নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

“কোহলিক ভালোবাসা”...!

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৮





অনিমন্ত্রিত অতিথি ওরা,

হরিদ্রাভ দ্রাঘিমার কোল ঘেঁসে

ব্যক্তিগত ভুলের সীমানা পেরিয়ে

এসেছে আমার আঙ্গিনায় !



এই আমি বিপন্ন ব্যাকুলতায়

সংজ্ঞাহীন ভাবাবেগে তুলে নেই

সে গভীর তিমির বিষাদ-বিভীষণ

আকণ্ঠ কোহলিক ভালোবাসায় !







উৎসর্গঃ



দ্রিমিক ও আমার চোখের জল!

১৭/১২/১৪ রাতঃ ১০.৩০ মিনিট।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৭

বটবৃক্ষ~ বলেছেন:
বিষন্নতায় ঘেরা ... ...

ভালোবাসারা ভালো থাকুক ।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ বট !
ভালোই থাকুন ।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বিষাদকে ভালোবাসা!

বিষণ্ণ সৌন্দর্য্যের পর বলবো, আনন্দ হোক সারা বেলা।
আঙিনায় খেলা করুক ভালোবাসা।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার জন্য কৃতজ্ঞতা আর ভালোবাসা !
মনের নিরজন কুঠিতে তবুও কিছু আশা।

ভালো থাকুন দুর্জয় ভাই ।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৬

সুমন কর বলেছেন: ভাল লাগল।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা ।
ভালো আছেন নিশ্চয়ই !

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর অনুকাব্য ।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বেশি বড় কবিতা আমার লেখা হয় না !
ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভ্রাতা ।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১১

নেক্সাস বলেছেন: অনেক সুন্দর কবিতা। যাপিত জীবনের অনাকাঙিত ভুল এবং পরিনামে যে বেদনার রেখাপাত তাকে আপন করে নেওয়ার অভিনব শক্তির বহিঃপ্রকাশ।
কবিতায় শব্দ চয়ন, বাক্য বিন্যাস এবং মেঠাফোর ভালো লেগেছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বিচক্ষণ অন্তর্দৃষ্টি আপনার প্রিয় ভ্রাতা ।
মন্তব্য ছুঁয়ে গেল ভিতর এবং বাহির ।

ভালো থাকুন সব সময় । চা কিন্তু ঠাণ্ডা হচ্ছে !

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১০

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা +++++

শুভকামনা :)

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা রায়হান ভাই,
ভালো থাকুন সব সময়।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

আরজু পনি বলেছেন:

শিরোনামটা খুবই সুন্দর।
পড়েই কেমন নেশা লেগে যায়!

আর কবিতাও অনেক ভালো লাগলো ।

"দ্রিমিক" নামটা খুব সুন্দর।

উৎসর্গের পরের অংশটুকু পছন্দ হয়নি। আমি আশা জাগানিয়া মানুষ... জল দেখতে চাই না কারো চোখে।

অনেক ভালো থাকুন আর অনেক অনেক লিখুন।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

দুই নয়নের পবিত্র কান্নায় আজ ভেসে যাক
জমাট অন্ধকার,অশুদ্ধ যত হোক পুরে খাক!


আপনি আশা জাগানিয়া মানুষ...
কৃতজ্ঞতায়-ভালোলাগায় বাঁচুন!

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

তুষার কাব্য বলেছেন: এমনি করে চলে আসুক ভুল করে আমার বিষাদময় কাব্যে...

২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ তুষার কাব্য
ভালো থাকা হোক সর্বদা !

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

হাসান মাহবুব বলেছেন: বিষাদী পঙক্তিমালায় ভালো লাগা রইলো।

২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা হামা ভাই !

ভালো থাকুন সব সময় !

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৮

সকাল রয় বলেছেন:
ছোট হোক কবিতা কিন্তু তার বিস্ফোরণ যেন ছড়িয়ে গেলো আকাশে...

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি বড় কবিতা লিখতে পারি না কেন ?

অনেক ধন্যবাদ সকাল বাবু, ভালো থাকুন।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫১

আলম দীপ্র বলেছেন: অনুকাব্য চমৎকার লেগেছে ! :) :)

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনুকাব্য, হা হা !

আমি আসলেই অনুকাব্য লিখি !

ধন্যবাদ দীপ্র!

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভেচ্ছা। অনেক দিন পরে আপনার একটা লেখা পড়লাম। কেমন আছেন?

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আছি এক প্রকার ভালোই !
আপনিও ভালো আছেন আশা করি।

ধন্যবাদ ।

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪

কালো পাখি বলেছেন: বিষন্ন িবষাদেও মানুষ বাচেত পারে

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ কালো পাখি !

শুভেচ্ছা জানবেন !

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭

ভরকেন্দ্র বলেছেন: এক পা যেতে
তিন পা টলে
দুই পা যেতে ঝুপ।


তিন পা যেতে
এক পা টলে
পাঁচ পা যেতেই চুপ!


ছয় পা যেতে
আর টলে না
কেবল হাঁটাহাটি!


তেলের শিশি
উলটে ফেলে
ঘরসংসার মাটি!

হাঁটি হাঁটি পা পা
যেখানে খুশি সেখানে যা।

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এতো কঠিন কবিতা বুঝি না ভাই,
একটু কি সহজ করে বলবেন ?

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আশা করি ভালো আছেন সেলিম ভাই।
আজ কাল বুঝি খুব ব্যস্ত হয়ে পড়েছেন!

ভালো থাকুন, সুন্দর থাকুন ।

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪

অদৃশ্য বলেছেন:





অপূর্ব... বিষাদে মুগ্ধ হয়ে গেলাম...

শুভকামনা...

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে অনেকদিন পরে পেয়ে ভালো লাগলো।
ভালো থাকুন সর্বদা, আনন্দে কিংবা বিষাদে!

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৩

ডি মুন বলেছেন:
দারুণ। অসাধারণ।

চমৎকার একটি কবিতা পড়লাম।

++++

নতুন বছরের শুভেচ্ছা রইলো
ভালো কাটুক ২০১৫

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অসংখ্য ধন্যবাদ জানাই মুন।
আমাদের সবার জীবনে ১৫ হোক

শান্তি- সমৃদ্ধি আর সাজানোর বছর ।

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিষন্নতায় ভালোবাসার পূর্ণতা।

কবিতায় অনিঃশেষ ভালো লাগা।

অনেক অনেক ভালো থাকবেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভ্রাতা !
ভালো থাকুন সর্বদা।

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসস্‌ কি কঠিন কঠিন শব্দ... তবে বিষাদে মুগ্ধ! তবুও ভালোবাসারা বেঁচে থাকুক...।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তবুও ভালোবাসারা বেঁচে থাকুক...।

কিছু কিছু বিষাদ ছড়াক মুগ্ধতা!

অনেক ধন্যবাদ আপনাকে ইপ্সিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.