর্ম উদ্ধার করতে অসমর্থ হয়েছে যথারীতি !

ছোট ছোট কয়েকটা লাইনও পূর্ণরূপ দিতে পারে যদি লেখকের
জ্ঞানের পরিসীমা অপূর্ণতা দ্বারা আকুল আকাঙ্ক্ষী থাকে !

আপনার বক্তব্যের সাথে সহমত পোষণ করি ! ধন্যবাদ ।

২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শরীরের বাইরে যেতে চেয়ে কি ভুল করলাম কিনা বুঝতে পারছি না। শরীর বুঝি কিন্তু গূঢ় অর্থ তো ধরতে পারছি না। :(


শুভেচ্ছা গ্রাণমা :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
লজ্জায় ফেলে দিলেন আলাউদ্দিন ভাই !
ভালো আছেন আশা করি, ধন্যবাদ ।

২৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:২৯

মাহমুদ০০৭ বলেছেন: জ্যামিতি দিয়ে অপরিমিতির ভূগোলকে মেপে ফেললেন!
দারুণ ! নিজের কাছে নিয়ে যাচ্ছি ।

ভাল থাকবেন ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা মাহমুদ ভাই !

আপনার আছেন বলেই দু'চার লাইন
লিখতে ভরসা পাই, অনেক ধন্যবাদ !

২৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৮

দুখাই রাজ বলেছেন: চমৎকার রুপক কবিতা । শুভ সকাল ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ রাজা সাহেব, ভালো আছেন আশা করি !

৩০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৭

আরজু পনি বলেছেন:

আমি মন্তব্যে "রূপক" শব্দটা ব্যবহার করতে চাচ্ছিলাম একবার...স্ক্রুল করতে করতে দেখি একজন লিখেছেন।

কারো কারো মন্তব্যে বিভিন্ন ইমোটিক কবিতার রূপটিকে হালকা করে দিয়েছে।

এতো সুন্দর করে শারীরিক কবিতা অনেকদিন পড়িনি।

তাই প্রথমদিন অনটপিকে মন্তব্য করা হয় নি।

জানি না ভালোলাগা লেখার ব্যাকাপ রাখা জরুরী কি না।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ইমোটিকের ব্যবহারে আমি অনেক মিতব্যয়ী আপনি জানেন !

আর অনেকেই মননশীলতার চেয়ে মজা করতেই ভালোবাসে !

আপনাকে অনেক ধন্যবাদ, সামর যদি প্রথম আলো ব্লগের মতো
হওয়ার ভয় থাকে তবে ভালোলাগা লেখার ব্যাকাপ রাখা জরুরী !

ভালো থাকুন নিরন্তর, আশা যাওয়ার পথের ধারের পড়শি !

৩১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন শব্দের ব্যাঞ্জনা , ভাললাগা +++++++++++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পরিবেশ বন্ধু,

অনেক ধন্যবাদ পাশে থাকায় !

৩২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: পোলার-কার্তেসীয় !



জ্যামিতিক কবিতায় ভালোলাগা!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার জন্যও ভালোলাগা রইল ময়ূরাক্ষী !

ভালো থাকুন সব সময় ।

৩৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৪

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নচারী গ্রানমা ,




ছোট্ট একটু কথায় "অপূর্ব" ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা জানাই কবি !

ভালো থাকুন সব সময় ।

৩৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

ইয়াশফিশামসইকবাল বলেছেন: দাদি, কোবিতা টা যদি আপনার ষোড়োষি বয়সে লিখতেন, তাহোলে আরো ভালো লাগতো :) :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে আমার ব্লগে নতুন দেখলাম,

"গ্রানমা" র বিষয় নিয়ে আমার সাম্প্রতিক সময়ের
দুটি পোস্ট আছে_সময় করে পড়ে/জেনে নিবেন
এই নামের তাৎপর্য অথবা অতীত ইতিহাস !

ধন্যবাদ আপনাকে ।

৩৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৮

ইয়াশফিশামসইকবাল বলেছেন: ভুল সংশোধনের জন্য ধন্যবাদ, দাদা :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকেও ধন্যবাদ দাদা !

শুভকামনা রইল ।

৩৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৮

ভরকেন্দ্র বলেছেন: দারুন......... মজা পেলাম..

০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ আপনাকে ।

সাফল্য জমা হোক ভরকেন্দ্রে !

৩৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩০

তাহসিনুল ইসলাম বলেছেন: বাহ! বেশ ভালো লাগলো কবিতাটা :)

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ আপনাকে তাহসিনুল।
নতুন বছরের শুভেচ্ছা রইল !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.