নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষা পিধান অন্তরে মম..!

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

ঈশ্বরের করুণার মতো দুষ্প্রাপ্য প্রেমে
ডুবে গেলে প্রণয়ের চাঁদ
ফাঁদ কভু বাঁধে পদে পদে
পুস্প প্রপাতের স্মৃতি
বৃতি ছাড়া হয় যদি
দাহ্য বুকের কোঠরে তবু জেনো
অপেক্ষা অলাত !

ভুলগুলি বার বার পরিযায়ী হলে
বন্ধনাঙ্গীকার ফুল সুগন্ধ হারালে
দীর্ঘশ্বাসের রশিতে
বাঁধা যদি পরে ভবিষ্যৎ
অতীতের সুখের তীরে তবু জেনো
অনুরণন অশ্রুপাত !


০৩/১১/২০১৪ রাত্রি ১১.০০ ।

মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৩

লেখোয়াড় বলেছেন:
এটা নিয়ে কথা বলার আছে।
আবার আসতে হবে।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অপেক্ষায় রইলাম আপনার মতামতের
প্রিয় লেখোয়াড় ! ভালোই থাকুন ।

২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৪

রিফাত ২০১০ বলেছেন: অনেক সুন্দর একটি কবিতা । +++

০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ মতামত জানানোয় !
ভালো থাকুন, সুন্দর থাকুন ।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

ভরকেন্দ্র বলেছেন: অতীতের সুখের তীরে
অনুরণন অশ্রুপাত


দারুন..

০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে ভরকেন্দ্র !

ভালো থাকুন, সুখে থাকুন ।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪০

সুমন কর বলেছেন: সুন্দর!

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ দাদা !

ভালো থাকুন খুব ।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

তুষার কাব্য বলেছেন: দারুন...!

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:২২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তুষার কাব্যে ভালোলাগা রইল !

ধন্যবাদ, ভালো থাকুন ।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

পাকাচুল বলেছেন: ++++

শুভ রাত্রি

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ আপনাকে ।

শুভ রাত্রি !

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:০৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ লাগলো।

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বেশ লাগায়, ভালোলাগা রইল ভ্রাতা ! ধন্যবাদ !

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:২৩

মাহমুদ০০৭ বলেছেন: পুস্প প্রপাতের স্মৃতি
বৃতি ছাড়া হয় যদি
দাহ্য বুকের কোঠরে তবু জেনো
অপেক্ষা অলাত !

বাহ ! নারহাবা ।

ভাল লাগা রইল ।

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মারহাবা-মারহাবা !

অনেক ধন্যবাদ ভ্রাতা !

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ ভোর ৫:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভীষণ কাব্যিক এক কাব্য।

০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে ইদানিং পাচ্ছি আমার ব্লগে !

কৃতজ্ঞতা জানবেন, সব সময় !

ভালো থাকুন ।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: ক্লাসিক +++++++ আবৃতি করে পড়লাম ।

ভালো থাকবেন সবসময় ।

০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
চলুন একসাথে আবৃতি করি !

অনেক ধন্যবাদ রইল ।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অলাত , বন্ধনাঙ্গীকার শব্দ দুটোর অর্থ কি কবি ?
শব্দ দুটো বাঁধ দিলে কবিতার ভাব টা ধরতে পেরেছি , বেশ লেগেছে !
শুভেচ্ছা রইলো !

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রিয় অভি,

"অলাত" শব্দের আভিধানিক অর্থঃ জ্বলন্ত অঙ্গার,
চক্রাকার বহ্নি ইত্যাদি আর "বন্ধনাঙ্গীকার" তো
বন্ধন আর অঙ্গীকারের সঙ্গমে তৈরি হওয়া সম্পর্ক !

ভাবগত অর্থটুকু হয়তোবা আরও কিছুটা গভীর ।

ভালোলাগা জানবেন, ভালো থাকুন ।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: দীর্ঘশ্বাসের রশিতে
বাঁধা যদি পরে ভবিষ্যৎ


চমৎকার লিখেছেন ।

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার নামটি সুন্দর কিন্তু !

ধন্যবাদ, ভালো থাকুন ।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



দুর্দান্ত। মুগ্ধতা রাশি রাশি।

চমৎকার শব্দ চয়ন। ভাবের প্রকাশটাও অসাধারণ। অল্পতেই খুশি করে দিলেন।

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার সক্রিয় উপস্থিতি ব্লগবাসি যে
কামনা করে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন !

ভালো থাকুন, সাথেই থাকুন, ধন্যবাদ ।

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

মামুন রশিদ বলেছেন: অনেক সুন্দর!

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

মামুন ভাই, ভালো আছেন নিশ্চয়ই !
ধন্যবাদ আপনাকে !

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

সুমাইয়া আলো বলেছেন: ভেরি নাইস। অসম +++++

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আলোয় ভুবন ভরা !

ভালো থাকুন ।

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

লেখোয়াড় বলেছেন:
আমার আবার আসবার কথা ছিল, এসে কথা বলবার কথা ছিল। আসলেই আসতাম কিনা জানিনা। তবু আপনি যেভাবে বললেন অপেক্ষায় থাকবেন, তো আর না এসে কি করি.................

হৃদয়ের লেনদেন যে বড় অহংকারী, তাকে এড়ানো যায়না সবসময়। অবশ্য অন্যকে প্রভাবিত করার ক্ষমতাটা আপনার জন্মলব্ধ মনে হয়।

তাই কি স্বপ্নচারী গ্রানমা?

আপনার সবকিছুতে কেমন অন্তরঙ্গতা কিংবা বলতে পারি হৃদ্যতা। কিন্তু আপনার ওই সবকিছুকে আমি অবহেলায় ফিরে যেতে দিতে পারি না। কারণ ওগুলো আজকাল খুব দুষ্প্রাপ্য।

আপনি এই কবিতায় যেমন বলেছেন... " ঈশ্বরের করুণার মতো দুষ্প্রাপ্য প্রেমে"..... যা দুষ্প্রাপ্য তারই জন্য মানুষের হাহাকার মনে হয় বেশি।

তাই না, স্বপ্নচারী গ্রানমা??

ঈশ্বরের করুণার কথা না হয় বাদ দিলাম, কিন্তু লৌকিকতার ভালবাসার প্রতিটি কণা উল্টে পাল্টে দেখলে কি মনে হবে..............

পরিধিবিহীন এই মহাবিশ্বলোকে হাহাকার ওঠে জন্ম জন্ম প্রেমের।

আমি কি করবো......... আপনি যে লিখলেন.......... "দাহ্য বুকের কোঠরে তবু জেনো অপেক্ষা অলাত !"

তার থেকে এই ভাল আছি, আপনি ভাল আছেন??

কবিতার নামটি ভাল লাগেনি।
পিধান, অলাত এগুলো কি শব্দ? এসব শব্দ ব্যবহার না করেও কিন্তু এই কবিতাটি ভাল লেখা যেত। এখন এই সময়ে ঠিক এই ঢঙে কবিতা রেখার দরকার নেই বলে আমি মনে করি।

আপনার কাছে এখনো ঋণী আছি, ঋণ শোধ দিলেই তো সব চুকে গেল। উৎসর্গের কথা ভুলিনি। থাক না ওটা অমন।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মানুষকে প্রভাবিত করার ক্ষমতাটা খুব জরুরী
যা আমি যথেষ্ট পাইনি বলেই আজকে ঈশ্বরের
করুণা হতে বঞ্চিত হয়েছি কিংবা
হতে পারে তা খুব বেশি বলেই আজ আমি
আপনাকে এই লেখা লিখছি !

তা না হলে আজ আমি মিশে যেতাম,হারিয়ে যেতাম
কান্নার রোলে কিংবা নোনা জলের মাতাল হাহাকারে !

এই মহাবিশ্বলোকে হাহাকার ওঠে জন্ম জন্ম প্রেমের।

পিধান শব্দটির ব্যবহার খুব একটা ভালো হয়নি
আমার কাছেও যাহোক আমারও সীমাবদ্ধতা রয়েছে !

আমার দুর্ঘটনার খবরটা জেনেছিলেন কিনা জানিনা ?
অনেক অনেক হৃদ্যতা আর কৃতজ্ঞতা জানবেন কবি ।

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:২৮

চৈতী আহমেদ বলেছেন: কবিতার সার্জারী ভালোলাগে না আমার, কবিতা পড়ে নিজের ভেতরে যে অনুরণন তাকেই প্রাপ্তি মানি।
অপেক্ষা সত্যি অলাত!

শুভ কামনা কবি।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক দেরিতে উত্তর দেয়া হল ! দুঃখিত,
আমার দুর্ঘটনার খবরটি জেনেছিলেন কিনা !

অপেক্ষা ফুরোবে একদিন এই প্রত্যাশা রাখি !
অনেক ধন্যবাদ আপনাকে ।

১৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ সুন্দর একটি কবিতা।++

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ, ভালো থাকুন সব সময় ।

১৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:

বেশ ভাবনাময় ৷ প্রতীক্ষায় হয়ত আশাও জেগে রয়

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রতীক্ষায় হয়ত আশাও জেগে রয় !

হয়তোবা তাই, ধন্যবাদ আপনাকে ।

২০| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:



সরিরে ভাই। কানে ধরতেছি। :( :( :(

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
শুধু কানে ধরলেই হবে না,
শর্মা খাওয়াইতে হইবেক !

ভালো থাকুন ।

২১| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪

আরজু পনি বলেছেন:

"অলাত" শব্দটার অর্থ জানলাম এবং এর প্রয়োগে .........++++++++++

আপনারা বিশেষ কয়েকজন এতো দারুন দারুন কবিতা লিখেন যে অবাক হয়ে যাই, এতো দারুন করে লিখেন কেমন করে ...? !

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মন ভেসে যায়,
সুখ খাবি খায় তবু
তেপান্তরের মাঠে
রামধনু ওঠে কভু !

ভালো থাকুন,নিশিদিন ।

২২| ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

লেখোয়াড় বলেছেন:
এখন আমি আপনাকে কি এভাবে বলতে পারি.................??



কি খবর আপনার??

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

আপনি আমাকে এভাবে বলতে পারেন না প্রিয় কবি,
হৃদয় মন্দিরে যে ফিরে ফিরে আসে ভুলে যাওয়া ছবি!

অনেক কিছু ঘটে গেছে এই ফাঁকে, ভালো থাকুন অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.