নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

লেখালেখির বয়স,রবীন্দ্রনাথ ও আমার ডায়েরির পাতা...!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩



অনাবিষ্কৃত আবেগের রঙে মনের আকাশটা বড্ড ফ্যাকাশে সেদিন। কি করবো অথবা কি করা উচিৎ বুঝতে না পেরে শেষে পুরনো ডায়েরির পাতায়-পাতায় সুখস্মৃতি খুঁজতে লাগলাম! কিন্তু সেখানেও গোলাপি রঙের সুখ, কমলা রঙ উচ্ছ্বাস আর সবুজ স্বপ্নের পাশাপাশি জমে আছে নীল রঙের বেদনা,মৃত্তিকা রঙ হতাশা এবং মৃত স্বপ্নের বিবর্ণ লিপিকা।



ডায়েরির পৃষ্ঠা বদল করতে করতেই চোখ আঁটকে গেল বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের একটা কথায়। তিনি বলেছেন; “মৃত্যুর সঙ্গে সঙ্গেই যদি মানুষের মন থেকে মুছে যেতে না চাও,তবে এমন কিছু লিখে যাও,যা বারবার পড়বার মতো এবং এমন কিছু করে যাও,যা লেখার মতো



বিক্ষিপ্ত মনকে প্রশ্ন করলাম,জীবনে কি এমন করেছ তুমি যা সমাজ ও সভ্যতার জন্য লেখনীয় কিংবা লিখেছ এমন কি যা বারবার পঠনীয়? অপ্রস্তুত মন দিশেহারা হয়ে খাবি খেতে লাগলো, যাপিত জীবনের সাতরঙ খতিয়ানে।



পৃষ্ঠা উল্টিয়ে যাচ্ছিলাম,একটা পাতায় দুঃখের নানান প্রতিশব্দ লেখাঃ

1. Sorrow

2. Grief

3. Distress

4. Unhappiness

5. Misery

6. Woe

7. Tribulation

8. Pain

9. Inflammation

10. Pity

11. Remorse

12. Affliction



দুঃখ নয়,হাসি পেল এই ভেবে যে বার মাসের জন্য বার পদের দুঃখ লেখা রয়েছে আমার ডায়রিতে! হা হা হা...



রবীন্দ্রনাথকে পাওয়া গেল,তিনি বলে গেছেনঃ “পঁচিশ বৎসর পর্যন্ত কোনো লোককে জানা যায় না-তার যে কি হবে,কি হতে পারে কিছুই বলা যায় না; কিন্তু সাতাশ বৎসরে মানুষকে একরকম ঠাহর করা যায়-বোঝা যায় তার যা হবার তো একরকম হয়েছে,এখন থেকে প্রায় এইরকমই বরাবরই চলবে, এ লোকের জীবনে হঠাৎ আশ্চর্য হবার আর কোনো কারণ রইল না



নিজের লেখা বিদগ্ধ কবিতার কিছু লাইনঃ



মৃত্যুকে আমার,

আকুল আরাধ্যকে

ললাটের উঠোন হতে

অদৃষ্টের অভিশাপ হতে

হাতের মুঠোয় নেবো!



এই যে আমোদ আর প্রমোদে

হফনারীয় জীবনের স্বাদে

ফুরোলো অক্সিজেন-সভ্যতার

শিকড়ে। আনাচারের কিউমুলেটিভ

কার্বনে ভারী আকাশ।



আর নয় ফুল-পাখি,কবিতা-গান,

রাষ্ট্রের সতীত্ব যখন ক্রন্দসী

সমাজের বিবেক যখন

অনুভূতিহীন ভগাঙ্কুর তখন

শ্বাপদের শ্বাস হবো।






ডায়েরিতে আছে দেশের প্রথম নারী প্রশিক্ষক বৈমানিক ফারিয়া লারার কথা। একরাশ গুমোট অভিমান নিয়ে অজানা আকাশে হারিয়ে গেছে যে, (১৬ই এপ্রিল ১৯৭০-২৭ সেপ্টেম্বর ১৯৯৮ ইং) । অরুণ কুমারের এই কবিতাটি খুব প্রিয় ছিল তারঃ



‘যদি মরে যাই

ফুল হয়ে যেন ঝরে যাই

যে ফুলের নেই কোন ফল

যে ফুলের গন্ধই সম্বল

যে গন্ধের আয়ু একদিন

উতরোল রাত্রিতে বিলীন

যেই রাত্রি তোমারই দখলে

আমার সর্বস্ব নিয়ে জ্বলে

আমার সত্ত্বাকে করে ছাই

ফুল হয়ে যেন ঝরে যাই’




মনটা ভিজে জবজবে,লারার স্থানে নিজেকে ভাবতে ভাবতে আমিও পাখি হয়ে গেলাম। ডানার ভাঁজে, পালকে-পালকে জমা অভিমান নিয়ে আমিও একদিন হয়তো উড়ে যাবো আমার আরাধ্য আকাশে।



আর এগুতে পারলাম না। প্রিয় ডায়েরির পাতারা ভিজে যাচ্ছে। মনের আকাশে ভাসছে ফ্রাঙ্কলিন,রবীন্দ্রনাথ আর বৈমানিক লারার রেখে যাওয়া অভিমানী ফুলের সম্মোহন_সুবাস...!





১৩/০২/২০১৫ ইং (রাতঃ ১০.৩০)

মন্তব্য ৫৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৯

সুমন কর বলেছেন: চমৎকার লাগল, অাপনার ডায়েরির পাতার লেখাগুলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ জানবেন সুমন কর।
আশা করি ভালোই আছেন কর্মে-জীবনে !

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ লাগল।

নিরন্তর শুভ কামনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
রাজপুত্র দিশেহারা কেন ?
ভালোলাগা জানবেন।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২১

আরজু পনি বলেছেন:

শিরোনামটা বেশ সুন্দর হয়েছে।

আর ডায়েরিতে লেখাও...

শুভকামনা রইল, স্বপ্নচারী ।।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার প্রেরণাদায়ী মন্তব্যের জন্য
অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন!

বৃষ্টি দিনের রিমঝিম শুভেচ্ছা রইল।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪১

প্রোফেসর শঙ্কু বলেছেন: মনকাড়া লেখা। বেশ লাগল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা প্রোফেসর !

সুন্দর কাটুক দিন।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: ডায়েরীর পাতা উল্টিয়ে বেছে বেছে কষ্টের কথাগুলোই তুলে আনলেন আজ? :( কোন কারণে কি মন বিক্ষিপ্ত হয়ে আছে? যাহোক, ডায়েরী লেখায় যথেষ্ট পরিপাটির ছাপ আছে। বিষাদের কথা হলেও গুছানো লেখার কারণে অনেক ভালো লাগলো স্বপ্নচারী। নিরন্তর শুভ কামনা রইলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার বিস্তৃত মন্তব্য সবসময়ই আনন্দের!
তবে লেখাটিতে দুঃখের ভাগই বেশি আছে!

ভালো থাকুন, পাশেই থাকুন সব সময় !

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৭

এম এম করিম বলেছেন: ছিমছাম ডায়েরী।
ভালো লাগলো।

ভালো থাকুন সবসময়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে নতুন দেখলাম এখানে!
অনেক ভালোলাগা আর কৃতজ্ঞতা,

স্বাগত আমার ব্লগে !

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার কবিতা ভাল্লাগলো। অরুন কুমারের কবিতাটিও।
ডায়রি কথনটাই দারুণ আসলে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দুর্জয় ভাই ভালোলাগা জানবেন।
বাসন্তী বাতায়নে ভরুক আপনার জীবন!

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭

জাফরুল মবীন বলেছেন: আমি আমার সারাজীবনে ভাব ও ভাবনা সমৃদ্ধ ও নান্দনিকভাবে লেখা ডায়েরি যে ক’টা পড়েছি তার মধ্যে এটি অন্যতম।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম এ্কটি আত্মকথা ডায়েরি থেকে উপস্থাপন করার জন্য।

অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

ভাল থাকবেন ভাই। :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার মন্তব্যে আপ্লুত হলাম,
আমাদের সবার ভাবনাগুলো সুন্দরের সাথে
ঐক্যতানে মিলে যাক, সেই সরল প্রার্থনা!

কৃতজ্ঞতা জানবেন, ভালো থাকুন, পাশে থাকুন।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর স্মৃতি অনুভূতি ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অশেষ ধন্যবাদ আপনাকে,
কালি যেন শেষ না হয় ভ্রাতা!

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজত্ব নেই; নেই রাজকনন্যা।
কি আর করবো বলুন?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তবুও ভালো থাকতে হবে যে !!

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ
বিষাদে ও ভাললাগা থাকে ...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপু, ভালো থাকুন সব সময়।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

আরমিন বলেছেন: বেশ ভালো লাগলো পুরোনো ডায়েরীর আবেগ ....

দুঃখের প্রতিশব্দ আর কবিতাদ্বয় !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার নামের অর্থ জানতে পারি ?

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

সকাল রয় বলেছেন:
বেশ ভাবনায় ফেলে দিলেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভাবনা শেষে কি উদ্ধার করিতে পারিলেন,
ব্লগবাসিরা জানতে চায়, ভালো থাকুন কবি!

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: দারুন লিখেছেন্ । তবে অসাধারণ কিছু লিখতে পারবো বলে মনে হয়না ।তবে ২৭ বয়সের কথাটা পুরো সত্যি নয় । তখন মনে হয় চাকুরী নেয়ার শেষ বয়স ছিল ২৭ ;)

+++++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সেলিম ভাই,
আপনার দারুণ সব লেখা নিয়ে মুগ্ধ ব্লগবাসি।
আহা ২৭, আহা, আহা

ধন্যবাদ, ভালো থাকুন।

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬

বটবৃক্ষ~ বলেছেন: স্যার বেঞ্জামিনের কথাগুলো বেশি অসাধারন!!



খুব ভাল্লাগছিল আপ্নার লেখনি। অনেকদিন পর পেলাম লিখা!! নিয়মিত লিখুন প্লিজ। হয়ত আপ্নি ইতিমধ্যে লিখেও ফেলেছেন এমনকিছু যা বারবার পঠনীয় !! কেজানে!!?

ডায়েরির পাতারা না ভিজুক।
পাতায় পাতায় ভালোবাসা জমা থাকুক।
শুভকামনা একরাশ।
:-)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ভালোলাগা আর ধন্যবাদ বটবৃক্ষ।
আপনাকে দেখাই যায় না ব্লগে, ফিরে আসুন
সুন্দর আর অর্থপূর্ণ আনন্দময় ব্লগিং জগতে!

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





নিজের ডায়েরির পাতা থেকে চমৎকার কিছু বিষয় উগড়ে দিয়েছে, স্বপ্নচারি...

ভালো লেগেছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা মইনুল ভাই।
ডায়রির পাতায় পাতায় জমে আছে,
সুখ দুঃখ আর যাপিত জীবনের নাটকীয়তা!

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১

শায়মা বলেছেন: তোমাকে আরও বড় হতে হবে ভাইয়া!!!!!!!!:) :) :)



:P

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি আর কত বড় হবো আপু,
আমার মাথা...!!

ভালো থাকা হোক।

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৪

ডি মুন বলেছেন:
ডায়েরির পাতায় তো দেখছি অনেককিছু লেখা আছে।

+++++

খুব ভালো লাগল। তবে মৃত্যুকে ছাপিয়ে জীবন সদম্ভে মাথা তুলে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা।

ভালো থাকুন। :)

০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:১৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দোয়া করবেন মুন ভাই, যেন সব ঠিক হয়ে যায়।
জীবন এক আজব নাট্যশালা,

"ফাঁদ ও সমতলের গল্পে"র মতোই!

কৃতজ্ঞতা আর ভালোবাসা নিবেন।

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯

তুষার কাব্য বলেছেন: অসাধারণ ছুঁয়ে যাওয়া ডায়েরির কথামালা,বিষাদে ডুবে থাকা একজনের খুব একান্ত বেদনার কথা ।খুব ভালো লেগেছে আপনার কবিতা টা সাথে অরুণ কুমারের কবিতাটিও দুঃখের প্রপাত হয়ে যেন ঝরছে !

পরিশেষে : দুঃখ,শোক ভুলে জীবন আবার সানন্দে ফিরে আসুক তার চেনা পথে,সেই শুভকামনা থাকলো ।

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৪৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সুন্দর মন্তব্যে মন ভরে গেল।

আপনার শেষোক্ত কামনাই যেন হয়,
বাস্তবতার রঙিন উঠোন কিংবা আলো।

অনেক ভালো থাকুন, ধন্যবাদ কাব্য!

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৮

উপপাদ্য বলেছেন: সুন্দর লেখা। বিষাদময়... স্মরণ করায় ধ্রুবসত্য মৃত্যুকে....

আরো অনেকেই হারিয়ে যায়, প্রতিদিন - প্রতিরাতে।

একদিন নিজেও হারিয়ে যাবো.......

০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:০৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনিও আজকাল পূর্ণিমার চাঁদ হয়ে গেছেন ভ্রাতা!
আমরা আবার জেগে উঠবো, কোরাস গাইব মিলনের,

ভালোবাসা আর কৃতজ্ঞতা রইল প্রিয় উপপাদ্য।

২১| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:৫২

জুন বলেছেন: ১২ মাসের ২৪ রকম দুঃখ আমার :(
বেঞ্জামিন ফ্র্যাংকলিন এর মত আমিও মানুষের মনে থাকতে চাই গ্রান্মা তবে লেখালেখি আমার দ্বারা হবে না এটা নিশ্চিত :)
সুন্দর ডায়েরী ভালোলাগলো পড়ে :)
+

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:৪০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো,
আপনার আবার এতো দুঃখ কিসের আপু !!

লেখালেখি আপনাকে দিয়েই হবে, আমি বলছি!
আর বেঁচে থাকুন যুগে যুগে সবার মন মণিকোঠায়!

২২| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:১৫

মহান অতন্দ্র বলেছেন: ডায়েরীর পাতার লেখাগুলো সুন্দর।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য।
ভালো থাকুন, সুন্দর থাকুন।

২৩| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:৩৭

রঙ তুলি ক্যানভাস বলেছেন: সুন্দর ।++
ভাললাগা রইল - ডায়রীর দুঃখগাথায় নয়, বরং মন খারাপের অনুভূতিকে ভাষায় প্রকাশের সুন্দর লেখনীতে ভাললাগা।

একটা সময় আমিও নিজের পুরান ডায়রী পড়তাম মাঝেমাঝে.।একবার সেরকম পড়তে গিয়ে কি যে হল, এতটা বিরক্ত হলাম-ডায়রী ভরে শুধু দুঃখ আর দুঃখ.।মনে হল আমি আমার দুঃখ,কষ্ট,হতাশাকে ধরে রাখছি.। আর তাই লিখাগুলোকে আর রাখলাম না, ছিড়ে কুটি কুটি করলাম, কিছু পুড়িয়ে দিলাম, নিজের সব দু;খ-কষ্ট-হতাশার সাক্ষীকে শেষ করে দিলাম... তারপর থেকে আমার হতাশা-বিষন্নতার কোন সাক্ষী নেই, তারপর থেকে আমি সমগ্র সুখী মানুষ, হাহাহা।

"লারা" বইটা পড়েছেন? আমার অনেক ভাললাগার একটা বই, কতবার যে পড়েছি।

"আমার একটি কথা বাশি জানে,বাঁশিই জানে, ভরে রইল বুকের তলা, কারো কাছে হয়নি বলা, বলে গেলেম বাঁশির কানে কানে.।" লারার পছন্দের একটা গান :)

শুভকামনা, ভাল থাকা হোক ।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার অনুভূতিগুলো জেনে অনেক ভালো লাগলো।
এভাবে সুখী হওয়া গেলে তো ভালোই হতো আপুনি!


"লারা" বইটি এখন পড়তে ইচ্ছে করছে, কিনে নিবো।
আপনার জন্য অনেক ভালোলাগা আর শুভকামনা রইল।

২৪| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৬

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: বারো মাসের জন্য বারো পদের দুঃখ....বাহ্! বেশ লাগল ব্যাপারটা :) :)

মাঝে মাঝে এমন হঠাৎ অভিমানে আমরা প্রায়ই ডুবে যাই। অভিমানের খোলস ছেড়ে প্রাণবন্ত হোক সময়।।। ভাল থাকুন।।।

১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
জীবন তব পুস্পিত হোক,এই কামনা রাখি
সুখের জলে ভরে উঠুক,ক্লান্ত করুণ আখি!


অনেক ভালো থাকুন যাহিন, ধন্যবাদ।

২৫| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৪

যুগল শব্দ বলেছেন:
দুঃখের দোকান খুলে বসেছেন যে! :(( :((

ভালো লাগলো তবুও গ্রানমা। ++++

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমার ব্লগে স্বাগত
কৃতজ্ঞতা অশেষ।

২৬| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৩

আমি তুমি আমরা বলেছেন:



যদি মরে যাই
ফুল হয়ে যেন ঝরে যাই
যে ফুলের নেই কোন ফল
যে ফুলের গন্ধই সম্বল
যে গন্ধের আয়ু একদিন
উতরোল রাত্রিতে বিলীন
যেই রাত্রি তোমারই দখলে
আমার সর্বস্ব নিয়ে জ্বলে
আমার সত্ত্বাকে করে ছাই
ফুল হয়ে যেন ঝরে যাই

অসাধারন লাইন। ভাল লেগেছে :)

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ পিচ্চি বাবুটা!

ভালো থাকুন, সুন্দর থাকুন।

২৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৮

তানজির খান বলেছেন: দেশী ভাই আজ প্রথম আপনার লেখা পড়লাম। আপনি দূর্দান্ত লেখেন। পড়তে পড়তে আমার গলা ধরে আসছিল। শুভকামনা রইল

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে এখানে পেয়ে ভালো লাগলো।
আশা করি ভালোই আছেন নিজস্ব ভুবনে।

ভালো থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।

২৮| ১৯ শে মে, ২০১৬ ভোর ৫:৩৯

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.